Increase Smartwatch Battery Life: অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচে ব্যাটারির আয়ু বাড়াতে কাজে লাগান এই 4 জরুরি টিপস

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 04, 2023 | 4:20 PM

Smartwatch Tips: অনেক সময় এমন হয়, আপনার নতুন স্মার্টওয়াচে বেশিক্ষণ চার্জ থাকে না। কিন্তু কেন? পুরনো স্মার্টওয়াচ হলে তার ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়। কিন্তু নতুনেও কোন এমন হয়?

Increase Smartwatch Battery Life: অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচে ব্যাটারির আয়ু বাড়াতে কাজে লাগান এই 4 জরুরি টিপস

Follow Us

Smartwatch Battery Tips: বর্তমানে সাধারণ ঘড়ি ছেড়ে বহু মানুষ স্মার্টওয়াচের দিকে ঝুঁকেছে। তবে এক হাজারটা সুবিধা থাকলেও একটি বিরাট অসুবিধা রয়েছে। কারণ স্মার্টওয়াচের চার্জ শেষ হয়ে গেলে তা একটি খেলনার সমান হয়ে যায়। তাই বাজারে একের পর এক এমন স্মার্টওয়াচ এসে চলেছে, যেগুলিতে বড় ব্যাটারি দেওয়া হচ্ছে। অনেক সময় এমনও হয়, আপনার নতুন স্মার্টওয়াচে বেশিক্ষণ চার্জ থাকে না। কিন্তু কেন? পুরনো স্মার্টওয়াচ হলে তার ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়। কিন্তু নতুনেও কোন এমন হয়? আপনার ছোট ছোট কিছু ভুলের কারণে এমনটা হয়। তবে দেখে নিন কী করলে আপনার স্মার্টওয়াচের চার্জ অনেকদিন একইভাবে থাকবে।

অটোমেটিক ব্রাইটনেস সেটিং বন্ধ করুন:

হতে পারে আপনি যখন রোদে কোথাও যাচ্ছেন, তখন স্মার্টওয়াচের দিকে তাকালেই পরিষ্কার সব দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, এতেই আপনার স্মার্টওয়াচের চার্জ অনেক তাড়াতাড়ি খরচ হচ্ছে। কারণ যত বেশি ব্রাইটনেস দিয়ে রাখবেন, ততই ব্যাটারি তুলনায় বেশি শেষ হবে। তাই অটোমেটিক ব্রাইটনেস সেটিং অপশনে গিয়ে তা বন্ধ করে দিন।

সেমি হাইবারনেশন মোড অন করুন:

স্মার্টওয়াচটি সেমি হাইবারনেশন মোডে থাকলে তা ব্যাটারি কম শেষ করে। এটি স্ক্রিন বন্ধ করে পাওয়ার বোতামটি ক্লিক না করা পর্যন্ত চালু হবে না। একবার স্ক্রিন চালু হলে, এটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এতে আপনার স্মার্টওয়াচের ব্যাকগ্রাউন্ডে কোনও রকম কোনও অ্যাপ চলবে না।

শাটডাউন করে রাখুন:

যখন স্মার্টওয়াচটি কোনও কাজে লাগবে না, চেষ্টা করবেন তা বন্ধ করে রাখার। এতে চার্জ শেষ হবে না। অর্থাৎ আপনি যে চার্জে বন্ধ করবেন, সেই চার্জেই পেয়ে যাবেন। আপনি যদি অফ না করে রাখেন, তাহলে নোটিফিকেশন বার কাজ করতে থাকবে। এতে চার্জ নিজে থেকেই অনেকটা কমে যাবে।

ব্লুটুথ বন্ধ করে রাখুন:

অনেক সময় এমন হয় যে, আপনি স্মার্টওয়াচটি ব্যবহার করছেন না অথচ সেটি অন রয়েছে। সেক্ষেত্রে তাতে চার্জ নিজে থেকেই কমে যাওয়ার সম্ভবনা থাকে। এর কারণ হল, আপনি যতক্ষণ ব্লুটুথ অন করে রাখবেন, ততক্ষণ টানা আপনার স্মার্টওয়াচটিতে কোনও না কোনও নোটিফিকেশন আসতে থাকবে। ফলে চেষ্টা করুন ব্লুটুথ বন্ধ করে রাখার।

Next Article