1TB স্টোরেজের সঙ্গে লঞ্চ হল HP Pavilion Aero 13, রয়েছে চোখধাঁধানো ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 22, 2023 | 12:56 PM

HP Pavilion Aero 13 Price: HP ভারতে তাদের প্যাভিলিয়ন সিরিজের (Pavilion Series) নতুন ল্যাপটপ HP Pavilion Aero 13 লঞ্চ করেছে। HP Pavilion Aero 13 ল্যাপটপটি খুব পাতলা এবং হালকা।

1TB স্টোরেজের সঙ্গে লঞ্চ হল HP Pavilion Aero 13, রয়েছে চোখধাঁধানো ফিচার

Follow Us

HP Pavilion Aero 13 Features: HP ভারতে তাদের প্যাভিলিয়ন সিরিজের (Pavilion Series) নতুন ল্যাপটপ HP Pavilion Aero 13 লঞ্চ করেছে। HP Pavilion Aero 13 ল্যাপটপটি খুব পাতলা এবং হালকা। যার ওজন এক কিলোগ্রামেরও কম। তাহলে এবার বুঝতেই পারছেন, ল্যাপটপটি ব্য়াগে করে কোথাও নিয়ে যেতে কোনও সমস্য়াই হবে না। HP Pavilion Aero 13 প্যাল ​​রোজ গোল্ড, ওয়ার্ম গোল্ড এবং ন্যাচারাল সিলভার রঙয়ে কেনা যাবে। HP Pavilion Aero 13-এ 16:10 অ্যাসপেক্ট রেশিও সহ একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা 400 নিট। HP Pavilion Aero 13-এর চারপাশে ন্যারো বেজেল দেওয়া হয়েছে। কোম্পানির এই ল্য়াপটপটি বিশেষভাবে যুবকদের জন্য তৈরি করা হয়েছে। যেটি যেকোনও জায়গায় এবং যেকোনও সময় খুব সহজেই ব্যবহার করা যাবে।

HP Pavilion Aero 13-এর ডিসপ্লে:

ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে, এটি 16:10 অ্যাসপেক্ট রেশিও সহ HP-এর প্রথম প্যাভিলিয়ন ল্যাপটপ। ক্লিন ব্রাউজিং, ফ্লিকার-ফ্রি স্ক্রিন এবং ভিউ ব্লকিং প্রতিরোধ করার জন্য সরু বেজেল ডিসপ্লে দেওয়া হয়েছে। যাতে 400 নিট উজ্জ্বলতা রয়েছে। এতে 2.5K রেজোলিউশন এবং 100 শতাংশ sRGB সহ একটি রঙ প্যালেট যুক্ত করা রয়েছে।

HP Pavilion Aero 13-এর পারফরম্যান্স:

Pavilion Aero 13-এ Radeon গ্রাফিক্স সহ একটি AMD Ryzen 7000 সিরিজ প্রসেসর দেওয়া হয়েছে। একসাথে একাধিক কাজ করার জন্য এটিতে DDR5 RAM রয়েছে। ভাল ভিডিয়ো কলের জন্য AI নয়েজ রিমুভাল দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6 সাপোর্ট করে। একবার চার্জে 10.5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে কোম্পানির দাবি।

HP Pavilion Aero 13 ল্যাপটপের দাম:

দামের কথা বললে, HP Pavilion Aero 13-এর প্রারম্ভিক মূল্য 72,999 টাকা। যেখানে Ryzen 7 এবং 1TB SSD সহ HP Pavilion Aero 13-এর প্রারম্ভিক মূল্য 82,999 টাকা। মাত্র 970 গ্রাম ওজনের এই স্লিম ল্যাপটপটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে। আপনি এটি পেল রোজ গোল্ড, ওয়ার্ম গোল্ড এবং ন্যাচারাল সিলভার কালার অপশনে পাবেন। আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন।

Next Article
99,900 টাকার Sony Bravia 55 ইঞ্চি টিভি কিনুন 42 হাজারে, এভাবে করুন অর্ডার
Oppo Pad 2: পাওয়ারফুল ফিচার দিয়ে ট্যাবলেট লঞ্চ করল Oppo, চোখধাঁধানো স্পেসিফিকেশন