Huawei Watch D: ২৩ ডিসেম্বর আসছে হুয়াওয়ের এই দুর্দান্ত স্মার্টওয়াচ, ব্লাড প্রেসার মনিটরিং অফার করবে
Huawei Watch D Specifications: নতুন স্মার্টওয়াচ নিয়ে আসছে হুয়াওয়ে। একাধিক আকর্ষণীয় ফিচার্স থাকছে এই স্মার্টওয়াচে। সেগুলিই এক নজরে দেখে নিন।
২৩ ডিসেম্বর লঞ্চ করতে চলেছে হুয়াওয়ে ওয়াচ ডি (Huawei Watch D)। কোম্পানির তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা না করা হলেও ইঙ্গিত অন্তত এমনই মিলেছে। এই স্মার্টওয়াচে একাধিক অ্যাডভান্সড ফিচার্স থাকছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ব্লাড প্রেসার মনিটর। গত মাসেই এই টিপস্টার এই হাতঘড়ির একটি ছবি প্রকাশ করেছিলেন। সেখানে দেখা গিয়েছে, রেক্ট্যাঙ্গুলার ডিসপ্লে থাকছে এই ঘড়িতে এবং ডান দিকে থাকছে দুটি বাটন। প্রসঙ্গত, গত মাসেই কোম্পানি হুয়াওয়ে ওয়াচ জিটি রানার লঞ্চ করেছিল, যাতে রয়েছে ১৪ দিনের ব্যাটারি জীবন, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন সেন্সর এবং স্লিপ ও স্ট্রেস মনিটরিং।
XDA ডেভেলপার্স-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, হুয়াওয়ে ওয়াচ ডি স্মার্টওয়াচে এমনই একটি ব্লাড প্রেসার মনিটর থাকছে যা এর আগে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ মডেলে দেওয়া হয়েছিল। পাশাপাশি আবার ইউজাররা নিজেদের ব্লাড প্রেসার হিস্ট্রির সম্পূর্ণ রেজাল্টও দেখে নিতে পারবেন মনিটর থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কত দামে লঞ্চ হতে পারে এই হুয়াওয়ে স্মার্টওয়াচ? সূত্রের খবর, হুয়াওয়ে স্মার্টওয়াচের দাম গ্যালাক্সি ওয়াচ ৪-এর থেকেও কম হতে চলেছে।
এর আগে এক টিপস্টার চাইনিজ মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো থেকে হুয়াওয়ে ওয়াচ ডি স্মার্টওয়াচের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন। ছবি থেকে দেখা গিয়েছিল, রেক্ট্যাঙ্গুলার ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে। দুটি বাটন দেওয়া হয়েছে, যার একটি হেলথ এবং অপরটি হোম অপশন অ্যাকসেস করার কাজে লাগবে। পাশাপাশি এই হুয়াওয়ে ওয়াচ ডি স্মার্টওয়াচটি স্টেট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্লাস মেডিক্যাল ডিভাইস রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছে।
এদিকে চিনে যে হুয়াওয়ে ওয়াচ জিটি রানার লঞ্চ হয়েছে, তাতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। সফ্টওয়্যার হিসেবে সেই ঘড়িতে দেওয়া হয়েছে হারমনি অপারেটিং সিস্টেম। একটি ১.৪৩ ইঞ্চির AMOLED টাচ ডিসপ্লে রয়েছে ঘড়িটিতে। ঘড়িটির ঠিক ডান দিকে রয়েছে দুটি বাটন, যেগুলি একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স অফার করে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ট্রুসিন ৫.০ প্লাস হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (SpO2) মনিটরিং, স্লিপ ট্র্যাকিং এবং স্ট্রেস মনিটরিং। এছাড়াও এই ঘড়িটি মোট ১০০ স্পোর্টস মোড অফার করে।
শক্তিশালী একটি ৪৫১এমএএইচ ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, এক বার চার্জ দিলে এই ব্যাটারি ১৪ দিনের টিপিক্যাল ইউসেজ দিতে পারে। আবার খুব বেশি ব্যবহার অর্থাৎ হেভি ইউসেজের ক্ষেত্রে এই ব্যাটারি সাত দিনের ব্যাকআপ দিতে সক্ষম।
আরও পড়ুন: Instagram Playback Feature: ২০২১ সালের সেরা ১০ স্টোরি ইউজারদের রিক্যাপ আকারে দেখাবে ইনস্টাগ্রাম