NoiseFit Evolve 2: ভারতে ফের নতুন স্মার্টওয়াচ নিয়ে এল নয়েজ়, SpO2 মনিটর, ৭ দিনের ব্যাটারি জীবন, দাম ৭৯৯৯ টাকা
NoiseFit Evolve 2 Price In India: নয়েজ়ফিটের নতুন স্মার্টওয়াচ লঞ্চ হল। ৭৯৯৯ টাকা দাম হলেও ১৪ ডিসেম্বর ফ্লিপকার্টে মাত্র ৩৯৯৯ টাকায় এই হাতঘড়ি পাওয়া যাবে।
ভারতে ফের দুর্দান্ত স্মার্টওয়াচ নিয়ে এল নয়েজ়ফিট। কোম্পানির সেই লেটেস্ট স্মার্টওয়াচের নাম নয়েজ়ফিট ইভলভ ২ (NoiseFit Evolve 2)। শুধু মাত্র ফ্লিপকার্ট থেকেই এই স্মার্টওয়াচ কিনতে পারবেন ইউজাররা। এই স্মার্টওয়াচে রয়েছে একটি AMOLED ডিসপ্লে, SpO2 মনিটর বা হার্ট রেট মনিটর।
কোম্পানির তরফ জানানো হয়েছে, এক বার চার্জেই সাত দিনের ব্যাটারি জীবন দিতে পারবে নয়েজ়ফিট ইভলভ ২। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে দুটি ক্রাউন বাটন এবং তিনটি কালার মডেলে লঞ্চ হয়েছে এই হাতঘড়ি। এই স্মার্টওয়াচ আসলে নয়েজ়ফিট ইভলভ-এর সাকসেসর মডেল।
নয়েজ়ফিট ইভলভ ২ ভারতে দাম ও উপলব্ধতা
ফ্লিপকার্ট লিস্টিং থেকে জানা গিয়েছে, ভারতে নয়েজ়ফিট ইভলভ ২-এর দাম ৭,৯৯৯ টাকা। চারকোল ব্ল্যাক, ক্লাউড গ্রে এবং রোজ় পিঙ্ক – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ঘড়িটি। ১৪ ডিসেম্বর থেকেই এই নয়েজ় স্মার্টওয়াচ কেনাকাটির জন্য উপলব্ধ হতে চলেছে। সে দিন অফারে মাত্র ৩,৯৯৯ টাকায় নয়েজ়ফিট ইভলভ ২ স্মার্টওয়াচ পেয়ে যাবেন কাস্টোমাররা।
নয়েজ়ফিট ইভলভ ২ স্পেসিফিকেশনস, ফিচার্স
নয়েজ়ফিট ইভলভ ২ স্মার্টওয়াচে রয়েছে দুটি ক্রাউন বাটন, যেগুলি সামগ্রিক ইউজার ইন্টারফেস জুড়ে নেভিগেট করতে পারবেন কাস্টোমাররা। একটি ১.২ ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ঘড়িটিতে, যার রেজোলিউশন ৩৯০X৩৯০ পিক্সেলস। ৪২মিমি ডায়াল সাইজ রয়েছে এই হাতঘড়ির। পলিকার্বোনেট কেস এবং সিলিকন স্ট্র্যাপ-সহ লঞ্চ করা হয়েছে ঘড়িটি। এই স্মার্টওয়াচে ২৪ ঘণ্টার হার্ট রেট মনিটরিং, SpO2 মনিটরিং, স্লিপ ট্র্যাকিং এবং স্ট্রেস মনিটরিং ফিচার্স রয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে এই NoiseFit Evolve 2 স্মার্টওয়াচে রয়েছে ১২টি স্পোর্টস ট্র্যাকিং যেমন, ওয়াকিং, সাইক্লিং এবং হাইকিং। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পেয়ার করে এই খুবই দ্রুত কল এবং মেসেজের রিপ্লাই দিতে পারবেন ইউজাররা। ক্লাউড বেসড কাস্টোমাইসেবল ওয়াচ ফেস রয়েছে এই স্মার্টওয়াচে। নয়েজ়-এর তরফ থেকে বলা হচ্ছে, এক বার চার্জে সাত দিনের ব্যাক আপ দিতে পারে এই হাতঘড়ির ব্যাটারি। ৫০ মিটার পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্সও দিতে পারে ঘড়িটি।
এদিকে কোম্পানি আবার সামনের সপ্তাহেই নয়েজ় বাডস প্রাইমা ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন লঞ্চ করতে চলেছে। এক বার চার্জেই সেই TWS ইয়ারবাডস ৪২ দিনের প্লেটাইম দিতে পারে।