Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এত কম দামে প্রিমিয়াম ল্যাপটপ! INBOOK Y2 Plus-এ মারকাটারি ফিচার্স

পারফরম্যান্সের জন্য INBOOK Y2 Plus ল্যাপটপে রয়েছে 11th Gen Intel Core প্রসেসর। এই ল্যাপটপে 1TB পর্যন্ত SSD এবং PCIe3.0 রয়েছে ফাস্টার রিড ও রাইট স্পিডের জন্য। বেশ বড় 50Wh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে PD 3.0 প্রযুক্তি ব্যবহার করে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে একবার চার্জে এই ল্যাপটপ 10 ঘণ্টার ওয়েব ব্রাউজ়িং এক্সপিরিয়েন্স দিতে পারে।

এত কম দামে প্রিমিয়াম ল্যাপটপ! INBOOK Y2 Plus-এ মারকাটারি ফিচার্স
কম দামের দুর্দান্ত ল্যাপটপ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2023 | 4:35 PM

Infinix ভারতে একটি প্রিমিয়াম ল্যাপটপ লঞ্চ করেছে, যার নাম Infinix INBOOK Y2 Plus। হাল্কা ও পাতলা এই ল্যাপটপে দেওয়া হয়েছে লাইট মেটাল বডি ও তার সঙ্গে রয়েছে রাগড্ ব্রাশ অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ক্রাফ্ট ডিজ়াইন। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ল্যাপটপ- সিলভার, গ্রে এবং নীল। সবথেকে আকর্ষণীয় বিষয় হল প্রিমিয়াম ল্যাপটপের এত কম দাম, যা এককথায় ভাবাই যায় না! INBOOK Y2 Plus ল্যাপটপের দাম শুরু হচ্ছে 27,490 টাকা থেকে।

পারফরম্যান্সের জন্য INBOOK Y2 Plus ল্যাপটপে রয়েছে 11th Gen Intel Core প্রসেসর। এই ল্যাপটপে 1TB পর্যন্ত SSD এবং PCIe3.0 রয়েছে ফাস্টার রিড ও রাইট স্পিডের জন্য। বেশ বড় 50Wh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে PD 3.0 প্রযুক্তি ব্যবহার করে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে একবার চার্জে এই ল্যাপটপ 10 ঘণ্টার ওয়েব ব্রাউজ়িং এক্সপিরিয়েন্স দিতে পারে। মাল্টি-ইউটিলিটি টাইপ-সি ফাস্ট চার্জিং থাকার ফলে ল্যাপটপটি মাত্র এক ঘণ্টার মধ্যেই 75% চার্জ হতে পারে।

লেটেস্ট ইনফিনিক্স ল্যাপটপে দেওয়া হয়েছে 15.6 ইঞ্চির ডিসপ্লে, যা 83 শতাংশ sRGB কালার গ্যামুট, 260 নিটস ব্রাইটনেস এবং 82 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও দিতে পারে। ফুল HD রেজ়োলিউশন সাপোর্ট করছে ডিসপ্লেটি, যার রেজ়োলিউশন 1920*1080 পিক্সেল। দেওয়া হয়েছে একটি ডুয়াল স্পিকার, যা স্টিরিও সারাউন্ড সাউন্ড সাপোর্ট করবে।

6.36 ইঞ্চির AG গ্লাস টাচপ্যাড ফিচার করছে ল্যাপটপটি, যা জেসচার কন্ট্রোল এবং ট্যাকটাইল কি-এর কিবোর্ডের দ্বারা মাল্টিপল টাচ সাপোর্ট করবে। 1.5 mm কি ডেপথ এবং 5 ms রেসপন্স টাইম দিতে পারে টাচপ্যাডটি। কানেক্টিভিটির দিক থেকে লেটেস্ট INBOOK ল্যাপটপে রয়েছে USB-C, USB 3.0, HDMI, SD কার্ড স্লট, 3.5mm হেডসেট এবং একটি মাইক্রোফোন জ্যাক।