Smartwatch For Blind: দৃষ্টিহীনদের জন্য সস্তার দুর্দান্ত স্মার্টওয়াচ তৈরি করল IIT কানপুর, শিগগিরই বাজারে আসছে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 06, 2023 | 8:01 PM

Smartwatch For Visually Impaired: দৃষ্টিহীনদের জন্য স্মার্টওয়াচ নিয়ে হাজির IIT Kanpur। সেই স্মার্টওয়াচের বাণিজ্যিকীকরণ করবে Ambrane India। শীঘ্রই স্মার্ট হাতঘড়িটি বাজারে বিক্রিবাট্টার জন্য উপলব্ধ হবে।

Smartwatch For Blind: দৃষ্টিহীনদের জন্য সস্তার দুর্দান্ত স্মার্টওয়াচ তৈরি করল IIT কানপুর, শিগগিরই বাজারে আসছে
এবার দৃষ্টিহীনদের জন্য বিশেষ স্মার্টওয়াচ।

Follow Us

Haptic Smartwatch: দৃষ্টিহীনদের জন্য এসে গেল একটা স্মার্টওয়াচ। আর সেই স্মার্টওয়াচ তৈরি করলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা IIT কানপুরের কয়েক জন গবেষক। এই স্মার্টওয়াচ তৈরি করতে Ambrane India-র সঙ্গে জুটি বেঁধেছে কানপুর আইআইটি। দৃষ্টিহীনদের জন্য এই স্মার্ট ফিচারের হাতঘড়িটিকে ‘হ্যাপটিক স্মার্টওয়াচ’ (Haptic Smartwatch) বলা হচ্ছে।

এই হ্যাপটিক স্মার্টওয়াচের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। স্মার্টওয়াচটির ডায়ালের ওয়াচ ফেসের উপরে রয়েছে 12টি টাচ-সেন্সিটিভ আওয়ার মার্কার। ব্যবহারকারীরা আঙুল দিয়ে এই মার্কারগুলি স্ক্যান করতে পারবেন। এই স্মার্টওয়াচ নিয়ে এসে Kanpur, IIT-র ডিরেক্টর এবং অধ্যাপক অভয় কারান্দিকর একটি বিবৃতিতে বলছেন, “আমরা বিশ্বাস করি, এই হ্যাপটিক স্মার্টওয়াচটি দৃষ্টিহীনদের দৈনন্দিন ব্যবহারের জন্য নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন। স্মার্টওয়াচের এই প্রযুক্তি সমাজে বড় প্রভাব ফেলবে।”

তিনি আরও যোগ করে বললেন, “স্মার্টওয়াচটির বাণিজ্যিকীকরণ করবে Ambrane India। তারপর তারা শীঘ্রই ঘড়িটি খুব সস্তায় দেশের বাজারে নিয়ে আসবে এবং বিক্রয়ের জন্যও উপলব্ধ করা হবে। এই স্মার্টওয়াচ লঞ্চ দেশের প্রযুক্তির উন্নয়নে আইআইটি কানপুরের অভিনবত্বের প্রতিশ্রুতির প্রমাণ।”

এই স্মার্টওয়াচটি হল স্পর্শকাতর এবং ভাইব্রেশন ওয়াচ প্রযুক্তির সংমিশ্রণ। স্পর্শকাতর ঘড়ির ভঙ্গুরতা এবং ভাইব্রেশ ওয়াচের জটিলতা দূর করে, যা 20 টিরও বেশি পালস তৈরি করে। এটি এমনই একটি ঘড়ি, যা দৃষ্টিহীনদের জন্য পরিচালনা করা সহজ, ব্যক্তিগত, সাশ্রয়ী এবং শক্তিশালী।

স্মার্টওয়াচটিতে রয়েছে অসাধারণ হ্যাপটিক আইকন, যা মেনু বারকে খুব সহজে নেভিগেট করতে সাহায্য করে। পাশাপাশি ডাবল ট্যাপের মতো সিম্পল জেসচারে এই স্মার্টওয়াচটি একটি নির্দিষ্ট হেলথ মনিটরিং অ্যাপ খুলতে পারে। এছাড়া দৃষ্টিহীনদের জন্য সস্তার এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট মনিটর, স্টেপ কাউন্টার, হাইড্রেশন রিমাইন্ডার এবং টাইমারের মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার সাহায্যে ব্যবহারকারী একাধিক কাজ খুব সহজে জাস্ট এক ক্লিকেই করতে পারেন।

Next Article