Apple Diwali Sale: দিওয়ালির আগেই বাম্পার অফার, iPhone 15 থেকে ম্যাকবুক, সব মিলবে একদম জলের দরে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 17, 2023 | 10:44 AM

Apple Diwali Sale: এই প্রিমিয়াম কোম্পনির সেলটির জন্য অপেক্ষা করেন অনেকেই। তাই আপনিও যদি Apple-এ গ্যাজেট কিনতে চান, তাহলে কিনে ফেলতেই পারেন এই সেলে। এই অফারে আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ আরও অনেক সুবিধা পাবেন।

Apple Diwali Sale: দিওয়ালির আগেই বাম্পার অফার, iPhone 15 থেকে ম্যাকবুক, সব মিলবে একদম জলের দরে

Follow Us

Apple-এর যে সেলটির জন্য বহু মানুষ বছরভর অপেক্ষা করে, তা শুরু হয়ে গিয়েছে। Apple Diwali Sale শুরু হয়েছে 15 অক্টোবর। আর এই সেলে Apple-এর বিভিন্ন প্রোডাক্টের উপর ছাড় দেওয়া হচ্ছে। iPhone, iPad, MacBook, Airpods থেকে শুরু করে আরও অনেক কিছু। এই কোম্পানির প্রডাক্ট মানেই যে দাম অন্যান্য কোম্পনির থেকে বেশি, তা আর বলার অপেক্ষা থাকে না। তাই এই প্রিমিয়াম কোম্পনির সেলটির জন্য অপেক্ষা করেন অনেকেই। তাই আপনিও যদি Apple-এ গ্যাজেট কিনতে চান, তাহলে কিনে ফেলতেই পারেন এই সেলে। এই অফারে আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ আরও অনেক সুবিধা পাবেন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্রোডাক্টে কী কী ছাড় আছে।

ব্যাঙ্ক অফারগুলি কী কী?

HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনাকাটা করলে Apple-এর দিওয়ালি সেলে 10,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এছাড়াও, বিশেষ অফারে, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এ 6000 টাকা ছাড় দেওয়া হবে। অন্যদিকে, iPhone 15 এবং iPhone 15 Plus-এ 5000 টাকা ছাড় পেয়ে যাবেন। HDFC ব্যাঙ্কের কার্ডে iPhone 14 এবং iPhone 14 Plus-এ 4000 টাকা ছাড় পাওয়া যাবে।

এখানেই শেষ নয়, আপনি 13 ইঞ্চি এবং 15 ইঞ্চি ম্যাকবুক এয়ার এম2 (MacBook Air M2), ম্যাকবুক প্রো (MacBook Pro) এবং ম্যাক স্টুডিওর (Mac Studio) 13 ইঞ্চি, 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি মডেলগুলি HDFC ব্যাঙ্ক কার্ডে কিনলে 10,000 টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়াও 3 থেকে 6 মাসের নো কস্ট ইএমআই-এর অপশনও পাবেন। আর Apple TV+ এবং Apple Arcade-এ 3 মাসের বিনামূল্যের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

এক্সচেঞ্জ অফারের সুবিধাও আছে:

আপনার কাছে যদি গত বছরের অর্থাৎ 2022-এর ফ্ল্যাগশিপ iPhone 14 Pro Max থাকে তাহলে iPhone 15-এ অনেক টাকা ছাড় পেয়ে যাবেন। Apple HomePod এবং AirPods Pro কেনার সময় HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 2,000 পর্যন্ত ছাড় পাবেন। এর সঙ্গে 3-6 মাসের নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে। আপনি চাইলে তাতেও কিনতে পারেন। অ্যাপেলের প্রোডাক্ট কিনলে আপনি 6-মাসের Apple Music সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

Next Article