Itel ভারতে তাদের নতুন L সিরিজের স্মার্ট টিভি (itel L Series Smart TV) লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে 32 ইঞ্চি এবং 43 ইঞ্চি স্মার্টটিভি লঞ্চ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে L3265 এবং L4365 টেলিভিশন মডেল। নতুন এই টিভি দুটি ফিচারের দিক থেকে একে অপরের থেকে আলাদা হলেও উভয়ই সাশ্রয়ী মূল্যে বাজারে লঞ্চ করা হয়েছে। তবে চলুন দেখে নেওয়া যাক এই নতুন স্মার্ট টিভিটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম।
Itel L3265 এবং Itel L4365 TV এর স্পেসিফিকেশন ও ফিচার:
itel L Series স্মার্টটিভি Itel L3265-তে রয়েছে 22 ইঞ্চি ডিসপ্লে, যা এইচডি রেজোলিউশন এবং 250 নিট সর্বোচ্চ উজ্জলতা অফার করবে। আর অন্য়দিকে Itel L4365 মডেলটিতে দেওয়া হয়েছে 43 ইঞ্চি FHD রেজোলিউশনযুক্ত রয়েছে। এছাড়া এতে 300 নিট উজ্জ্বলতা সম্পন্ন স্ক্রিন রয়েছে। Itel L3265 এবং Itel L4365 মডেলের স্মার্টটিভি দু’টির সফটওয়্যার কুলিটা (Coolita) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। Itel L3265 এবং Itel L4365 উভয় স্মার্টটিভিতেই বিল্ট-ইন ক্রোমকাস্ট রয়েছে। টেলিভিশন দু’টিকে স্মার্ট রিমোট কন্ট্রোলের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব।
দু’টি স্মার্টটিভিতেই রয়েছে 12 ওয়াট বক্স স্পিকার, যা ডলবি অডিয়ো সরবরাহ করতে সক্ষম। এছাড়া এতে বিল্ট-ইন মাল্টি সিনারিও সাউন্ড এফেক্টও রয়েছে। অন্যদিকে Itel L3265 এবং Itel L4365 উভয় স্মার্টটিভিতেই রয়েছে যথাক্রমে 1.5 গিগাহাটর্জ এবং 1.8 গিগাহাটর্জ কোয়াড কোর চিপসেট। এই মডেল দু’টিতেই 12 MB র্যাম এবং 4 GB অন বোর্ড স্টোরেজ রয়েছে। এছাড়া স্মার্টটিভিগুলিতে বিভিন্ন ওটিটি অ্যাপ (OTT App) যেমন অ্যামাজন প্রাইম ভিডিয়ো (Amazon Prime Video), ইউটিউব, সনি লাইভ, Zee5 ইত্যাদি প্রি ইনস্টল থাকবে।
Itel L3265 ও Itel L4365 TV এর দাম ও উপলব্ধতা:
ভারতীয় বাজারে এই নতুন Itel L3265 ও Itel L4365 TV দু’টির দাম রাখা হয়েছে, 8,999 টাকা এবং 16,599 টাকা। Itel-এর নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এই নতুন টিভি দু’টি।