Jio AirFiber এসে গেল কলকাতা-সহ দেশের 8 শহরে, 599 টাকায় ইন্টারনেট, 550 টিভি চ্যানেল ও OTT

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 19, 2023 | 4:02 PM

AirFiber-এর তিনটি প্ল্যান রয়েছে। সেই প্ল্যানগুলির খরচ যথাক্রমে 599 টাকা, 899 টাকা এবং 1199 টাকা। অন্য দিকে AirFiber Max-এরও তিনটি প্ল্যান রয়েছে। সেই সব প্ল্যানের খরচ যথাক্রমে 1499 টাকা, 2499 টাকা এবং 3999 টাকা।

Jio AirFiber এসে গেল কলকাতা-সহ দেশের 8 শহরে, 599 টাকায় ইন্টারনেট, 550 টিভি চ্যানেল ও OTT
টিভি চ্যানেল থেকে ওটিটি সবই পেয়ে যাবেন জিও ফাইবারে।

Follow Us

Jio AirFiber লঞ্চ হয়ে গেল। এই মুহূর্তে দেশের 8 শহরে এই পোর্টেবল ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস নিয়ে আসা হয়েছে। AirFiber প্ল্যানের খরচ শুরু হচ্ছে 599 টাকা থেকে এবং সবথেকে দামি প্ল্যানের জন্য ব্যবহারকারীদের 3,999 টাকা খরচ করতে হবে। গত বছর Reliance AGM ইভেন্টে এই ডিভাইসের পর্দা উন্মোচিত হয়েছিল। চলতি বছরে ডিভাইসটির ইউজ় কেস, বেনিফিটিস ইত্যাদি জনসমক্ষে নিয়ে আসা হয়। AirFiber সরাসরি টক্কর দিতে চলেছে Airtel Xstream AirFiber-এর সঙ্গে, যা কিছুটা একই সার্ভিস দেয়।

এই মুহূর্তে যে 8 শহরে Jio AirFiber পরিষেবা পাওয়া যাবে সেই তালিকায় রয়েছে, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই এবং পুণে। হোম এন্টারটেইনমেন্ট, ব্রডব্যান্ড এবং ডিজিটাল সার্ভিস পাবেন এই এয়ারফাইবারের মাধ্যমে।

Jio AirFiber কী?

Jio AirFiber হল একটি ওয়াইফাই হটস্পট পরিষেবা বা রাউটার। এটি ফাইবার অপ্টিক্সের পরিবর্তে হাই-স্পিড 5G প্রযুক্তি ব্যবহার করে। এর সবথেকে বড় সুবিধা হল, ডিভাইসটি একদিকে যেমন ছোট, তেমনই আবার তা ব্যবহার করাও খুব সহজ। তার জন্য আপনাকে স্রেফ Jio AirFiber ইউনিটটি ক্রয় করতে হবে, তারপর তা আপনার বাড়ির সুবিধাজনক কোনও জায়গায় রেখে প্লাগ ইন করে অন করলেই হয়ে যাবে। এই পোর্টেবল ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করলে কী-কী সুবিধা পাবেন, জেনে নিন।

Jio AirFiber ব্যবহারের সুবিধা

1) ডিজিটাল এন্টারটেইনমেন্ট

সব জনপ্রিয় চ্যানেল – এর মাধ্যমে আপনি 550টিরও বেশি ডিজিটাল টিভি চ্যানেল দেখতে পাবেন, যেগুলির সবই হাই-ডেফিনিশন।

ক্যাচ-আপ টিভি – যতক্ষণ ইচ্ছে ঠিক ততক্ষণই ইউজাররা তাঁদের প্রিয় শো, পছন্দের চ্যানেল দেখতে পাবেন।

OTT অ্যাপ – জিও এয়ারফাইবার ব্যবহারকারীরা এই মুহূর্তের সমস্ত জনপ্রিয় OTT অ্যাপগুলির ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন। ইউজাররা আলাদা করে সাবস্ক্রিপশনের খরচ না করেই নিজেদের পছন্দসই ডিভাইস টিভি, ল্যাপটপ, মোবাইল বা ট্যাবলেট থেকে ওটিটি-র শো বা সিরিজ় দেখতে পারেন।

2) ব্রডব্যান্ড

ইন্ডোর ওয়াইফাই সার্ভিস – Jio-র বিশ্বস্ত ওয়াইফাই কানেক্টিভিটি এবং হাই-স্পিড ব্রডব্যান্ড ব্যবহার করে আপনার বাড়ির সমস্ত প্রান্ত থেকে প্রিয় কনটেন্ট উপভোগ করতে পারবেন।

3) স্মার্ট হোম সার্ভিস

পড়াশোনা ও ওয়ার্ক ফ্রম হোমের জন্য ক্লাউড পিসি।

সুরক্ষা ও নজরদারির সমাধান।

হেলথ্কেয়ার।

এডুকেশন।

স্মার্ট হোম IOT (ইন্টারনেট অফ থিংস)।

গেমিং

হোম নেটওয়ার্কিং

4) কোনও অতিরিক্ত খরচ ছাড়াই হোম ডিভাইস

আপনার বাড়ি বা অফিসের প্রতিটি প্রান্তে ওয়াইফাই রাউটারের মতো পরিষেবা।

4K স্মার্ট সেট টপ বক্স।

ভয়েস অ্যাক্টিভ রিমোট।

Jio AirFiber-এর দাম

Jio AirFiber নিয়ে আসা হয়েছে মোট দুটি ক্যাটেগরিতে। তার একটি হল AirFiber এবং অপরটি AirFiber Max। এদের মধ্যে AirFiber-এর তিনটি প্ল্যান রয়েছে। সেই প্ল্যানগুলির খরচ যথাক্রমে 599 টাকা, 899 টাকা এবং 1199 টাকা। অন্য দিকে AirFiber Max-এরও তিনটি প্ল্যান রয়েছে। সেই সব প্ল্যানের খরচ যথাক্রমে 1499 টাকা, 2499 টাকা এবং 3999 টাকা। প্রতিটি প্ল্যানে কী-কী অফার পাবেন, সেগুলি নিচের ছবিতে দেখে নিন।

Jio AirFiber কীভাবে পাবেন

আপনার বাড়িতে Jio AirFiber কানেকশন বা পোর্টেবল ডিভাইসটি পেতে আপনাকে 60008-60008 নম্বরে মিসড কল বা WhatsApp করতে হবে। এছাড়াও আপনি চাইলে Jio-র অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী Jio স্টোরে যোগাযোগ করতে পারেন।

Next Article