ভারতে বিভিন্ন টেলিকম (Telecom Company) সংস্থার একাধিক রিচার্জ প্ল্যানের (Prepaid Recharge Plans) দাম আচমকাই বেড়ে যাওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন গ্রাহকরা। বেশ কিছু প্রিপেড প্ল্যানের (Prepaid Plans) খরচ বেড়ে তো প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ফলে স্মার্টফোনের রিচার্জ (Smartphone Recharge) করতে গিয়ে মধ্যবিত্তের বাজেটে টান পড়েছে। অনেকে প্রিপেড রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে আবার ওই প্ল্যানের মেয়াদ এবং সুবিধাগুলো কমে গিয়েছে, অথচ খরচ বেড়েছে। এর ফলে স্বভাবতই ক্ষুব্ধ গ্রাহকরা। এই রিচার্জ প্ল্যান খরচ বাড়ার ট্রেন্ড দেখা গিয়েছে ভোডাফোন আইডিয়া, এয়ারটেল এবং জিও- সব ক্ষেত্রে। তবে রিলায়েন্স জিওর ক্ষেত্রে এখনও ২০০ টাকার কমে বেশ কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলি ব্যবহার করতে পারবেন আমআদমি। কারণ এইসব প্ল্যানে দিনে ১ জিবি ডেটা পাওয়া যায়, যা সাধারণ ইউজারদের জন্য যথেষ্ট।
রিলায়েন্স জিও গ্রাহকরা দেখে নিন যে ২০০ টাকার মধ্যে কী কী রিচার্জ প্ল্যান রয়েছে
১। জিওর ১৪৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা পাবেন ইউজাররা। এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। আর রয়েছে প্রতিদিন ফ্রি ১০০ এসএমএস। এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২০ দিন। জিও মুভিজ এবং জিও ক্লাউড ও আরও অনেক কিছুতেই এই প্ল্যানের মাধ্যমে ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
২। জিওর ১৭৯ টাকার প্রিপেড প্ল্যানেও প্রতিদিন ১ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০ ফ্রিএসএমএসের সুবিধা। এই প্ল্যানের মেয়াদ ২৪ দিন। এই প্ল্যানের সাহায্যেও জিও মুভিজ, জিও ক্লাউড এবং অন্যান্য অ্যাপে ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
৩। ২০৯ টাকার একটি প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে সুবিধাগুলো আগের দুই প্ল্যান অর্থাৎ ১৪৯ এবং ১৭৯ টাকার প্লায়নের সমান। কিন্তু এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন অর্থাৎ প্রায় ২ মাস। একাধিক জিও অ্যাপে ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে। সেই তালিকায় রয়েছে জিও মুভিজ এবং জিও ক্লাউড। অতছ প্রায় এই একই সুবিধা যুক্ত ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানের খরচ ২৬৯ টাকা।
৪। রিলায়েন্স জিওর একটি প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে ১১৯ টাকার। মেয়াদ মাত্র ১৪ দিন, অর্থাৎ দু’সপ্তাহ। কিন্তু এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। ১৪ দিনে মোট ৩০০ এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা তো থাকছেই।
৫। রিলায়েন্স জিওর ১৯৯ টাকার একটি প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে যার মেয়াদ ২৩ দিন। এক্ষেত্রে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ এসএমএসের সুবিধা পবেন গ্রাহকরা।