LG-র 43 ইঞ্চির স্মার্টটিভি এখন 32 ইঞ্চির দামে, Flipkart-এ 36,990 টাকার বিরাট ডিসকাউন্ট

LG UQ7500 43 ইঞ্চির Ultra HD 4K LED টিভির দাম 49,990 টাকা। তবে সেলে এই স্মার্টটিভিই আপনি পেয়ে যাবেন 49% ছাড়ে। ফলে স্মার্ট টেলিভিশনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 29,999 টাকা।

LG-র 43 ইঞ্চির স্মার্টটিভি এখন 32 ইঞ্চির দামে, Flipkart-এ 36,990 টাকার বিরাট ডিসকাউন্ট
দামি LG স্মার্টটিভি এখন খুব কম দামে পেয়ে যাবেন।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 16, 2023 | 8:28 PM

স্মার্টটিভি-র দুনিয়ায় LG অত্যন্ত জনপ্রিয় একটি নাম। যদিও LG স্মার্টটিভিগুলির দাম অন্যান্য সংস্থার থেকে বেশ কিছুটা চড়া। তবে Flipkart-এ আপনি LG টিভিতে ব্যাপক ছাড় পেয়ে যাবেন। এই সেলে প্রায় অর্ধেকেরও বেশি দামে আপনি পেয়ে যাবেন LG-র 43 ইঞ্চির একটি স্মার্টটিভি। এতটাই কম দামে পাবেন যে, সেই দামে আসলে LG-র একটি 32 ইঞ্চির স্মার্টটিভি পাওয়া যায়।

ফ্লিপকার্টে LG-র স্মার্টটিভিতে আপনি কত টাকা ছাড় পাবেন, জানলে অবাক হয়ে যাবেন। 43 ইঞ্চির ওই LG স্মার্টটিভিতে আপনি পেয়ে যাবেন 36,990 টাকার বিরাট ডিসকাউন্ট। তবে এই অফার আপনি পাবেন সীমিত সময়ের জন্য। তাই, বিরাট ছাড়ে যদি স্মার্টটিভিটি ক্র. করতে চান, তাহলে তাড়াতাড়িই তা কিনতে হবে।

কত দাম, কত ছাড় পাবেন

এই স্মার্টটিভির নাম LG UQ7500। এমনিতে এই 43 ইঞ্চির Ultra HD 4K LED টিভির দাম 49,990 টাকা। তবে সেলে এই স্মার্টটিভিই আপনি পেয়ে যাবেন 49% ছাড়ে। ফলে স্মার্ট টেলিভিশনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 29,999 টাকা। এরপরেও আপনি এই টিভিতে পেয়ে যাবেন 13,000 টাকার অতিরিক্ত ছাড়। এই ছাড় আপনাকে দেওয়া হবে এক্সচেঞ্জ অফার হিসেবে। যদিও এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ ভ্যালু পেতে যে টিভি আপনি বদলাবেন, তার পরিস্থিতি অত্যন্ত ভাল হতে হবে। সেই অফারেই টিভিটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 16,999 টাকা।

এছাড়াও এই স্মার্ট টেলিভিশনের উপরে আপনি পেতে পারেন Citi এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিটা কার্ডে অফার। 1,500 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তারপরে এই স্মার্টটিভির দাম হয়ে যাবে 15,499 টাকা। পাশাপাশি এই স্মার্টটিভি আপনি প্রতি মাসে 2,500 টাকা EMI-তে ক্রয় করতে পারবেন।

ফিচার, স্পেসিফিকেশন

LG-র স্মার্ট টিভিতে রয়েছে একটি বড় 43 ইঞ্চির ডিসপ্লে, যার রেজ়োলিউশন 3840 x 2160 পিক্সেল। এই স্মার্ট টিভি WebOS অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে চালিত হবে। এর সাউন্ড আউটপুট 20W। টিভিটি 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে 3টি HDMI এবং একটি USB পোর্ট রয়েছে। স্মার্ট টিভিটি Gen5 AI প্রসেসর সাপোর্ট করে। 1.5 জিবি পর্যন্ত RAM সাপোর্ট রয়েছে এতে। যেখানে স্টোরেজ ক্ষমতা 8জিবি। ফোনটি Netflix, Youtube এবং Disney + Hotstar অ্যাপ সাপোর্ট করে।