Noise Colorfit Ultra 3 Features: বিগত কয়েক বছরে স্মার্টওয়াচের চাহিদা বিপুল পরিমাণে বেড়েছে। তার সেই সঙ্গে পাল্লা দিয়ে কোম্পানিগুলিও একের পর এক নতুন স্মার্টওয়াচ বাজারে এনে চলেছে। ভারতীয় বাজারে অনেক দামের স্মার্টওয়াচ পাওয়া যায়। কোনওটি গোল ডায়ালের আবার কোনওটির ডিসপ্লে চৌকো। তবে বেল্টের দিক থেকে প্রায় সবই একই রকম হয়। কিন্তু বর্তমানে Noise এমন একটি স্মার্টওয়াচ লঞ্চ করেছে, যা আপনার এক পলকে সাধারন স্মার্টওয়াচের মতো দেখতে মনে হবে। কিন্তু আদতে সেটি একটি স্মার্টওয়াচ। কোম্পানির এই নতুন ঘড়িটির নাম Noise Colorfit Ultra 3, যা কোম্পানির Noise Colorfit Ultra 2-এর আপগ্রেড। কোম্পানি এই নতুন ঘড়িটি একটি বড় AMOLED ডিসপ্লে ব্যবহার করেছে। এছাড়াও এই নতুন স্মার্টওয়াচে আপনি আরও অনেক দুর্দান্ত সব ফিচার পেয়ে যাবেন। চবে চলুন জেনে নেওয়া যাক এই ঘড়ির দাম, ফিচার ও স্পেসিফিকেশন।
Noise Colorfit Ultra 3-এর দাম:
এই লেটেস্ট স্মার্টওয়াচের দাম 4,499 টাকা। এটিকে অনেকগুলি রঙয়ে কিনতে পারবেন। স্মার্টওয়াচটি একাধিক কালার অপশন এবং স্ট্র্যাপ অপশনে আনা হয়েছে। তবে এই নতুন স্মার্টওয়াচটি কেনার জন্য আপনাকে এখনও হাতে গোনা কয়েকদিন অপেক্ষা করতে হবে। এই ঘড়িটির বিক্রি চলতি 2 মে ই-কমার্স সাইট Amazon-এ দুপুর 12 টায় শুরু হবে। আপনি সেখান থেকেই এই দুর্দান্ত স্মার্টওয়াচটি কিনে নিতে পারবেন।
কেনার আগে দেখে নিন ফিচার ও স্পেসিফিকেশন:
এই স্মার্টওয়াচটিতে আগের ভার্সনের তুলনায় অনেক বেশি ফিচার দেওয়া হয়েছে। এতে 1.96 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এর সঙ্গে এই ডিভাইসে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও আপনি অলওয়েজ অন ডিসপ্লের জন্য চারটি ওয়াচ ফেসও পাবেন। আরও 150 টিরও বেশি ওয়াচ ফেস দেওয়া হয়েছে, যা আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। তার জন্য আপনাকে Noise-এর অ্যাপ ব্যবহার করতে হবে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বললে, এই ঘড়িটিতে মেটালিক ফিনিশ এবং ক্রাউন বোতাম রয়েছে। এই বাটনটির মাধ্য়মে আপনি ঘড়িটি নেভিগেট করতে পারবেন।
আপনি চকচকে সিলভার এবং জেট ব্ল্যাকের চেনের স্ট্র্যাপ পাবেন। এখানেই শেষ নয়, আপনি আরও একটি অপশন পেয়ে যাবেন। ক্লাসিক কালো, গাঢ় বাদামী এবং ক্লাসিক ট্যান ব্রাউন চামড়ার স্ট্র্যাপেও বাজারে এসেছে এই স্মার্টওয়াচটি।
এছাড়াও আপনি এই ঘড়িতে ট্রু সিঙ্কের মাধ্যমে ব্লুটুথ কলিংয়ের সাপোর্টও পাবেন। অনেক হেলথ ফিচারও পাবেন। আপনি এতে হার্ট রেট সেন্সর, রক্তের অক্সিজেন মনিটর এবং ঘুম ট্র্যাকারের মতো ফিচারগুলি পাবেন। নয়েজ ব্র্যান্ডের এই লেটেস্ট স্মার্টওয়াচে 100টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। ব্যাটারি লাইফ সম্পর্কে কথা বললে, এই ঘড়িটি সম্পূর্ণ চার্জে 7 দিন পর্যন্ত চলতে পারে।