Noise Luna Smart Ring Features: বেশ কয়েক বছর হল স্মার্টওয়াচ টেন্ড্রে আছে। তার একমাত্র কারণ হল এতে অনেক ধরনের ফিচার দেওয়া হয়। হেলথ থেকে শুরু করে ডিজাইন, সব দিক থেকেই স্মার্টওয়াচ এগিয়ে। তাই এবার স্মার্টওয়াচকে পিছনে ফেলতে বাজারে এসে গিয়েছে স্মার্ট রিং। কয়েকদিন আগে boAt কোম্পানি তাদের প্রথম স্মার্ট রিং চালু করেছে, যা স্বাস্থ্যের খেয়াল রাখে। এখন Noise কোম্পানিটিও এই তালিকায় নাম লিখিয়ে ফেলল। কোম্পানিটি তার প্রথম ফাইটার-জেট গ্রেড টাইটানিয়াম বডি সহ Noise Luna স্মার্ট রিং চালু করেছে। এটি ফিলিপস বায়োসেন্সিং-এ কাজ করবে বলে জানিয়েছে কোম্পানি। এটি সানলিট গোল্ড, রোজ গোল্ড, স্টারডাস্ট সিলভার, লুনার ব্ল্যাক এবং মিডনাইট ব্ল্যাক রঙে কিনতে পারবেন। কবে থেকে কেনা যাবে এবং কত টাকায় কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সমস্ত তথ্য।
দেখতে কেমন?
এটি মাত্র 3 মিমি পুরু। খুব হালকা। এর ইন্টারনাল শেলটি হাইপোঅ্যালার্জেনিক উপাদান থেকে তৈরি। স্মার্ট রিংটিতে একটি ইনফ্রারেড ফটোপ্লেথিসমোগ্রাফি (পিপিজি) সেন্সর, তাপমাত্রা সেন্সর এবং একটি অ্যাক্সিলোমিটার সহ বিভিন্ন সেন্সর রয়েছে। এটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ একটি ব্যাটারি রয়েছে, যা 7 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে।
স্মার্ট রিংটিতে একটি অপ্টোমেকানিকাল ডিজাইন দেওয়া হয়েছে। এতে 3টি এলইডি এবং 2টি পিডি রয়েছে৷ নয়েজ লুনা স্মার্ট রিং স্লিপ, স্টেপ ট্র্যাকিং, হার্ট রেট এবং রক্তে অক্সিজেন ট্র্যাক করতে পারে। এই রিংটি 50 মিটার পর্যন্ত জলে ডুবে থাকলেও কোনও ক্ষতি হবে না। এটি NoiseFit অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড বা iOS ডিভাইসের সঙ্গে যুক্ত করা যেতে পারে।
কোথা থেকে কিনতে পারবেন?
নয়েজ লুনা 2,000 টাকায় অ্যাক্সেস পাসের মাধ্যমে প্রি-অর্ডার করতে পারবেন। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিনতে পারবেন। এছাড়াও, 1,000 টাকা ছাড় পেয়ে যাবেন। Noise i1 স্মার্ট আইওয়্যারে 50 শতাংশ ছাড় দেওয়া হবে।