নয়েজ সংস্থার নতুন ব্লুটুথ নেকব্যান্ড লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, নয়েজ Sense ব্লুটুথ নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোনে রয়েছে দুটো আলাদা রঙের অপশন। অর্থাৎ দু’টি রঙে দেশে লঞ্চ হয়েছে এই ইয়ারফোন। এই ইন-ইয়ার ব্লুটুথ ইয়ারফোনে রয়েছে ভয়েস অ্যাসিসট্যান্ট কন্ট্রোল। এর সঙ্গে থাকছে একটি ভাইব্রেশন অ্যালার্ট। অর্থাৎ যখন ইউজারের ফোনের ফোন আসবে, সেই সময় এই ইয়ারফোন যদি ইউজারের স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে ইউজার ফোনকলের জন্য ভাইব্রেশন অ্যালার্ট পাবেন।
ওয়্যারলেস এই ইয়ারফোন একটি IPX5 রেডেট অডিয়ো ডিভাইস। অর্থাৎ এই ইয়ারফোন জলের ক্ষেত্রে রেসিসট্যান্ট বা ওয়াটার রেসিসট্যান্ট। অন্যদিকে জানা গিয়েছে, নয়েজ সংস্থার এই সেন্স ব্লুটুথ ইয়ারফোনে রয়েছে কোম্পানির অত্যন্ত গুরুত্বপূর্ব ফাস্ট চার্জিং টেকনোলজি। এর সাহায্যে মাত্র আট মিনিট চার্জ দিলে আট ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যায় বলে দাবি করেছেন নয়েজ কর্তৃপক্ষ।
ভারতে নয়েজ সেন্স ব্লুটুথ নেকব্যান্ড স্টাইল ইয়ারফোনের দাম কত?
জানা গিয়েছে, এই ইয়ারফোনের দাম দেশে ১০৯৯ টাকা। তবে এটা ছাড়যুক্ত দাম। কারণ এই ইয়ারফোনের আসল দাম ২৪৯৯ টাকা। নয়েজ সংস্থা অবশ্য জানায়নি এ কতদিন পর্যন্ত এই বিপুল পরিমাণ ছাড় বজায় থাকবে। কালো এবং নীল রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজ সেন্স ব্লুটুথ নেকব্যান্ড স্টাইল ইয়ারফোন। নয়েজ সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ইয়ারফোন কিনতে পারবেন গ্রাহকরা।
নয়েজ সেন্স ব্লুটুথ নেকব্যান্ড স্টাইল ইয়ারফোনের বিশেষ কয়েকটি ফিচার