NoiseFit Core 2 স্মার্টওয়াচ লঞ্চ হল 3,999 টাকায়, একবার চার্জে এক সপ্তাহের ব্যাটারি ব্যাকআপ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 23, 2022 | 6:52 PM

NoiseFit Core 2 Price And Specifications: ফের একটি নতুন স্মার্টওয়াচ নিয়ে হাজির হল নয়েজ়। সেই নতুন স্মার্টওয়াচের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

NoiseFit Core 2 স্মার্টওয়াচ লঞ্চ হল 3,999 টাকায়, একবার চার্জে এক সপ্তাহের ব্যাটারি ব্যাকআপ
ফের নতুন নয়েজ় স্মার্টওয়াচের আগমন।

Follow Us

NoiseFit Core 2 Launched: জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড Noise ভারতে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। ফিটনেস-ওরিয়েন্টেড সেই স্মার্টওয়াচটির নাম NoiseFit Core 2। সংস্থার সুবিস্তৃত প্রডাক্ট ক্যাটেগরির এটিই নবতম সংযোজন। একাধিক কালার ভ্যারিয়েন্ট রয়েছে ঘড়িটির। সম্পূর্ণ রূপে ফিটনেস ফোকাসড্ এই স্মার্টওয়াচের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার 7 দিনের লম্বা ব্যাটারি ব্যাকআপ। একাধিক জরুরি সেন্সরও রয়েছে এতে, তার মধ্যে উল্লেখযোগ্য হল SpO2 এবং হার্ট রেট মনিটরিং।

ইউনিসেক্স এই স্মার্টওয়াচটি পরতে পারবেন পুরুষ মহিলা উভয়েই। NoiseFit Core-এর এই সাকসেসর মডেলটি ওয়াটার ও ডাস্ট রেজ়িস্ট্যান্স সার্টিফায়েড। সিলিকন স্ট্র্যাপ রয়েছে যা ফিটনেসকে আরও বুস্ট করে। আবার পরিবেশবান্ধব কিছু আউটডোর অ্যাক্টিভিটিও সাপোর্ট করে ঘড়িটি। শীঘ্রই ডিভাইসটি অর্ডার করতে পারবেন কাস্টমাররা।

NoiseFit Core 2: ভারতে দাম ও উপলব্ধতা

লেটেস্ট নয়েজ়ফিট স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করা হয়েছে 3,999 টাকা দামে। কেবল মাত্র ফ্লিপকার্ট থেকেই এই ওয়্যারেবল ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তবে অফারে এই স্মার্টওয়াচ আরও কম দামে কিনতে পারবেন বলে জানা গিয়েছে। কালো, নীল, সবুজ, ধূসর, গোলাপি- ইত্যাদি একাধিক কালার মডেল রয়েছে এই স্মার্টওয়াচের।

NoiseFit Core 2: স্পেসিফিকেশন, ফিচার

NoiseFit Core 2 স্মার্টওয়াচে রয়েছে একটি 1.28 ইঞ্চির স্ক্রিন, যার পিক্সেল রেজ়োলিউশন 240 X 240। স্ক্র্যাচ-রেজ়িস্ট্যান্ট গ্লাস দ্বারা সুরক্ষিত এটি। বডি স্ট্র্যাপ করা রয়েছে একটি পরিবর্তনযোগ্য 22mm সিলিকম স্ট্র্যাপ।

SpO2 ব্লাড অক্সিজ়েন লেভেল মাপার সেন্সর, হার্ট রেট সেন্সর এবং একটি বিল্ট-ইন পেডোমিটার রয়েছে এতে। এছাড়াও অল-ডে হার্ট রেট মেজ়ারমেন্ট, ব্লাড অক্সিজ়েন ট্র্যাকিং, স্টেপ ও ক্যালোরি কাউন্টিং ইত্যাদি বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যাপক তথ্য প্রদানের ক্ষমতা রাখে স্মার্ট হাতঘড়িটি। পাশাপাশি ক্যামেরা কন্ট্রোল, কল অ্যান্ড টেক্সট নোটিফিকেশন, অ্যালার্ম এবং ক্যালেন্ডার নোটিফিকেশনের মতোও চমৎকার কিছু বৈশিষ্ট্য রয়েছে ঘড়িটির। শুধু তাই নয়। এই নয়েজ়ফিট কোর টু স্মার্টওয়াচে 100-রও বেশি ক্লাউড-বেসড ফিচার্স রয়েছে।

পাওয়ারের জন্য এই NoiseFit Core 2 স্মার্টওয়াচে রয়েছে একটি 230mAh ব্যাটারি প্যাক, যা একবার চার্জে এক সপ্তাহের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। IP68 রেটিং প্রাপ্ত এই হাতঘড়িটির ব্লুটুথ রেঞ্জ 10 মিটার পর্যন্ত, অ্যান্ড্রয়েড 5.0-র সঙ্গে কম্প্যাটিবল এবং iOS 11 ও তার পরবর্তী ভার্সনগুলিতেও চলবে।

Next Article