Nothing Ear 2 বনাম OnePlus Buds Pro 2, সাউন্ড আর ব্যাটারি লাইফে টেক্কা দিচ্ছে কে?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 01, 2023 | 7:10 AM

Nothing Ear 2 Price: বর্তমানে বাজারে AirPods-কে টেক্কা দেওয়ার জন্য় আরও অনেক ইয়ারবাড হাজির হয়েছে। তারমধ্য়েই সবচেয়ে জনপ্রিয় TWS ইয়ারবাড হল Nothing Ear (2) ও Nothing Ear (2)। চলুন এই দু'টি ইয়ারবাডের তুলনা দেখে নিন।

Nothing Ear 2 বনাম OnePlus Buds Pro 2, সাউন্ড আর ব্যাটারি লাইফে টেক্কা দিচ্ছে কে?

Follow Us

OnePlus Buds Pro 2 Price: কিছুদিন আগে পর্যন্তও প্রিমিয়াম ইয়ারবাড বলতেই এক কথায় মানুষ ভাবতো AirPods। কিন্তু বর্তমানে বাজারে AirPods-কে টেক্কা দেওয়ার জন্য় আরও অনেক ইয়ারবাড হাজির হয়েছে। তারমধ্য়েই সবচেয়ে জনপ্রিয় TWS ইয়ারবাড হল Nothing Ear (2), যা সদ্য লঞ্চ হয়েছে। আবার এই Nothing Ear (2) কে অনায়াসে টেক্কা দিতে পারে OnePlus Buds Pro 2। কিন্তু তাও এই দু’টির মধ্য়ে বিশেষ কিছু পার্থক্য় রয়েছে। তবে উভয় ইয়ারবাডই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সেরা প্রিমিয়াম ইয়ারবাড। এই দু’টি ইয়ারবাডই প্রায় একই দামে বাজারে রয়েছে। তবে আপনি কিনবেন তো যে কোনও একটিই। তাই কেনার আগে এই দু’টি ইয়ারবাডের পার্থক্য় দেখে নিন। এতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনও একটি ইয়ারবাড বেছে নিতে পারেন।

Nothing Ear (2) এবং OnePlus Buds Pro 2-এর দাম:

Nothing Ear (2)-এর দাম 9,999 টাকা, যেখানে OnePlus Buds Pro 2-এর দাম 11,999 টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি OnePlus Buds Pro 2 কেনেন তবে আপনাকে 2,000 টাকা বেশি খরচ করতে হবে। কিন্তু কেন? এই ইয়ারবাডে এমন কী আছে, যার জন্য় এর দাম Nothing Ear (2)-এর থেকে বেশি। চলুন দেখে নেওয়া যাক।

Nothing Ear 2 এবং OnePlus Buds Pro 2-এর ডিজাইনের তুলনা:

উভয়ের চার্জিং কেস সম্পর্কে বললে, Nothing Ear (2)-এক কেসটি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। কেসটি ট্রান্সপারেন্ট। ফলে বাইরে থেকে বাড দু’টিকে দেখা যায়। আর OnePlus Buds Pro 2-এক কেসটি ট্রান্সপারেন্ট নয়। Nothing Ear (2)-এর প্রতিটি বাডের ওজন 4.5 গ্রাম এবং কেসটির ওজন 51.9 গ্রাম। OnePlus Buds Pro 2-এর ইয়ারবাডের ওজন 4.9 গ্রাম। আর Nothing Ear (2)-এর চার্জিং কেসের ওজন 47.3 গ্রাম।

Nothing Ear 2 এবং OnePlus Buds Pro 2-এর ব্যাটারি:

চার্জিং কেস সহ Nothing Ear 2-টি 36 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। আর OnePlus দাবি করে যে, কেস সহ Buds Pro 2-টি মোট 39 ঘন্টা চলতে পারে। উভয়ই এবকার চার্জে সহজেই প্রায় 5 ঘন্টা চলতে পারে।

Nothing Ear 2 এবং OnePlus Buds Pro 2-এর মধ্য়ে কার কানেক্টিভিটি ভাল?

কানেকশনের ক্ষেত্রে, Nothing Ear 2 ব্লুটুথ 5.3 সাপোর্ট করে এবং AAC, SBC, এবং LHDC 5.0 সহ একাধিক কোডেক সাপোর্ট করে। এছাড়াও BLE, SPP, HFP, A2DP এবং আরও অনেক কিছুর মতো ট্রান্সমিশন প্রোটোকল দেওয়া হয়েছে। অন্যদিকে, OnePlus Buds Pro 2-এ LHDC, AAC, SBC, এবং LC3 কোডেকগুলির সাপোর্ট সহ ব্লুটুথ 5.3 দেওয়া হয়েছে। উভয়ই অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সহজেই কানেক্ট করা যায়। উভয় ইয়ারবাডেই রয়েছে গুগল ফাস্ট পেয়ার ফিচার।

Next Article