OnePlus Bullets Z2 নেকব্যান্ড লঞ্চ করে গেল মাত্র 2,299 টাকায়, রয়েছে অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সলেশন 

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 17, 2023 | 6:40 PM

OnePlus Bullets Wireless Z2 নেকব্যান্ডটি লঞ্চ করা হয়েছে মাত্র 2,299 টাকায়। ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট, রিটেল স্টোর, এক্সপিরিয়েন্স স্টোর এবং পার্টনার স্টোরগুলিতে পাওয়া যাবে এই নেকব্যান্ডটি। বৃহস্পতিবার, 17 অগস্ট থেকেই ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

OnePlus Bullets Z2 নেকব্যান্ড লঞ্চ করে গেল মাত্র 2,299 টাকায়, রয়েছে অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সলেশন 
এসে গেল নতুন ওয়ানপ্লাস নেকব্যান্ড।

Follow Us

OnePlus একটি নতুন নেকব্যান্ড নিয়ে এল, যার নাম OnePlus Bullets Wireless Z2। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে নেকব্যান্ডটিতে রয়েছে নয়েজ় ক্যান্সলেশন ফিচার। 17 অগস্ট থেকেই ওপেন সেলে হাজির হয়ে গিয়েছে OnePlus Bullets Z2। এটি দুর্ধর্ষ অডিও অভিজ্ঞতা দিতে পারে। ফোন কলের সময় পারিপার্শ্বিকের শব্দ মুক্ত রাখতে পারে ইয়ারবাডটি। তার জন্য অ্যাডভান্সড নয়েজ় ক্যান্সেলেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। নেকব্যান্ডটির দাম ও ফিচার্স সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নিন।

OnePlus Bullets Wireless Z2: দাম ও অন্যান্য তথ্য

এই নেকব্যান্ডটি লঞ্চ করা হয়েছে মাত্র 2,299 টাকায়। ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট, রিটেল স্টোর, এক্সপিরিয়েন্স স্টোর এবং পার্টনার স্টোরগুলিতে পাওয়া যাবে এই নেকব্যান্ডটি। বৃহস্পতিবার, 17 অগস্ট থেকেই ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

OnePlus Bullets Wireless Z2: ফিচার ও স্পেসিফিকেশন

এই নেকব্যান্ডে অ্যাডভান্সড 45dB হাইব্রিড নয়েজ় ক্যান্সেলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তার ফলে এই হেডফোন যা নয়েজ় রিডাকশন করতে সক্ষম হবে, তা সম্ভবত এই মুহূর্তে অন্য কোনও হেডফোন, ইয়ারবাড বা নেকব্যান্ডে পাওয়া যাবে না। নেকব্যান্ডটি যেমন ফোনের বাক্যালাপে সুমধুর অভিজ্ঞতা দেবে, তেমনই আবার গান শোনার সময়ও দুর্দান্ত সাউন্ডের এক্সপিরিয়েন্স নিতে পারবেন।

ইয়ারফোনটিতে রয়েছে বেশ বড় 12.4mm ডায়নামিক ড্রাইভার এবং একটি টাইটানিয়াম কোটেড ডোম। ডিপ ব্যস (Bass) শক্তিশালী বিটস এবং সাউন্ডের অসাধারণ স্বচ্ছতা দিতে পারে এই নেকব্যান্ড। দেওয়া হয়েছে অ্যান্টি-ডিস্টর্শন অডিও টেকনোলজি, যা মসৃণ এবং ডিস্টর্শন ফ্রি সাউন্ড দিতে পারে।

নয়েজ় ক্যান্সলেশন অ্যাক্টিভ করে রাখলে একচার্জে 20 ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যেতে পারে। আবার ANC টার্ন অফ করে রাখলে সেই ব্যাটারি লাইফই আবার বেড়ে 28 ঘণ্টার হয়ে যায়। যদিও তারপরে আবার মাত্র 10 মিনিটের চার্জিংয়ে আরও 20 ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় নেকব্যান্ডটি।

OnePlus Bullets Wireless Z2 নেকব্যান্ডে রয়েছে Bluetooth 5.2 এবং লো ল্যাটেন্সি ডুয়াল ট্রান্সমিশন টেকনোলজি, যা অডিও অভিজ্ঞতা চমৎকার করে তুলতে পারে। আপনি যদি গেমার হন বা মাল্টিটাস্কার হন, তাহলে এই প্রযুক্তি গেমিং সেশনগুলিকে অপ্টিমাইজ় করে এবং ডিভাইসগুলির মধ্যে দ্রুত সুইচ করার সুবিধা দিতে পারে।

Next Article