Oneplus-র আসন্ন ট্যাবের যাবতীয় ফিচার আর ফটো এল সামনে, নতুন কী আছে?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 16, 2023 | 2:00 PM

OnePlus Pad Go Price: OnePlus টুইটারে আসন্ন ট্যাব OnePlus Pad Go-এর টিজ করেছে। এদিকে, বিখ্যাত টিপস্টার অভিষেক যাদব ওয়ানপ্লাসের আসন্ন ট্যাবলেটের কিছু তথ্য এবং ছবি শেয়ার করেছেন। নতুন ট্যাবলেটে আপনি কী কী ফিচার পাবেন, চলুন জেনে নেওয়া যাক।

Oneplus-র আসন্ন ট্যাবের যাবতীয় ফিচার আর ফটো এল সামনে, নতুন কী আছে?

Follow Us

চিনা মোবাইল কোম্পানি OnePlus তার একটি আসন্ন ডিভাইসের পোর্টফোলিও সামনে এনেছে। কয়েকদিন আগে কোম্পানি ভারতে Oneplus প্যাড লঞ্চ করেছে। সেটি ভারতীয় বাজারে বিরাট সাড়া ফেলেছিল। বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে তা আউট অফ স্টকও হয়ে গিয়েছিল। আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল কোম্পানি খুব শীঘ্রই আরেকটি ট্যাবলেট লঞ্চ করতে চলেছে। এবার এই গুঞ্জন সত্যি প্রমানিত করল কোম্পানিটি। OnePlus টুইটারে আসন্ন ট্যাব OnePlus Pad Go-এর টিজ করেছে। এদিকে, বিখ্যাত টিপস্টার অভিষেক যাদব ওয়ানপ্লাসের আসন্ন ট্যাবলেটের কিছু তথ্য এবং ছবি শেয়ার করেছেন। নতুন ট্যাবলেটে আপনি কী কী ফিচার পাবেন, চলুন জেনে নেওয়া যাক।

ফিচার ও স্পেসিফিকেশন:

OnePlus একটি নতুন ট্যাবলেট লঞ্চ করতে পারে, যার নাম OnePlus Pad Go। এতে আপনি ডুয়াল কালার টোন দেখতে পাবেন। ট্যাবের পিছনের ক্যামেরাটি উপরের দিকে পাওয়া যাবে। ট্যাবলেটটির মাঝখানে কোম্পানির ব্র্যান্ডিং করা হয়েছে। OnePlus Pad Go-তে আপনি 120hz রিফ্রেশ রেট সহ 11.6 ইঞ্চি 2.8K LCD ডিসপ্লে পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, কোম্পানিটি অডিওর উপরও বিশেষ নজর দিয়েছে। এতে অডিওর জন্য Android 13 এবং Dolby Atmos-এর সাপোর্ট পাবেন। নতুন ট্যাবলেটটি TUV রাইনল্যান্ড সার্টিফিকেশনও পেয়েছে। অর্থাৎ এটি অনেকক্ষণ ব্যবহার করার পরেও আপনার চোখে কোনও রকম খারাপ প্রভাব ফেলবে না।


এই নতুন ট্যাবে একটি কনটেন্ট সিঙ্ক ফিচার থাকবে, যাতে OnePlus স্মার্টফোন ব্যবহারকারীরা সহজেই তাদের মিডিয়া অ্যাক্সেস করতে পারবে। ট্যাবলেটের সঙ্গে একটি সিঙ্ক করা ক্লিপবোর্ডও পেয়ে যাবেন। এছাড়াও, ট্যাবলেটটিতে মাল্টিমিডিয়া ট্রান্সফারের জন্য একটি ড্র্যাগ-এন্ড-ড্রপ অ্যাপ রয়েছে, যাতে আপনাকে লগইন করতে হবে না।

দাম কত হতে পারে?

বর্তমানে দাম সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে, কোম্পানি বাজেট সেগমেন্টে নতুন ট্যাবলেট লঞ্চ করতে পারে। এর আগে কোম্পানি 37,999 টাকায় Oneplus প্যাড লঞ্চ করেছিল। তাই এই আসন্ন ট্যাবটির দাম এর থেকে কিছুটা বেশিই হবে।

Next Article