OnePlus এই প্রথম গ্লোবাল লঞ্চ ইভেন্ট করতে চলেছে। চলতি বছরের 23 ফেব্রুয়ারি এই ইভেন্টটি হবে। এই ইভেন্টটি একচেটিয়াভাবে OnePlus 11-এর জন্যই করা হবে। তবে এর মধ্য়েই OnePlus ভারতের বাজারে তাদের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি ‘Cloud 11’ ইভেন্টে ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 11, OnePlus Buds Pro 2 ইয়ারবাড সহ অন্যান্য প্রিমিয়াম প্রোডাক্টের পাশাপাশি লেটেস্ট OnePlus Pad ট্যাবলেটও লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। ইতিমধ্য়েই এই ডিভাইসের রেন্ডার লিক হয়েছে, যাতে এর ডিজাইন প্রকাশ করা হয়েছে। প্রলিফিক লিকার স্টিভ হেমারস্টোফার OnePlus প্যাডের রেন্ডার শেয়ার করেছেন।
টিপস্টার প্রদত্ত রিপোর্ট অনুসারে OnePlus প্যাডের ডিজাইন এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক:
রেন্ডার অনুসারে, OnePlus প্যাডে পাওয়া যাবে ইউনিবডি মেটাল চ্যাসিস। এছাড়াও এই ট্যাবলেটের বেজেলের একদিকে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। যদিও ডিভাইসটি একক নাকি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ হবে, তা এখনও অজানা। তবে ক্যামেরা কাটআউটের ঠিক নিচেই মেটাল বডিতে ওয়ানপ্লাসের ব্র্যান্ড লোগো দেখা গিয়েছে। ওয়ানপ্লাস প্যাডের ডানদিকে ভলিউম বাটন থাকবে। বোতামটি ট্যাবলেটের উপরের দিকে থাকবে।
ডিসপ্লে সম্পর্কে কথা বলতে গেলে, টিপস্টার জানিয়েছে যে, ট্যাবলেটটিতে একটি 11.6-ইঞ্চি ডিসপ্লে থাকবে। তবে প্যানেলটি LCD বা OLED নাকি অন্য কিছু হবে তা জানা যায়নি। ওয়ানপ্লাস প্যাড Android ট্যাবলেট বড় সাইজের ডিসপ্লে প্যানেল এবং প্রিমিয়াম বডি বিল্ড সহ আসবে। ডিভাইসটি 2K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এখন পর্যন্ত এই ট্যাবলেটের দাম সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এছাড়াও ডিভাইসটির অফিসিয়াল মার্কেটিং নাম এবং লঞ্চ তারিখ ব্যতীত আর কোন তথ্য OnePlus সামনে আনেনি। অন্য়দিকে চলতি বছরের 7 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা ‘Cloud 11’ ইভেন্টে অনেকগুলি প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস।