OnePlus Pad Features: স্মার্টফোন ব্র্যান্ড OnePlus তাদের প্রথম ট্যাবলেট OnePlus Pad লঞ্চ করেছে Cloud 11 ইভেন্টে। এই ইভেন্টে কোম্পানি প্যাড সহ Oneplus 11 5G, Oneplus 11R, OnePlus Buds Pro 2 এবং OnePlus TV 65 Q2 Pro লঞ্চ করেছে। এই প্যাডটি 2.5D কার্ভড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়াও এতে 65W ফাস্ট চার্জিং এবং ডাইমেনসিটি 9000 প্রসেসর রয়েছে। তবে প্যাডের দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তবে চলুন জেনে নেওয়া যাক OnePlus প্যাডের ফিচার ও অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে।
OnePlus Pad-এর ফিচার ও স্পেসিফিকেশন:
এটি কোম্পানির প্রথম প্যাড। এতে একটি 11.61-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 2.5D কার্ভড গ্লাস, 144Hz রিফ্রেশ রেট, 2800×2000 রেজোলিউশন, 296 PPI এবং 500 নিট ব্রাইটনেস প্রদান করে। OnePlus প্যাডে একটি 7:5 স্ক্রিন অনুপাত এবং 88 শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত রয়েছে। প্যাডটি 6.54 মিমি স্লিম ডিজাইনে বেশ পাতলা এবং ওজন 552 গ্রাম।
প্যাডের পাওয়ার সম্পর্কে বলতে গেলে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্রসেসর এবং 12 GB পর্যন্ত LPDDR5 র্যাম সাপোর্ট করবে। প্যাডটি Android 13 ভিত্তিক UI সহ চালু করা হয়েছে। OnePlus প্যাডে স্মার্টফোনের সঙ্গে 5G সেলুলার শেয়ারিং ফিচারও রয়েছে। ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস ট্যাবলেটে কোয়াড-স্পীকার সেটআপ সাপোর্ট করবে। এই প্যাডের ব্যাপারে কোম্পানি দাবি করেছে যে, প্যাডটি একটানা ঘণ্টার পর ঘণ্টা ব্যবহার করার পরও ধরে রাখতে কোনও সমস্যা হবে না এবং এতে স্বাচ্ছন্দ্যে কাজ করা যাবে।
ফটোগ্রাফির জন্য একটি 13-মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেোয়া হয়েছে। ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। প্যাডটি একটি 9,510mAh ব্যাটারি এবং 67W SuperVOOC হাই স্পিড চার্জিং প্যাক করে। এি নতুন প্যাডের সঙ্গে এক মাস পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায়। প্যাডটি 60 মিনিটে 1 থেকে 90% পর্যন্ত চার্জ করতে পারে।
OnePlus Pad-টি Halo Green রঙে বাজারে চালু করা হয়েছে। OnePlus প্যাডের দাম ঘোষণা করেনি, তবে ইন্টারনেটে প্রকাশিত তথ্য অনুসারে, এটি 24,999 টাকায় পাওয়া যাবে। সঠিক তথ্যের জন্য, OnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।