
Potronics ভারতে একটি চমৎকার ওয়্যারলেস স্পিকার লঞ্চ করেছে। সেই স্পিকারের সবথেকে আকর্ষণীয় ফিচার হল কারাওকে মাইক। ডিভাইসের নাম Potronics Dash 4। এই ওয়্যারলেস স্পিকার 50 ওয়াটের পোর্টেবল, যাতে কর্ডলেস মাইক্রোফোন দেওয়া হয়েছে। IPX5 সার্টিফায়েড এই স্পিকারটি ওয়াটার রেজ়িস্ট্যান্ট।
দাম ও অন্যান্য তথ্য
Potronics Dash 4 ওয়্যারলেস স্পিকারটি ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 6,999 টাকায়। অ্যামাজ়ন, ফ্লিপকার্ট, মিন্ত্রা এবং পোর্ট্রোনিক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। পাশাপাশি অফলাইনে রিটেল দোকানেও এই স্পিকার পাওয়া যাবে। সবথেকে বড় কথা হল স্পিকারটি ক্রয় করলে তার সঙ্গে 12 মাসের ওয়ারান্টিও পাওয়া যাবে।
স্পেসিফিকেশন
যেমনটা আমরা আগেই বললাম, Potronics Dash 4 স্পিকারে রয়েছে কর্ডলেস মাইক্রোফোন। IPX5 সার্টিফায়েড ডিভাইসটি ওয়াটার রেজ়িস্ট্যান্ট। মেশ-টেক্সচার্ড এক্সটিরিয়ার রয়েছে, তার সঙ্গে বিল্ট-ইন 360 ডিগ্রি ডায়নামিক RGB লাইট সিস্টেম ও কন্ট্রোল প্যানেল দেওয়া হচ্ছে। এই প্যানেলটি মিউজ়িক প্লেব্যাক কন্ট্রোল করতে পারে, ভলিউম অ্যাডজাস্ট করতে পারে। লাইটিং মোড থেকে শুরু করে পিওর কালার রিদম, ভার্টিকল কালারফুল রিদম, হরাইজ়ন্টাল ফুল কালার রোটেশন, পিওর কালার ওয়েভ, কালারফুল ব্রিদিং এবং ওয়ার্ম লাইট মোডের মতো একাধিক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এতে।
50 ওয়াটের এই স্পিকারটি হাই-কোয়ালিটি সাউন্ড দিতে পারে। কন্ট্রোল প্যানেলে বিল্ট-ইন EQ মোড থাকার ফলে ফাইন-টিউনও করা যেতে পারে। ব্যবহারকারীরা যেখানে সাউন্ড ব্যালান্সড্ অডিও আউটপুট পছন্দ করেন, তাই তারা এটি কাস্টমাইজ়ও করতে পারবেন। মাইক্রোফোন ব্যবহারের সময় Dash 4 তার ব্যবহারকারীদের কারাওকে ও ভোকাল মোডের মধ্যে থেকে যে কোনও একটি বেছে নিতে দেবে।
Potronics Dash 4 স্পিকারটি যাঁরা ক্রয় করবেন, তাঁরা ব্লুটুথের মাধ্যমেও মিউজ়িক প্লে করতে পারবেন। এর একটি ইউএসবি পোর্ট রয়েছে, সেখানেই ফ্ল্যাশ ড্রাইভ কানেক্ট করা থাকছে। এছাড়া স্পিকারটিতে বিল্ট-ইন FM টিউনারও দেওয়া হয়েছে। থাকছে একটি লেদার স্ট্র্যাপও, যার দ্বারা এটিকে আপনি যে কোনও জায়গায় বহন করতে পারবেন। বেশ বড় এবং শক্তিশালী একটি 8000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা ছয় ঘণ্টার মধ্যেই ডিভাইসটিকে চার্জ করতে পারে।