Realme Buds Air 3: ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি বাডস এয়ার ৩, কবে লঞ্চ হতে পারে?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 05, 2022 | 11:42 PM

এই ইয়ারফোনে ডুয়াল ডিভাইস কানেকশন, টাইপ- সি ইউএসবি চার্জিং এবং ইন-ইয়ার ডিটেকশন ফিচারও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

Follow Us

রিয়েলমি বাডস এয়ার ৩ (Realme Buds Air 3) ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো (true wireless stereo) ইয়ারফোন ভারতে লঞ্চ হবে চলতি মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। একটি রিপোর্ট সূত্রে এমনটাই জানা গিয়েছে। সেই সঙ্গে এও শোনা যাচ্ছে যে, দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমির এই ইয়ারফোন। রিয়েলমি বাডস এয়ার ২ (Realme Buds Air 2)– এর সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৩ ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন। এই আসন্ন ইয়ারফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম প্রকাশ হয়েছে। এই ইয়ারফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও ডুয়াল ডিভাইস কানেকশন, টাইপ- সি ইউএসবি চার্জিং এবং ইন-ইয়ার ডিটেকশন ফিচারও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

MySmartPrice- এর রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি বাডস এয়ার ৩ ইয়ারফোন ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। যদিও শোনা যাচ্ছে হয়তো ১৬ ফেব্রুয়ারি এই ইয়ারফোন দেশে লঞ্চ হতে পারে। ওই একই দিনে ভারতে লঞ্চ হবে রয়েলমি ৯ প্রো এবং রিয়েলমি ৯ প্রো প্লাস— এই দুই স্মার্টফোন। MySmartPrice- এর রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি বাডস এয়ার ২ গ্যালাক্সি হোয়াইট এবং স্টারি ব্লু, এই দুই রঙে লঞ্চ হতে পারে। এছাড়াও আরও কয়েকটি রঙের অপশন যুক্ত করতে পারে চিনের সংস্থা রিয়েলমি। এর আগে একটি ask me anything সেশনেও রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ জানিয়েছিলেন যে রিয়েলমি বাডস এয়ার ২- এর সাকসেসর মডেল লঞ্চ করার পরিকল্পনা রয়েছে তাঁদের সংস্থার।

একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি বাডস এয়ার ৩- এর সম্ভাব্য বেশ কয়েকটি বৈশিষ্ট্য-

  • মনে করা হচ্ছে রিয়েলমি বাডস এয়ার ৩- এর দাম ভারতে হতে পারে চার হাজার টাকার মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি বাডস এয়ার ২ ভারতে লঞ্চ হয়েছিল ৩২৯৯ টাকায়। এর আশপাশেও দাম হতে পারে রিয়েলমি বাডসেয়ার ৩ ইয়ারফোনের।
  • এই ইয়ারফোনে থাকতে পারে একটি ইন-ইয়ার ডিজাইন। তিনটি মাইক্রোফোন সেটআপ থাকতে পারে এই ফোনে। এর মধ্যে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে। তার সঙ্গে থাকবে ট্রান্সপারেন্সি মোড। এছাড়া ইউজারদের জন্য কাস্টোমাইজড অডিয়ো এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে বিশেষ ফিচারও থাকতে পারে।
  • রিয়েলমি বাডস এয়ার ৩- এর মধ্যে একটি low latency গেম মোড থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি Bass Boost+ মোড। এছাড়াও থাকবে একটি ইন-ইয়ার ডিটেকশন ফিচার যার সাহায্যে এক কান থেকে ইয়ারবাডস খুলে ফেলে হলে প্লেব্যাক বন্ধ হয়ে যাবে আপনাআপনি।
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে ডুয়াল ডিভাইস কানেকশন থাকতে পারে। একইসঙ্গে এই ফিচারের সাহায্যে দুটো ডিভাইস যুক্ত করা সম্ভব।
  • অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার সমেত এই ইয়ারফোনে ৩০ ঘণ্টা ব্যাটারি লাইফ থাকবে। টাইপ- সি চার্জিং পোর্টের সাহায্যে এই ইয়ারফোনে চার্জ দেওয়া সম্ভব।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন- Reliance Jio Metaverse: মেটাভার্সে পদার্পণ রিলায়েন্স জিও-র, প্রণব মিস্ত্রির টেক স্টার্ট-আপে ১১২ কোটি টাকা বিনিয়োগ

রিয়েলমি বাডস এয়ার ৩ (Realme Buds Air 3) ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো (true wireless stereo) ইয়ারফোন ভারতে লঞ্চ হবে চলতি মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। একটি রিপোর্ট সূত্রে এমনটাই জানা গিয়েছে। সেই সঙ্গে এও শোনা যাচ্ছে যে, দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমির এই ইয়ারফোন। রিয়েলমি বাডস এয়ার ২ (Realme Buds Air 2)– এর সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৩ ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন। এই আসন্ন ইয়ারফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম প্রকাশ হয়েছে। এই ইয়ারফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও ডুয়াল ডিভাইস কানেকশন, টাইপ- সি ইউএসবি চার্জিং এবং ইন-ইয়ার ডিটেকশন ফিচারও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

MySmartPrice- এর রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি বাডস এয়ার ৩ ইয়ারফোন ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। যদিও শোনা যাচ্ছে হয়তো ১৬ ফেব্রুয়ারি এই ইয়ারফোন দেশে লঞ্চ হতে পারে। ওই একই দিনে ভারতে লঞ্চ হবে রয়েলমি ৯ প্রো এবং রিয়েলমি ৯ প্রো প্লাস— এই দুই স্মার্টফোন। MySmartPrice- এর রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি বাডস এয়ার ২ গ্যালাক্সি হোয়াইট এবং স্টারি ব্লু, এই দুই রঙে লঞ্চ হতে পারে। এছাড়াও আরও কয়েকটি রঙের অপশন যুক্ত করতে পারে চিনের সংস্থা রিয়েলমি। এর আগে একটি ask me anything সেশনেও রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ জানিয়েছিলেন যে রিয়েলমি বাডস এয়ার ২- এর সাকসেসর মডেল লঞ্চ করার পরিকল্পনা রয়েছে তাঁদের সংস্থার।

একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি বাডস এয়ার ৩- এর সম্ভাব্য বেশ কয়েকটি বৈশিষ্ট্য-

  • মনে করা হচ্ছে রিয়েলমি বাডস এয়ার ৩- এর দাম ভারতে হতে পারে চার হাজার টাকার মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি বাডস এয়ার ২ ভারতে লঞ্চ হয়েছিল ৩২৯৯ টাকায়। এর আশপাশেও দাম হতে পারে রিয়েলমি বাডসেয়ার ৩ ইয়ারফোনের।
  • এই ইয়ারফোনে থাকতে পারে একটি ইন-ইয়ার ডিজাইন। তিনটি মাইক্রোফোন সেটআপ থাকতে পারে এই ফোনে। এর মধ্যে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে। তার সঙ্গে থাকবে ট্রান্সপারেন্সি মোড। এছাড়া ইউজারদের জন্য কাস্টোমাইজড অডিয়ো এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে বিশেষ ফিচারও থাকতে পারে।
  • রিয়েলমি বাডস এয়ার ৩- এর মধ্যে একটি low latency গেম মোড থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি Bass Boost+ মোড। এছাড়াও থাকবে একটি ইন-ইয়ার ডিটেকশন ফিচার যার সাহায্যে এক কান থেকে ইয়ারবাডস খুলে ফেলে হলে প্লেব্যাক বন্ধ হয়ে যাবে আপনাআপনি।
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে ডুয়াল ডিভাইস কানেকশন থাকতে পারে। একইসঙ্গে এই ফিচারের সাহায্যে দুটো ডিভাইস যুক্ত করা সম্ভব।
  • অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার সমেত এই ইয়ারফোনে ৩০ ঘণ্টা ব্যাটারি লাইফ থাকবে। টাইপ- সি চার্জিং পোর্টের সাহায্যে এই ইয়ারফোনে চার্জ দেওয়া সম্ভব।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন- Reliance Jio Metaverse: মেটাভার্সে পদার্পণ রিলায়েন্স জিও-র, প্রণব মিস্ত্রির টেক স্টার্ট-আপে ১১২ কোটি টাকা বিনিয়োগ

Next Article