ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি Dizo GoPods এবং Dizo GoPods Neo, এই দুই ইয়ারবাডসের দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 06, 2021 | 7:03 AM

রিয়েলমি বাডস এয়ার ২ এবং রিয়েলমি বাডস কিউ২- এর রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ডিজো গোপডস এবং রিয়েলমি ডিজো গোপডস নিও।

ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি Dizo GoPods এবং Dizo GoPods Neo, এই দুই ইয়ারবাডসের দাম কত?
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ডিজো গোপডস এবং রিয়েলমি ডিজো গোপডস নিও।

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ডিজো গোপডস এবং রিয়েলমি ডিজো গোপডস নিও। এই দুই ইয়ারবাডস লঞ্চ হয়েছে যথাক্রমে রিয়েলমি বাডস এয়ার ২ এবং রিয়েলমি বাডস কিউ২- এর রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। রিয়েলমির নতুন দু’টি ইয়ারবাডস ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। দুটো ইয়ারবাডসেই রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচার। এছাড়া রিয়েলমি ডিজো গোপডিস এবং রিয়েলমি ডিজো গোপডস নিও, দুটো ইয়ারবাডসেই রয়েছে IPX5 ওয়াটার রেসিসট্যান্ট ফিচার।

ভারতে রিয়েলমির এই দুই ইয়ারবাডসের দাম-

Realme Dizo GoPods- এর দাম ভারতে ৩২৯৯ টাকা। ক্রিম হোয়াইট এবং স্মোকি গ্রে, এই দুই রঙে পাওয়া যাবে রিয়েলমির এই ইয়ারবাডস। ৬ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে ফ্লিপকার্টের মাধ্যমে। ইন্ট্রোডাক্টরি দাম হিসেবে রিয়েলমি ডিজো গোপডস এর দাম ধার্য হয়েছে ২৯৯৯ টাকা।

অন্যদিকে। রিয়েলমি ডিজো গোপডস নিও- র দাম ভারতে ২৪৯৯ টাকা। অরোরা এবং গাঢ় নীল রঙে পাওয়া যাবে Realme Dizo GoPods Neo। ১০ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে ফ্লিপকার্টের মাধ্যমে। ইন্ট্রোডাক্টরি দাম হিসেবে রিয়েলমি ডিজো গোপডস এর দাম ধার্য হয়েছে ২২৯৯ টাকা।

রিয়েলমির দু’টি ইয়ারবাডসের ক্ষেত্রেই প্রথম সেলে ইন্ট্রোডাক্টরি দাম বজায় থাকবে। অন্যদিকে রিয়েলমি বাডস এয়ার ২- এর দাম ভারতে ছিল ৩২৯৯ টাকা। আর রিয়েলমি বাডস কিউ২- এর দাম ছিল ২৪৯৯ টাকা। রিয়েলমির এই দুই ইয়ারবাডসেরই রিব্র্যান্ডেড হিসেবে ভারতে নতুন করে লঞ্চ হয়েছে রিয়েলমি ডিজো গোপডস এবং রিয়েলমি ডিজো গোপডস নিও।

Realme Dizo GoPods- এর বিভিন্ন ফিচার-

  • রিয়েলমি লিঙ্ক অ্যাপের সঙ্গে ব্যবহার করা যায় রিয়েলমি ডিজো গোপডস।
  • ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই অডিয়ো ডিভাইস। চার্জ দেওয়ার জন্য ব্যবহার হয় টাইপ সি ইউএসবি পোর্ট।
  • ১০ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডসে অন্তত ১২০ মিনিট পর্যন্ত প্লেব্যাক ফিচার পাওয়া সম্ভব, এমনটাই দাবি সংস্থা।
  • চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসের মোট ব্যাটারি লাইফ ২৫ ঘণ্টা পর্যন্ত।
  • Realme R2 chip রয়েছে রিয়েলমি ডিজো গোপডস ইয়ারবাডসে।

Realme Dizo GoPods Neo- র বিভিন্ন ফিচার-

  • অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার এবং রিয়েলমি লিঙ্ক অ্যাপের সঙ্গে সংযুক্ত হওয়ার সুবিধা এই ইয়ারবাডসেও রয়েছে।
  • আইওএস এবং অ্যানড্রয়েড, দু’ধরনের ডিভাইসেই কাজ করে রিয়েলমির এই ইয়ারবাডসে।
  • টাচ কন্ট্রোল রয়েছে রিয়েলমি ডিজো গোপডস নিও- র ক্ষেত্রে।
  • ডুয়াল মাইক্রোফোন রয়েছে রিয়েলমির এই ইয়ারবাডসে।
  • চার্জিং কেস সমেত মোট ২৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকে এই ইয়ারবাডসে। চার্জিং কেসে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। চার্জ দেওয়ার জন্য টাইপ সি ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়।
  • ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি রয়েছে রিয়েলমি ডিজো গোপডিস নিও ডিভাইসে।

আরও পড়ুন- Redmi Earbuds 3 Pro: ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস, দাম কত?

Next Article
Redmi Earbuds 3 Pro: ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস, দাম কত?
ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে হ্যাকারদের সাহায্য করে হোয়াটসঅ্যাপের ‘ইমেজ ফিল্টার বাগ’