AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme Pad 2 হাজির হল দুর্ধর্ষ 120Hz ডিসপ্লে সহযোগে, দাম 19,999 টাকা

Realme Pad 2 ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তার একটি হল 6GB RAM এবং 128GB স্টোরেজ, যার দাম 19,999 টাকা। অন্য দিকে 8GB RAM এবং 256GB স্টোরেজ স্পেসের এই ট্যাবলেট আপনি পেয়ে যাবেন 22,999 টাকায়।

Realme Pad 2 হাজির হল দুর্ধর্ষ 120Hz ডিসপ্লে সহযোগে, দাম 19,999 টাকা
নতুন ট্যাবলেট নিয়ে এল Realme।
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 7:55 PM
Share

Realme তার দীর্ঘ প্রতীক্ষিত ট্যাবলেটটি ভারতের বাজারে লঞ্চ করে দিল, যার নাম Realme Pad 2। বেশ বড় ডিসপ্লে দেওয়া হয়েছে এই রিয়েলমি প্যাডে। ট্যাবলেটের স্পিকারগুলিও চমৎকার করা হয়েছে। কারণ, এই ট্যাবলেট তৈরি করা হয়েছে মূলত মিডিয়া কনজ়াম্পশনের জন্যই। এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের ডিজ়াইন ল্যাঙ্গুয়েজ একটু বদলে দেওয়া হয়েছে তার আগের মডেলগুলির তুলনায়। তবে কোনও হেডফোন জ্যাক থাকছে না ট্যাবলেটটিতে।

Realme Pad 2: দাম

Realme Pad 2 ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তার একটি হল 6GB RAM এবং 128GB স্টোরেজ, যার দাম 19,999 টাকা। অন্য দিকে 8GB RAM এবং 256GB স্টোরেজ স্পেসের এই ট্যাবলেট আপনি পেয়ে যাবেন 22,999 টাকায়। যাঁদের কাছে ICICI ব্যাঙ্কের কার্ড রয়েছে, তাঁরা এই ট্যাবলেট ক্রয় করলে পেয়ে যাবেন 1,500 টাকার ডিসকাউন্ট। SBI এবং HDFC ব্যাঙ্কের কাস্টমারদের জন্যও থাকছে এই একই অফার।

1 অগস্ট থেকে এই রিয়েলমি প্যাড কিনতে পারবেন কাস্টমাররা। ইন্সপিরেশন গ্রিন এবং ইমাজিনেশন গ্রে এই দুই রঙে পাওয়া যাবে ট্যাবলেটটি।

Realme Pad 2: স্পেসিফিকেশন, ফিচার

11.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এই ট্যাবলেটে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ট্যাবলেট চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি G99 প্রসেসরের সাহায্যে। অত্যন্ত শক্তিশালী একটি 8,360mAh ব্যাটারি রয়েছে, যা 33W চার্জিং সাপোর্ট করছে।

সফটওয়্যার হিসেবে Realme Pad 2-এ রয়েছে Android 13 ভিত্তিক Realme UI 4.0 অপারেটিং সিস্টেম। তাদের মধ্যে কিছু এমন ফিচার্স রয়েছে, যেগুলি স্ট্যান্ডার্ড। রিডিং মোড, স্মার্ট সাইডবার সহ আরও একাধিক ফিচার্স রয়েছে এতে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে স্প্লিট স্ক্রিন, ফ্লেক্সিবল উইন্ডো এবং স্ক্রিন মিররিং।

Realme-র তরফ থেকে দাবি করা হয়েছে, ট্যাবলেটটি মাল্টি-স্ক্রিন কোলাবরেশন সাপোর্ট করে Realme 10 Pro Plus, 11 Pro Plus, Realme GT, GT 2, GT Neo 5, GT Neo 3, এবং GT Neo 3T এই সব ফোনের ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ট্যাবলেটটিতে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরাও দেওয়া হয়েছে।