রেডমির নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। গত ৩ সেপ্টেম্বর রেডমি ১০ প্রাইম স্মার্টফোনের সঙ্গেই দেশে লঞ্চ হয়েছে এই নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডস। নতুন এই ইয়ারবাডসের নাম রেডমি ইয়ারবাডস ৩ প্রো। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে চিনে শাওমি কর্তৃপক্ষ রেডমি এয়ারডটস ৩ লঞ্চ করেছিল। তারই rebadged ভার্সান সম্ভবত এই রেডমি ইয়ারবাডস ৩ প্রো। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ড্রাইভার্স এবং IPX4-rated build। অর্থাৎ এই ইয়ারবাডস জল এবং ঘামের (splash and sweat) ক্ষেত্রে রেসিসট্যান্ট ডিভাইস। এছাড়াও এই TWS ইয়ারবাডসে রয়েছে Qualcomm aptX Adaptive codec সাপোর্ট। এর পাশাপাশি রেডমি ইয়ারবাডস ৩ প্রো- তে রয়েছে কুইক পেয়ারিং ফিচার। MIUI সাপোর্ট যুক্ত স্মার্টফোনের সঙ্গে দ্রুত পেয়ারিং হয় এই ইয়ারবাডসের। সংস্থার দাবি, প্রায় ৩০ ঘণ্টা ব্যাটারি লাইফ দিতে পারে রেডমির এই ইয়ারবাডস।
ভারতে রেডমি ইয়ারবাডস ৩ প্রো- এর দাম
রেডমি ইয়ারবাডস ৩ প্রো- এর দাম ভারতে ২৯৯৯ টাকা। নীল, গোলাপি এবং সাদা রঙে পাওয়া যাবে এই ইয়ারবাডস। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ভারতীয় ওয়েবসাইট এবং Mi.com, Mi Home stores এবং বিভিন্ন অফলাইন রিটেলারের মাধ্যমে এই ইয়ারবাডস কেনা যাবে। আগামী ৯ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে।
রেডমি ইয়ারবাডস ৩- এর বিভিন্ন ফিচার