Redmi Earbuds 3 Pro: ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 05, 2021 | 2:20 PM

ই-কমার্স সংস্থা অ্যামাজনের ভারতীয় ওয়েবসাইট এবং Mi.com, Mi Home stores এবং বিভিন্ন অফলাইন রিটেলারের মাধ্যমে এই ইয়ারবাডস কেনা যাবে।

Redmi Earbuds 3 Pro: ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস, দাম কত?
ভারতে এই অডিয়ো ডিভাইসের দাম কত?

Follow Us

রেডমির নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। গত ৩ সেপ্টেম্বর রেডমি ১০ প্রাইম স্মার্টফোনের সঙ্গেই দেশে লঞ্চ হয়েছে এই নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডস। নতুন এই ইয়ারবাডসের নাম রেডমি ইয়ারবাডস ৩ প্রো। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে চিনে শাওমি কর্তৃপক্ষ রেডমি এয়ারডটস ৩ লঞ্চ করেছিল। তারই rebadged ভার্সান সম্ভবত এই রেডমি ইয়ারবাডস ৩ প্রো। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ড্রাইভার্স এবং IPX4-rated build। অর্থাৎ এই ইয়ারবাডস জল এবং ঘামের (splash and sweat) ক্ষেত্রে রেসিসট্যান্ট ডিভাইস। এছাড়াও এই TWS ইয়ারবাডসে রয়েছে Qualcomm aptX Adaptive codec সাপোর্ট। এর পাশাপাশি রেডমি ইয়ারবাডস ৩ প্রো- তে রয়েছে কুইক পেয়ারিং ফিচার। MIUI সাপোর্ট যুক্ত স্মার্টফোনের সঙ্গে দ্রুত পেয়ারিং হয় এই ইয়ারবাডসের। সংস্থার দাবি, প্রায় ৩০ ঘণ্টা ব্যাটারি লাইফ দিতে পারে রেডমির এই ইয়ারবাডস।

ভারতে রেডমি ইয়ারবাডস ৩ প্রো- এর দাম

রেডমি ইয়ারবাডস ৩ প্রো- এর দাম ভারতে ২৯৯৯ টাকা। নীল, গোলাপি এবং সাদা রঙে পাওয়া যাবে এই ইয়ারবাডস। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ভারতীয় ওয়েবসাইট এবং Mi.com, Mi Home stores এবং বিভিন্ন অফলাইন রিটেলারের মাধ্যমে এই ইয়ারবাডস কেনা যাবে। আগামী ৯ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে।

রেডমি ইয়ারবাডস ৩- এর বিভিন্ন ফিচার

  • এই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ডায়নামিক ড্রাইভার এবং Qualcomm QCC3040ম্প্রসেসর।
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে রেডমির নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ভি ৫.২ এবং aptX Adaptive codec সাপোর্ট।
  • এই ইয়ারবাডসে টাচ কন্ট্রোল রয়েছে ভয়েস কল, মিউজিক প্লেব্যাক এবং ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচারের জন্য।
  • রেডমি ইয়ারবাডস ৩ প্রো ডিভাইসে রয়েছে infrared (IR) সেনসর। এর সাহায্যে কান থেকে ইয়ারপিস খুলে নিলে নিজে নিজেই গান বন্ধ হয়ে যায়।
  • শাওমির যেসব ফোনে MIUI ফিচার থাকে, সেগুলির সঙ্গে রেডমির এই ইয়ারবাডস খুব তাড়াতাড়ি সংযুক্ত বা পেয়ারিং হয়ে যায়।
  • এই ইয়ারবাডসে রয়েছে IPX4 certification। অর্থাৎ ঘামের ক্ষেত্রে রেডমির এই ইয়ারবাডস রেসিসট্যান্ট।
  • প্রতিটি ইয়ারবাডের মধ্যে রয়েছে ৪৩mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি। পুরোপুরি চার্জ থাকলে এই ব্যাটারি ৭ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাকের সুবিধা দিতে পারে।
  • রেডমির নতুন ইয়ারবাডসের চার্জিং কেসে সংযুক্ত রয়েছে ৬০০০mAh লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি। প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক ফিচার দিতে পারে এই চার্জিং কেস, এমনটাই দাবি করেছে সংস্থা।
  • চার্জ দেওয়ার জন্য রয়েছে টাইপ- সি ইউএসবি পোর্ট।

আরও পড়ুন- জিওর পর এয়ারটেল, গ্রাহকদের জন্য এক বছরের ‘ডিজনি + হটস্টার’ মোবাইল সাবস্ক্রিপশন পরিষেবা আনল টেলিকম সংস্থা

Next Article