Redmi ভারতে সস্তার একটি স্মার্ট 4K TV নিয়ে এল। এই মুহূর্তে যাঁরা কম দামে 4K TV কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য দুর্দান্ত অপশন হতে পারে এই Redmi Smart Fire TV 4K। লেটেস্ট স্মার্টটিভি চালিত হচ্ছে Amazon Fire OS এর সাহায্যে। এই স্মার্ট টেলিভিশনের দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Redmi Smart Fire TV 4K: দাম ও অন্যান্য তথ্য
ভারতে Redmi Smart Fire TV 4K লঞ্চ করা হয়েছে 26,999 টাকায়। তবে সাময়িক কিছু দিনের জন্য এই টিভি আপনি পেয়ে যাবেন 24,999 টাকায়। অর্থাৎ লিমিটেড পিরিয়ড অফারে এই টিভির উপরে আপনাকে 2,000 টাকা ছাড় দেওয়া হবে। অ্যামাজ়ন এবং এমআই-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Redmi Smart Fire TV 4K ক্রয় করতে পারবেন কাস্টমাররা। কিন্তু কবে থেকে এটি বিক্রি করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।
Redmi Smart Fire TV 4K: ফিচার ও স্পেসিফিকেশন
Redmi Fire 4K TV-র সাইজ় বিরাট, 108 সেন্টিমিটার স্ক্রিন সাইজ়। Fire OS দ্বারা চালিত এই টিভি 4K Ultra HD রেজ়োলিউশন ডিসপ্লে ও তার সঙ্গে ভিভিড পিকচার ইঞ্জিন টেকনোলজি সাপোর্ট করে। রয়েছে 24W স্পিকার, যা ডলবি অডিও এবং ডিটিএস ভার্চুয়াল এক্স টেকনোলজি দিতে পারে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই টেলিভিশন চমৎকার এন্টারটেইনমেন্ট এক্সপিরিয়েন্স দিতে পারে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কোয়াড কোর A55 প্রসেসর।
বেজ়েল-লেস ডিজ়াইনের এই টিভি সামগ্রিক ভাবে মসৃণ এবং পরিমার্জিত লুক পেয়েছে। বিল্ট-ইন Alexa সাপোর্ট পেয়েছে এই স্মার্টটিভি। ডুয়াল-ব্যান্ড WiFi ও তার সঙ্গে ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি দেওয়া হয়েছে এই টিভিতে। এছাড়া পিকচার ইন পিকচার টেকনোলজি রয়েছে, যা আপনাকে টিভির সঙ্গে মাল্টিপল টাস্ক করতে দেবে।
তবে টিভির রিমোটের ডিজ়াইন অনেকটাই বদলে দিয়েছে Redmi। সেটি এখন বেশি করে অ্যালেক্সাকে ডেডিকেট করা হয়েছে, যাতে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে ইউজাররা একাধিক নির্দেশ দিয়ে কাজ করিয়ে নিতে পারেন। প্রায় 12,000এরও বেশি অ্যাপ সাপোর্ট করছে এই টিভি, যার মধ্যে রয়েছে প্রাইম ভিডিয়ো, নেটফ্লিক্স, ডিজ়নি প্লাস হটস্টার, জিও সিনেমা ইত্যাদি।