Redmi Watch 2 Lite: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ওয়াচ ২ লাইট স্মার্টওয়াচ, একবার চার্জ দিলে ব্যাটারি থাকবে ১০ দিন পর্যন্ত

Redmi Watch 2 Lite: আগামী ১৫ মার্চ থেকে এই স্মার্টওয়াচ (Smartwatch) কেনা যাবে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India), Mi.com, রিলায়েন্স ডিজিটাল এবং অন্যান্য রিটেল স্টোরগুলি থেকে।

Redmi Watch 2 Lite: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ওয়াচ ২ লাইট স্মার্টওয়াচ, একবার চার্জ দিলে ব্যাটারি থাকবে ১০ দিন পর্যন্ত
ভারতে রেডমি ওয়াচ ২ লাইটের দাম কত?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2022 | 9:39 AM

ভারতে লঞ্চ হয়েছে রেডমি ওয়াচ ২ লাইট (Redmi Watch 2 Lite), এই স্মার্টওয়াচ (Smartwatch)। এখানে রয়েছে জিপিএস ফিচার, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা SpO2 মনিটরিং ফিচার এবং ২৪ ঘণ্টার হার্ট রেট ট্র্যাকার। আর রয়েছে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ। রেডমি ওয়াচ ২ লাইট, এই স্মার্টওয়াচের (Redmi Watch 2 Lite Smartwatch) দাম ভারতে ৪৯৯৯ টাকা। আইভরি, ব্ল্যাক এবং ব্লু— এই তিন রঙে পাওয়া যাবে রেডমি ওয়াচ ২ লাইট স্মার্টওয়াচ। আগামী ১৫ মার্চ থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে অ্যামাজন ইন্ডিয়া, Mi.com, রিলায়েন্স ডিজিটাল এবং অন্যান্য রিটেল স্টোরগুলি থেকে।

একনজরে দেখে নেওয়া যাক রেডমি ওয়াচ ২ লাইট স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৫৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে।
  • ১২০টিরও বেশি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে রেডমি ওয়াচ ২ লাইটে।
  • এই স্মার্টওয়াচের রয়েছে ১০০টিরও বেশি ওয়ার্কআউট মোড। এর মধ্যে রয়েছে ১৭টি প্রফেশনাল মোড, যেমন- HIIT এবং যোগা।
  • এই স্মার্টওয়াচ একটি ৫এটিএম রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। জলের নীচে ৫০ মিটার গভীরতা পর্যন্ত নষ্ট হবে না এই স্মার্টওয়াচ। snorkelling, diving এবং rafting অনায়াসের এইসব ওয়াটার স্পোর্টসের সময় ইউজার হাতে রাখতে পারবেন এই স্মার্টওয়াচ।
  •  রেডমি ওয়াচ ২ লাইট স্মার্টওয়াচে রয়েছে ইনবিল্ট জিপিএস ট্র্যাকিং ফিচার। ফলে কোনও স্মার্টওয়াচের সঙ্গে সংযুক্ত করার প্রয়োজন নেই। সরাসরি স্মার্টওয়াচ থেকেই জিপিএস ফিচার ব্যবহার করা সম্ভব হবে।
  • এই স্মার্টওয়াচে রয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল (SpO2) স্ক্যানার এবং ২৪ ঘণ্টা হৃদস্পন্দন বা হার্ট রেট মনিটরি করার ফিচার। এছাড়াও রয়েছে ইউজারের স্লিপ এবং স্ট্রেস মনিটরিং ফিচারের সাপোর্ট। শ্বাসপ্রশ্বাস জনিত শরীরচর্চা বা ব্রিদিং এক্সারসাইজ এবং মেন্সট্রুয়াল সাইকেল বা ঋতুচক্র মনিটর করার জন্যও ফিচার রয়েছে রেডমি ওয়াচ ২ লাইট স্মার্টওয়াচে।
  • জিপিএস ফিচার যুক্ত ফিটনেস ট্র্যাকিং ফিচার ব্যবহার করে রেডমি ওয়াচ ২ লাইট টানা ১৪ ঘণ্টা ব্যবহার করতে পারবেন ইউজাররা। আর এইসব ফিচার ব্যবহার না করলে একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১০দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে রেডমি সংস্থা।
  • এই স্মার্টওয়াচে রয়েছে ২৬২ এমএএইচের একটি ব্যাটারি। ম্যাগনেটিক চার্জিং পোর্টের মাধ্যমে এটি চার্জ দেওয়া সম্ভব।
  • রেডমি ওয়াচ ২ লাইটে রয়েছে ব্লুটুথ ভি৫ কানেক্টিভিটি।এই স্মার্টওয়াচ অ্যানড্রয়েড ৬.০ এবং আইওএস ১০- এর সাহায্যে যুক্ত হতে পারে সহজেই।
  • এই স্মার্টওয়াচের সাহায্যে সংযুক্ত ফোনের মিউজিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আবহাওয়ার খবর, মেসেজ নোটিফিকেশন, ইনকামিং কল নোটিফিকেশন সবই পাওয়া সম্ভব। এছাড়াও এই ডিভাইসে রয়েছে ফাইন্ড মাই ফোন ফিচারের সাপোর্ট। রেডমি সংস্থার মতে তাদের এই স্মার্টওয়াচের ওজন ৩৫ গ্রাম।

আরও পড়ুন- Apple Logo Explained: অ্যাপলের লোগোতে একটা আধ-খাওয়া আপেল কেন? ৪৬ বছর পর জানা গেল আসল কারণ