Samsung Galaxy Tab S8 Series: ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজ, দাম শুরু ৫৮,৯৯৯ টাকা থেকে

Samsung Galaxy Tab S8 India Launch: এই ট্যাবের সিরিজে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ (Samsung Galaxy Tab S8), স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস (Samsung Galaxy Tab S8 Plus) এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আলট্রা (Samsung Galaxy Tab S8 Ultra) লঞ্চ হয়েছে।

Samsung Galaxy Tab S8 Series: ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজ, দাম শুরু ৫৮,৯৯৯ টাকা থেকে
২২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের জন্য প্রি-বুকিং করা যাবে। Photo Credit; NextPit
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 4:37 PM

ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজ (Samsung Galaxy Tab S8 Series)। এই ট্যাবের সিরিজে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ (Samsung Galaxy Tab S8), স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস (Samsung Galaxy Tab S8 Plus) এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আলট্রা (Samsung Galaxy Tab S8 Ultra) লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস— এই দুই ট্যাবকে বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ সিরিজের সাকসেসর মডেল। ২০২০ সালে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ সিরিজ। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আলট্রা হল নতুন মডেল। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজে রয়েছে ৫জি কানেক্টিভিটি (অপশনাল)। ভ্যানিলা স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ ছাড়া এই ট্যাবের সিরিজের বাকি দুটো ট্যাবে রয়েছে উন্নত এস পেন- এর সাপোর্ট।

ভারতে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের তিনটি ট্যাবের দাম এবং উপলব্ধতা 

  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ ভ্যানিলা ভ্যারিয়েন্টের ওয়াই-ফাই মডেলের দাম শুরু হচ্ছে ৫৮,৯৯৯ টাকা থেকে। এই ট্যাবেরই ৫জি ভ্যারিয়েন্টের দাম ৭০,৯৯৯ টাকা।
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাসের ওয়াই-ফাই মডেলের দাম ৭৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। আর ৫জি ভ্যারিয়েন্টের দাম ৮৭,৯৯৯ টাকা।
  • অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আলট্রা মডেলের ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম ১,০৮,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। আর ৫জি ভ্যারিয়েন্টের দাম ১,২২,৯৯৯ টাকা।
  • ভ্যানিলা স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস— এই দুই ট্যাব ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ স্টোরেজ— এই দুই স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে।
  • অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আলট্রা মডেল ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে।

স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছেন যে, যেসব গ্রাহক গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের প্রি-বুকিং করবেন তাঁরা ট্যাবের সঙ্গে ২২,৯৯৯ টাকা দামের একটি কিবোর্ড কভার বিনামূল্যে পাবেন। ২২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের জন্য প্রি-বুকিং করা যাবে। স্যামসাং কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই প্রি-বুকিং সম্ভব। যদি ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তাহলে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আলট্রা, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮- এর ক্ষেত্রে যথাক্রমে ৭০০০, ৮০০০ এবং ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস লঞ্চ হয়েছে গ্রাফাইট, পিঙ্ক গোল্ড এবং রুপোলি রঙের অপশনে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আলট্রা লঞ্চ হয়েছে শুধুমাত্র গ্রাফাইট কালার অপশনে। এই ট্যাবগুলোর সঙ্গে বুক কভার কিবোর্ড, বুক কভার কিবোর্ড স্লিম, বুক কভার, প্রোটেক্টিভ স্ট্যান্ডিং কভার, নোট ভিউ কভার এবং স্ট্র্যাপ কভারও পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন- BSNL 4G Services: স্বাধীনতা দিবসে চালু হবে বিএসএনএল ৪জি, দুর্দান্ত নেটওয়ার্কের জন্য বসছে মোনোপোল