Samsung Curved Monitor: মনিটর, তাও আবার বাঁকানো! আগে কখনও দেখেছেন? বিশ্ববাজারে কয়েক মাস আগেই সেই অনবদ্য লুকের গেমিং মনিটর নিয়ে হাজির হয়েছিল Samsung। এবার ভারতের বাজারেও বাঁকানো গেমিং মনিটর Odyssey Ark লঞ্চ করল দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি, যার রিফ্রেশ রেট 165 Hz এবং 4K রেজোলিউশন সাপোর্ট করে। 55 ইঞ্চির Samsung Odyssey Ark হল বিশ্বের প্রথম বাঁকানো গেমিং মনিটর।
দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট ওডিসি আর্ক গেমিং মনিটরটি পেশাদার গেমিং উপভোক্তাদের জন্য নিয়ে এসেছে, যার রেসপন্স টাইম 1 এমএস, এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম প্রো, ককপিট মোড এবং আর্ক ডায়াল রয়েছে। ককপিট মোড স্ক্রিনটিকে HAS (হাইট অ্যাডজাস্টেবল স্ট্যান্ড), টিলট এবং পিভট দিয়ে ঘোরানোর অনুমতি দেয়। স্ক্রিনটি 270 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যেতে পারে।
সৌর-চালিত আর্ক ডায়াল ফ্লেক্স মুভ স্ক্রিন, মাল্টিভিউ, কুইক সেটিংস এবং গেম বার সহ বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করতে পারে। আর্ক ডায়াল একটি USB টাইপ-সি দ্বারাও চার্জ করা যেতে পারে।
Odyssey Ark কোয়ান্টাম মিনি এলইডি ব্যবহার করে Samsung এর কোয়ান্টাম ম্যাট্রিক্স প্রযুক্তি সহযোগে নিয়ে আসা হয়েছে। গেমিং মনিটর নিউরাল কোয়ান্টাম প্রসেসর আলট্রা প্রসেসর ব্যবহার করে, যা 4K পর্যন্ত কন্টেন্ট আপস্কেল করতে পারে।
Odyssey Ark গেমিং মনিটরটি Samsung এর ম্যাট ডিসপ্লে এবং সাউন্ড ডোম প্রযুক্তি ব্যবহার করে। ম্যাট ডিসপ্লে অ্যান্টি-গ্লেয়ার এবং অ্যান্টি-রিফ্লেকশন উভয় সুরক্ষা প্রদান করে। সাউন্ড ডোমে এআই সাউন্ড বুস্টার এবং ডলবি অ্যাটমোস রয়েছে, যা পারিপাশ্বিকের শব্দের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পারে।
“পেশাদার গেমারদের গেমিং অভিজ্ঞতাকে আপগ্রেড করার জন্য ডিজাইন করা হয়েছে এই মনিটর। Samsung Odyssey Ark হল বিশ্বের প্রথম 55 ইঞ্চির 1000R কার্ভড গেমিং স্ক্রিন, যা আর্ক ডায়ালের মাধ্যমে নমনীয় স্ক্রিন নিয়ন্ত্রণ দিতে পারে। আমরা ইতিবাচক যে ওডিসি আর্ক ভারতে গেমিং ইকোসিস্টেমে বিপ্লব ঘটাবে,” বলেছেন পুনীত শেঠি, ভাইস প্রেসিডেন্ট, কনজ়িউমার ইলেকট্রনিক্স এন্টারপ্রাইজ বিজনেস, স্যামসাং ইন্ডিয়া।
Odyssey Ark-এর দাম ভারতে 2,19,999 টাকা থেকে শুরু হচ্ছে। কেবল মাত্র কালো রঙে পাওয়া যাবে এই গেমিং কম্পিউটার। আপাতত শুধুমাত্র Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই গেমিং মনিটর ক্রয় করতে পারবেন কাস্টমাররা।