Snapchat Username: উদ্ভট নাম আর নয়! ইউজারনেম পরিবর্তন করতে দেবে স্ন্যাপচ্যাট, ২৩ ফেব্রুয়ারি থেকেই বিশেষ সুবিধা
How To Change Snapchat Username: বছরে একবার স্ন্যাপচ্যাট ইউজারনেম পরিবর্তন করা যাবে। কী ভাবে তা করতে হবে, দেখে নিন।
স্ন্যাপচ্যাটের (Snapchat) ইউজারনেমগুলি হয় বড়ই উদ্ভট, যা শেয়ার করতে গিয়ে ইউজারদের খানিক বিব্রত হতে হত। ঘুরপথে সেই ইউজারনেম (Username) পরিবর্তন করার একাধিক পন্থা থাকলেও, অ্যাপ থেকে ইউজানমের বদলের কোনও সুবিধা এত দিন পর্যন্ত ছিল না। বহু প্রতিক্ষিত সেই ফিচারটিই এবার নিয়ে এল স্ন্যাপচ্যাট। সংস্থার তরফে জানানো হয়েছে ২৩ ফেব্রুয়ারি থেকেই ইউজারনেম বদলাতে পারবেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা। বছরে একবার করে স্ন্যাপচ্যাট ইউজারনেম পরিবর্তন (Snapchat Username Change) করা যাবে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে হ্যাঁ, তার জন্য শর্তাবলী অবশ্যই প্রযোজ্য। স্ন্যাপচ্যাটে ইউজারনেমের ক্ষেত্রে যে নামগুলি ইতিমধ্যেই সংগৃহীত হয়েছে, সেগুলি আর নেওয়া যাবে না। পাশাপাশি সেই ইউজারও যদি আগের কোনও নাম আবার ব্যবহার করতে চান, সেটিও সম্ভব হবে না। নাম পরিবর্তনের এই ফিচারটি উপলব্ধ হতে চলেছে আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মের জন্যই।
স্ন্যাপচ্যাটে ইউজারনেম কী ভাবে পরিবর্তন করবেন
পদ্ধতি ১ – ইউজারনেম বদলাতে প্রথমেই আপনাকে স্ন্যাপচ্যাটে গিয়ে ডান দিকের উপরে কর্নারে বিটমোজি আইকনে ট্যাপ করতে হবে।
পদ্ধতি ২ – এবার গিয়ার আইকনটি সিলেক্ট করুন।
পদ্ধতি ৩ – তারপরে আপনাকে ‘ইউজারনেম’ অপশনটি বেছে নিয়ে ‘চেঞ্জ ইউজারনেম’ অপশনে ট্যাপ করতে হবে।
পদ্ধতি ৪ – এখান থেকেই আপনার ইউজারনেম বদলাতে পারবেন। মনে রাখতে হবে, ইউজারনেম বদলালে তা কন্ট্যাক্ট, মেমোরি বা অন্য কোনও অ্যাকাউন্ট ডিটেলের উপরে প্রভাব পড়বে না।
এদিকে আবার স্টোরিজ়-এ বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে স্ন্যাপচ্যাট। এর ফলে ক্রিয়েটররা অর্থ উপার্জন করতে পারবেন। আপাতত এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিয়েটরদের ছোট্ট একটি গ্রুপে বিজ্ঞাপন দেখিয়ে মানিটাইজেশনের ফিচারটি টেস্ট করছে।
এই নতুন ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা বিভিন্ন মিড-রোল বিজ্ঞাপন থেকেও অর্থ উপার্জনের সুযোগ পেয়ে যাবেন, যা দেখানো হবে স্ন্যাপচ্যাট স্টোরিজ়-এর ঠিক মাঝখানে। এখনও পর্যন্ত সীমিত সংখ্যক কিছু ইউজার এই আপডেটটি পেয়ে গিয়েছেন। আগামী আর কয়েক মাসের মধ্যেই সমস্ত ইউজারদের জন্য ফিচারটি নিয়ে আসার পরিকল্পনা করছে স্ন্যাপচ্যাট।
সম্প্রতি প্রকাশিত একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অ্যাপের মধ্যেই ক্রিয়েটরদের আর্থিক উপার্জনের রাস্তা তৈরি করে দিতে একাধিক পন্থা নিয়ে এসেছে স্ন্যাপচ্যাট। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, ডিসকভার সেকশন এবং ফ্রেন্ডস স্টোরিজ়ের মধ্যে ইতিমধ্যেই বিজ্ঞাপন দেখতেও পেয়ে গিয়েছেন ইউজাররা।
আরও পড়ুন: বিজ্ঞাপন থেকে নিরাপদে থাকবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, প্রাইভেসি স্যান্ডবক্স নিয়ে আসছে গুগল
আরও পড়ুন: ফের স্তব্ধ ট্যুইটার, এই নিয়ে সপ্তাহে দ্বিতীয় বার, গ্রাহকমহলে তীব্র ক্ষোভ
আরও পড়ুন: জনপ্রিয় ৩০ চিনা অ্যাপ, যেগুলি ভারতে ব্যান করা হয়েছে, দেখে নিন তালিকা