Sony ভারতে একটি নতুন ওয়্যারলেস হেডফোন লঞ্চ করেছে, যার নাম Float Run WI-OE610। যোগ ব্যায়াম যাঁরা প্রতিনিয়ত করেন, প্রতিদিন যাঁরা নিয়ম করে দৌড়তে যান, মূলত তাঁদের কথা মাথায় রেখেই অনন্য ডিজ়াইনের এই হেডফোন নিয়ে আসা হয়েছে। হেডফোনটি অপারেট করাও এত সহজ যে, ইয়ার ক্যানাল স্পর্শ না করেই আপনি তা চালাতে পারবেন। তার কারণ, স্পিকারের পজ়িশন যা এমনই জায়গায় রয়েছে, আপনার জন্য অপারেট করার কাজটা সহজ করে তুলেছে।
হেডফোনটি অনেকটাই দামি। Float Run WI-OE610 ক্রয় করতে আপনাকে 10,990 টাকা খরচ করতে হবে। কেবল কালো রঙেই এটি আপনি পাবেন। দেশে সনির প্রায় সমস্ত রিটেল আউটলেট এবং ই-কমার্স স্টোরগুলি থেকে ডিভাইসটি কিনতে পারবেন আপনি। এছাড়াও অনলাইনে অ্যামাজ়ন এবং ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্ম থেকেও ডিভাইসটি কিনতে পারবেন আপনি।
খুব হাল্কা Float Run ইয়ারবাডে রয়েছে নেকব্যান্ড ডিজ়াইন, যা আপনার মোশনে থাকার সময়ও খুব ভাল ভাবেই কানে চিপকে থাকতে পারে। মাত্র 33 গ্রাম ওজনের এই ডিভাইস রানারদের জন্য সেরা অপশন হতে পারে। সনির তরফ থেকে বলা হচ্ছে, বিভিন্ন হেড শেপ, হেয়ারস্টাইল এবং ফ্লেক্সিবল নেকব্যান্ড ডিজ়াইনে হেডফোনটি টেস্ট করে দেখা হয়েছে। টুপি ও সানগ্লাস পরিধানকারীরাও খুব ভাল ভাবেই এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন।
সাউন্ড কোয়ালিটির দিক থেকে এই ডিভাইস সেরা। 16mm ড্রাইভার দেওয়া হয়েছে, যা যথার্থ টিউন করতে সক্ষম। তার থেকেও বড় কথা হল ডিভাইসটির ওপেন-টাইপ ডিজ়াইন এটিকে হাই-কোয়ালিটির সাউন্ড দিতে সাহায্য করবে। IPX4 স্প্ল্যাশপ্রুফ ডিজ়াইন দেওয়া হয়েছে এতে। এক চার্জে 10 ঘণ্টার প্লেটাইম দিতে পারে। Sony-র তরফ থেকে দাবি করা হয়েছে, মাত্র 10 মিনিটের চার্জে ডিভাইসটি এক ঘণ্টার ব্যাকআপ দিতে পারে।