Sony T-Shirt AC: টি-শার্টে রাখা যাবে কম দামি এই পুঁচকে AC, প্রচণ্ডে গরমে আপনাকে ‘কুল’ রাখবে বিলকুল

Sony-র সেই ছোট্ট AC-র নাম Reon Pocket 2। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সেই এসি, ভালবেসে ইউজাররা ডিভাইসটির নাম দিয়েছেন T-Shirt AC।

Sony T-Shirt AC: টি-শার্টে রাখা যাবে কম দামি এই পুঁচকে AC, প্রচণ্ডে গরমে আপনাকে কুল রাখবে বিলকুল
মোবাইল অ্যাপের সাহায্যে কন্ট্রোল করা যাবে এই এসি।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 09, 2023 | 7:05 PM

Wearable AC: গরমটা চরচর করে বেড়েই চলেছে। আর গরম এলেই আমাদের এয়ার কন্ডিশনার বা হাই-স্পিড ফ্যানের কথা মাথায় আসে। গরম এলে AC বা ফ্যানের পাশাপাশিই বাজারে কম খরচের এমন কিছু প্রডাক্ট আসে, যা আমাদের স্বস্তি দিতে পারে। তেমনই একটা ডিভাইস নিয়ে এসেছিল Sony, যা আপনাকে প্রচণ্ড গরমে দার্জিলিংয়েয় ঠান্ডার আমেজ দিতে পারে। কিউট, পুঁচকে একটা ডিভাইস, সেটিকে আপনি যেখানে খুশি বহন করতে পারেন। ছোট্ট সেই এসি আপনার পকেটে রাখতে পারেন, আবার টি-শার্টেও রেখে ঘুরতে পারেন। Sony-র সেই ছোট্ট AC-র নাম Reon Pocket 2। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সেই এসি, ভালবেসে ইউজাররা ডিভাইসটির নাম দিয়েছেন T-Shirt AC।

Sony Reon Pocket 2: কী এই ডিভাইস?

Sony Reon Pocket 2 AC-কে আবার কেউ কেউ ‘ছোটু এসি’-ও বলে থাকেন। এটি আসলে একটি পার্সোনাল পিউরিফায়ার। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই পকেট এসি বা টি-শার্ট এসি আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারেন। এটি আপনি যেমন জামা বা টি-শার্টের পকেটে রাখতে পারেন। তেমনই আবার এই Reon Pocket 2 AC-র সঙ্গেও একটি টি-শার্ট দেওয়া হয়, যাতে ডিভাইসটি বিল্ট-ইন থাকে এবং সেখানে রাখলেই আপনি প্রচণ্ডে গরমে সবথেকে ভাল ঠান্ডা উপভোগ করতে পারবেন।

Sony Reon Pocket 2: কী ফিচার রয়েছে?

Sony দাবি করছে, এই পকেট এসি ওজনে খুবই হাল্কা। আপনি রাস্তায় বেরিয়ে যে সময় প্রচণ্ড ঘামছেন, তখনও কাজ করতে অসুবিধা হবে না Reon Pocket 2 AC-র। তার কারণ এতে সোয়েট রেজ়িস্ট্যান্ট টেকনোলজি (Sweat Resistant Technology)। ডিভাইসটি চার্জ করতে আপনাকে কোথাও যেতে হবে না, যেখানে খুশি, যখন-তখন আপনি এটিকে চার্জ করতে পারবেন। এই টি-শার্ট এসি আপনি USB পাওয়ার চার্জের সাহায্যেই চার্জ করতে পারবেন। এতে চারটি টেম্পারেচার লেভেল রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন।

Sony Reon Pocket 2: কীভাবে কন্ট্রোল করবেন?

এবারে আসা যাক সবথেকে বড় বিষয়টায়। কীভাবে আপনি এই Sony Reon Pocket 2 এসি কন্ট্রোল করবেন? এই ডিভাইসের টেম্পারেচার আপনি একটি মোবাইল অ্যাপের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন। অ্যাপটি মোবাইলে ইনস্টল করে নেওয়ার পরেই ছোট্ট এসিটি কন্ট্রোল করা যাবে। 4 ডিগ্রি থেকে শুরু করে 50 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন তাপমাত্রায় AC-টি কন্ট্রোল করা যেতে পারে। একটি 3,350mAh ব্যাটারি রয়েছে এই Sony AC-তে।

Sony Reon Pocket 2: কত দাম?

2019 সালে Sony তার প্রথম Reon Pocket এসি নিয়ে এসেছিল বিশ্ববাজারে। তার প্রায় দুই বছর পর কোভিড অতিমারি কাটিয়ে 2021 সালে Sony Reon Pocket 2 এসি বাজারে লঞ্চ হয়। এই ডিভাইসটির দাম এখন মাত্র 10,500 টাকা। তবে আপনার বাজেট যদি আরও কম হয়, তাহলে প্রথম Sony Reon Pocket ডিভাইসটি ক্রয় করতে পারেন, যা আপনি 5,000 টাকারও কম দামে পেয়ে যাবেন।