সোনির এক্স সিরিজের নতুন ওয়্যারলেস স্পিকার লঞ্চ হয়েছে ভারতে। মোট তিনটি ওয়্যারলেস স্পিকার লঞ্চ করেছে সোনি সংস্থা। তাদের এক্স সিরিজের SRS-XP700, SRS-XP500 এবং SRS-XG500- এই তিনটি ওয়্যারলেস স্পিকার লঞ্চ হয়েছে। সোনি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই তিনটি স্পিকারেই রয়েছে সংস্থার বিশেষ Mega Bass ফিচার। এর সাহায্যে দুরন্ত ‘bass effect’ এবং ভাল সাউন্ড কোয়ালিটি পাবেন ইউজাররা। এছাড়াও এই তিনটি ওয়্যারলেস স্পিকারে রয়েছে লাইভ সাউন্ড মোড। এর পাশাপাশি Karaoke এবং গিটার অ্যামপ্লিফায়ার হিসেবেও সোনির এক্স সিরিজের এই তিনটি স্পিকার ব্যবহার করা যাবে। এছাড়াও এইসব স্পিকারে রয়েছে ambient illumination lighting। আপনার ঘরের পার্টি মুড তৈরিতে শব্দের পাশাপাশি উপযুক্ত আলোর বন্দোবস্তও করবে সোনি এক্স সিরিজের SRS-XP700, SRS-XP500 এবং SRS-XG500- এই তিনটি ওয়্যারলেস স্পিকার।
ভারতে এই তিনটি স্পিকারের দাম কত?
SRS-XP700- এই স্পিকারের দাম ৩২,৯৯০ টাকা। অন্যদিকে, SRS-XP500 এবং SRS-XG500- এই দুটো স্পিকারের দাম যথাক্রমে ২৯,৯৯০ এবং ৩২,৯৯০ টাকা। ১০ অগস্ট থেকে ভারতে সোনি এক্স সিরিজের এই তিনটি ওয়্যারলেস স্পিকার উপলব্ধ হবে। আগ্রহীরা প্রি-বুকিং করতে পারবে ১৬ অগস্ট পর্যন্ত। এই তিনটি স্পিকারের যেকোনও একটি প্রি-বুক করে সঙ্গে একটি সোনি F-V120/C মাইক্রোফোন পাবেন গ্রাহকরা, যার দাম ১৪৯০ টাকা। কিন্তু এর জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত দাম দিতে হবে না। সোনির রিটেল স্টোর সোনি সেন্টার এবং সোনি এক্সক্লুসিভ এবং ShopatSC portal ও অন্যান্য বড় রিটেল স্টোর ও ই-কমার্সের ওয়েবসাইটের মাধ্যমে এইসব স্পিকারের প্রি-বুকিং করা সম্ভব হবে।
সোনি এক্স সিরিজের এই তিনটি স্পিকারের গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য-
১। সোনি সংস্থার দাবি, তাদের এক্স সিরিজের SRS-XP700 স্পিকারে একবার চার্জ দিলে ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। এই স্পিকারের ওজন ১৬.৯ কিলোগ্রাম। আর এই স্পিকারে থাকবে IPX4-certified build। এছাড়া Fiestable অ্যাপের সঙ্গে এই স্পিকার সংযুক্ত করা সম্ভব। সেই সঙ্গে এই স্পিকারে থাকবে Ambient Lighting ফিচার যা সরাসরি মাইক্রোফোনে বা গিটারে যুক্ত করা যাবে। এই স্পিকার দেখতে আয়তাকার।
২। অন্যদিকে, সোনি সংস্থার দাবি তাদের এক্স সিরিজের SRS-XP500 স্পিকারে একবার চার্জ দিলে ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। এই স্পিকারের ওজন ৫.৫ কিলোগ্রাম। Ambient Lighting, Karaoke, Guitar Input তিনটি ফিচারই থাকবে সোনি এক্স সিরিজের এই ওয়্যারলেস স্পিকারে।
৩। আর SRS-XG500 ওয়্যারলেস স্পিকারে থাকবে IP66 সার্টিফিকেট। অর্থাৎ ধুলো এবং জলের ক্ষেত্রে এই স্পিকার রেসিসট্যান্ট, অর্থাৎ নষ্ট হবে না।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে Noise সংস্থার নতুন স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস, দাম কত?