Latest Smart TV: সাধারণ টিভি ছেড়ে বর্তমানে মানুষ স্মার্ট টিভির দিকেই বেশি ঝুঁকছে। আর তার ফলে এরপর দিন স্মার্ট টিভির চাহিদা বেড়েই চলেছে। বাজারে একের পর এক স্মার্ট টিভি লঞ্চ করছে ইলেকট্রনিক কোম্পানিগুলি। এরই মধ্যে TCL তার C11G স্মার্ট স্ক্রিন লাইনআপ চালু করেছে, যাতে রয়েছে 55-ইঞ্চি, 65-ইঞ্চি এবং 75-ইঞ্চি মডেল। এর শীর্ষ মডেলটিতে 75-ইঞ্চি 4K স্ক্রিন এবং 144Hz রিফ্রেশ রেট রয়েছে। এতে টিসিএলের কোয়ান্টাম ডট ম্যাট্রিক্স প্রযুক্তি দেওয়া হয়েছে। ইন-হাউস 220 ব্যাকলাইট পার্টিশন, HDR 1999 উজ্জ্বলতা এবং 1,000 নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা সহ আলো কন্ট্রোল প্রযুক্তি তৈরি করেছে। জেনে নিন TCL C11G সিরিজের টিভির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
TCL C11G সিরিজের দাম:
দামের প্রসঙ্গে বলতে গেলে, TCL C11G 55-ইঞ্চি মডেলটির দাম 7,999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় যা প্রায় 97,274 টাকা)। আবার 65-ইঞ্চি মডেলটির দাম 9,999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় যা প্রায় 1,21,592 টাকা) এবং 75-ইঞ্চি মডেলের দাম 12,999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় যা প্রায় 1,58,073 টাকা)। তবে TCL C11G সিরিজের স্মার্ট টিভি চীনের বাজারে উপলব্ধ।
TCL C11G সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন:
TCL C11G সিরিজের টিভিগুলিতে একটি সম্পূর্ণ চ্যানেল 144Hz ট্রু হাই রিফ্রেশ রেট এবং 157 শতাংশ কালার গ্যামাট রয়েছে। লাইনআপটি Lingyao চিপ M1 এবং TXR ইমেজ কোয়ালিটি এনহ্যান্সমেন্ট ইঞ্জিন দিয়ে সজ্জিত। চিপটি 3D মুভির আসল রঙ, পিক্সেল পুনর্গঠন, সম্পূর্ণ 120Hz রিফ্রেশ রেট এবং TUV Rheinland ডবল আই রয়েছে। এই টিভির সঙ্গে যেকোনও স্মার্ট স্পিকার যুক্ত করা সম্ভব। তার পাশাপাশি রয়েছে গুগল ক্রোমকাস্ট। এছাড়াও এই অ্যানড্রয়েড টিভিতে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট।
এছাড়াও তিনটি HDMI পোর্ট, দু’টি ইউএসবি পোর্ট, 3.5 মিলিমিটারের অডিয়ো আউটপুট এবং ব্লুটুথ 4.2 ওয়্যারলেস অডিয়ো কানেকটিভিটি রয়েছে এই স্মার্ট টিভিতে। এছাড়াও রয়েছে HDMI ARC সাপোর্ট। সেই সঙ্গে এই টিভির স্টিরিও স্পিকার থেকে 20W আউটপুট পাওয়া সম্ভব। TCL C11G সিরিজ Onkyo 2.1 হাই-ফাই অডিয়ো সাপোর্ট করে। এতে রিয়েল-টাইম সিঙ্ক্রোনাইজেশন ফিচারও দেওয়া হয়েছে। নতুন স্পিরিট কন্ট্রোল ডেস্কটপ ব্যবহারকারীদের ডেস্কটপ উপাদানকে একত্রিত করতে সাহায্য করে।