TCL New Smart TVs: 32 ইঞ্চির প্রান্তহীন স্মার্টটিভি নিয়ে এল TCL, মিশে যাবে দেওয়ালের সঙ্গে, দাম 13,490 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 15, 2023 | 8:29 AM

Bezel-less Smart TV: TCL S5400 Google TV-র দাম শুরু হচ্ছে 15,990 টাকা থেকে। অন্য দিকে S5400A এবং S5403A এই দুই লেটেস্ট TCL স্মার্ট টেলিভিশনের দাম যথাক্রমে 13,490 টাকা এবং 13,990 টাকা।

TCL New Smart TVs: 32 ইঞ্চির প্রান্তহীন স্মার্টটিভি নিয়ে এল TCL, মিশে যাবে দেওয়ালের সঙ্গে, দাম 13,490 টাকা
নতুন স্মার্টটিভি নিয়ে এল TCL।

Follow Us

TCL ভারতে নতুন স্মার্টটিভি সিরিজ় নিয়ে হাজির হল। নতুন টিভি যোগ করা হয়েছে সংস্থার S সিরিজ়ে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এটিই দেশের প্রথম 32 ইঞ্চির বেজ়েল-হীন Google TV এবং Android 11 TV। এই নতুন টিসিএল স্মার্টটিভি HD রেজ়োলিউশন সাপোর্ট করে। তাতে বিল্ট-ইন গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক ফিচার রয়েছে। TCL-এর এই নতুন স্মার্ট টেলিভিশন সিরিজ়ে রয়েছে মোট তিনটি মডেল- S5400 Google TV, S5400A Premium A+ এবং S5403A। এই টিভিগুলির প্রতিটিই ওজন খুব হাল্কা, স্টাইলিশ অ্যাপিলের জন্য কম্প্যাক্ট ডিজ়াইনও রয়েছে।

TCL-এর তরফ থেকে বলা হয়েছে, S5400 32 ইঞ্চির FHD Google TV তার কাস্টমারদের নতুন সিনেমা এবং টিভি শো ডিসকভার করতে দেবে খুব সহজে। Google Watchlist-এর মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দের কন্টেন্ট দেখে নিতে পারবেন। পাশাপাশি এই টেলিভিশন সিরিজ়ে রয়েছে Google Kids মোড, যা কচিকাচাদের বিভিন্ন কন্টেন্ট ফিল্টার করে দেখানোর বিষয়টি নিশ্চিত করবে। এছাড়াও রয়েছে বিল্ট-ইন ক্রোমকাস্ট,যা মিউজ়িক থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ এবং ভিডিয়ো যে কোনও ডিভাইস থেকে সরাসরি টিভিতে নিয়ে আসতে সাহায্য করবে।

এই সিরিজ়ে TCL-এর অন্য দুই 32 ইঞ্চির টিভি হল S5403A এবং S5400A 32 HD Android 11 টিভি। এই নতুন স্মার্ট টিভিগুলিতে A+ HD সাপোর্টেড প্যানেল দেওয়া হয়েছে, যা দুর্ধর্ষ দর্শন অভিজ্ঞতার জন্য হাই-রেজ়োলিউশন ছবি দেখাতে পারে। TCL-এর তরফ থেকে আরও বলা হয়েছে, তাদের এই নতুন টিভি লাইনআপটির প্রতিটি মডেলই Dolby Audio সাপোর্ট করছে। এর অর্থ হল ব্যবহারকারীরা উচ্চমানের সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। প্রতিটি টিভিতেই থাকছে 24W স্পিকার সিস্টেম, যার মাধ্যমে ক্রেতারা অত্যন্ত শক্তিশালী সারাউন্ড সাউন্ডের অভিজ্ঞতা সঞ্চ করতে পারবেন।

এদের মধ্যে TCL S5400 Google TV-র দাম শুরু হচ্ছে 15,990 টাকা থেকে। অন্য দিকে S5400A এবং S5403A এই দুই লেটেস্ট TCL স্মার্ট টেলিভিশনের দাম যথাক্রমে 13,490 টাকা এবং 13,990 টাকা। TCL-এর এই নতুন রেঞ্জের Google TV আপনি পেয়ে যাবেন Amazon থেকে। অন্য দিকে Android TV দুটি আপনি পাবেন Flipkart থেকে।

Next Article
Haier Air Conditioner: বাইরের তাপমাত্রা 60 ডিগ্রিতে পৌঁছালেও ঘরকে হিমশীতল রাখবে Haier-র এই AC
Elista Soundbar: 4,499 টাকায় মিলছে Elista-র এই সাউন্ড বার, জমে যাবে উইকএন্ড হাউস পার্টি