Hidden Camera Detector: হোটেল রুমে গোপন ক্যামেরা? সেকেন্ডে খুঁজে বের করবে সস্তার এই ডিভাইস

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 01, 2022 | 6:23 PM

Anti-Spy Camera Detector: অ্যান্টি-স্পাই ক্যামেরা ফাইন্ডার খুব সহজ একটি টুল, যা আপনাকে নিশ্চিত করবে যে আশপাশে কোনও লুকানো ক্যামেরা নেই। এই অ্যান্টি-স্পাই ক্যামেরা ফাইন্ডারের দাম 59.95 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 5,000 টাকা।

Hidden Camera Detector: হোটেল রুমে গোপন ক্যামেরা? সেকেন্ডে খুঁজে বের করবে সস্তার এই ডিভাইস
এই সেই যন্ত্র।

Follow Us

Anti-Spy Camera Finder: ব্যবসা হোক বা বিনোদন, ভ্রমণ যদি নিরাপদ না হয়, ব্যাপক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। যত দামি হোটেলই হোক না কেন, কর্তৃপক্ষ যদি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, চোখে জল ফেলা ছাড়া অন্য আর কোনও উপায় থাকে না। সম্প্রতি নয়ডায় একটি OYO রুমে লুক্কায়িত ক্যামেরা থাকার অভিযোগে হুলস্থুল কাণ্ড বেঁধেছিল। কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হতেই আমরা পাঠকদের জন্য হোটেল রুমে লুক্কায়িত ক্যামেরা সন্ধান করার কিছু টোটকার কথা জানিয়েছিলাম। তবে এবার আর সেই সব টোটকা আপনার দরকার হবে না। যা দরকার হবে, তা হল ছোট্ট একটা ডিভাইস। সেই যন্ত্রের নাম অ্যান্টি-স্পাই ক্যামেরা ফাইন্ডার। এটি খুব সহজ একটি টুল, যা আপনাকে নিশ্চিত করবে যে আশপাশে কোনও লুকানো ক্যামেরা নেই। এই অ্যান্টি-স্পাই ক্যামেরা ফাইন্ডারের দাম 59.95 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 5,000 টাকা।

অ্যান্টি-স্পাই ক্যামেরা ফাইন্ডার: লুকানো ক্যামেরা খোঁজার সহজতম টুল

এক রাতের জন্য একা বা সঙ্গীকে নিয়ে কোনও বাজেট হোটেলে থাকুন বা বিদেশে ফাইভ-স্টার স্যুটে থাকুন, ভ্রমণের চাবিকাঠিই হল ঝঞ্ঝাটহীন, নির্ভয় পরিবেশ। আর তাই আপনার হোটেল রুমে যদি লুকানো কোনও ক্যামেরা থাকে, তাহলে সেটিকে খুঁজে বের করার কাজটি সবার প্রথমে নিশ্চিত করুন। সেই লুকানো ক্যামেরা খুঁজে বের করার জন্য সর্বাগ্রে আপনার প্রয়োজন একটি ইলেকট্রনিক ডিভাইস।

এই হিডেন ক্যামেরা ফাইন্ডার ব্যবহার করার জন্য প্রথমেই আপনাকে সুইচটি ফ্লিপ করতে হবে। তারপর LED ফ্ল্যাশলাইট চালু করুন এবং লাল প্রতিফলিত দাগের জন্য আপনার রুম স্ক্যান করা শুরু করুন, যা একটি লুকানো ক্যামেরার সূক্ষ্ম লেন্স নির্দেশ করবে। এটি অনেক কিছুই অনুশীলন করতে পারে। এবার যদি আপনার দিকে একটি উজ্জ্বল লাল আলো জ্বলতে দেখেন, তাহলে বুঝবেন গোপন ক্যামেরাটি খুঁজে পেয়ে গিয়েছেন।

অ্যান্টি-স্পাই ক্যামেরা ফাইন্ডার অন্য ধরনের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হিসেবেও কাজ করে। পাঁচ সেকেন্ডের জন্য অ্যালার্ম সুইচটি ধরে রাখুন (একটি নতুন ট্যাবে খোলে) এবং এটি একটি স্ট্যান্ডবাই অবস্থায় প্রবেশ করবে। এখন আপনি যদি আপনার আঙুলের সামনে সুইচটি বন্ধ করেন, তাহলে ডিভাইসটি একটি বিকট শব্দ নির্গত করবে এবং ঝলকানি শুরু করবে। আপনি যদি একা থাকেন, তাহলে আপনি বিপদে পড়েছেন বলে চিন্তিত হলে কাউকে সতর্ক করার জন্য এটি একটি কার্যকর উপায় হতে পারে।

ভ্রমণের সময় নিরাপদে থাকুন

কিছু ঘটলে আপনাকে কখনই লুকানো ক্যামেরা অনুসন্ধান করতে হবে না বা অ্যালার্ম প্রস্তুত রাখতে হবে না। এটি আপনাকে উভয় পরিস্থিতিতেই আকস্মিক পরিকল্পনা করার কাজ আরও সহজ করে তুলতে পারে।

Next Article