8,000 টাকা থেকে শুরু, এই মুহূর্তের সেরা 4 বাজেট স্মার্টটিভি

32 Inches Smart TV: কম দামের চমৎকার কিছু স্মার্টটিভি সম্পর্কে আপনার সামান্য হলেও ধারণা থাকা দরকার। চিন্তার কোনও কারণ নেই। আপনার বাজেট যদি 15,000 টাকা বা তার কম হয়, তাহলে এই দামের মধ্যেই আপনি পেয়ে যেতে পারেন একাধিক ভাল ব্র্যান্ডের স্মার্টটিভি। সেরকমই 32 ইঞ্চির কয়েকটি টিভি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন, যাদের দাম 15,000 টাকা বা তারও কম।

8,000 টাকা থেকে শুরু, এই মুহূর্তের সেরা 4 বাজেট স্মার্টটিভি
স্মার্টটিভির আকর্ষণীয় অফার।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 19, 2023 | 8:32 PM

Best Smart TVs: দেখতে-দেখতে উৎসবের মরশুম শেষ। এমন পরিস্থিতিতে আপনার যদি একটা স্মার্ট টেলিভিশন কেনার ইচ্ছে হয়, তাহলে বিশেষ অফার পাওয়ার সেরকম সুযোগ নেই। আপনার বাজেট যদি কম থাকে, তাহলে কম দামের চমৎকার কিছু স্মার্টটিভি সম্পর্কে আপনার সামান্য হলেও ধারণা থাকা দরকার। চিন্তার কোনও কারণ নেই। আপনার বাজেট যদি 15,000 টাকা বা তার কম হয়, তাহলে এই দামের মধ্যেই আপনি পেয়ে যেতে পারেন একাধিক ভাল ব্র্যান্ডের স্মার্টটিভি। সেরকমই 32 ইঞ্চির কয়েকটি টিভি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন, যাদের দাম 15,000 টাকা বা তারও কম।

Samsung 32 ইঞ্চির HD রেডি LED

এই টিভি ক্রয় করতে আপনাকে মাত্র 14,490 টাকা খরচ করতে হবে। 1366 x 768 HD LED ডিসপ্লে অফার করছে এই টিভি। পার্সোনাল কম্পিউটার মোডে এই টিভি আপনি চালাতে পারবেন। হাই ডায়নামিক রেঞ্জ এবং আলট্রা-ক্লিন ভিউ পাওয়া যাবে। কন্ট্রাস্ট এনহ্যান্সার, লাইভ কাস্ট এবং হাইপার-রিয়্যাল ভিডিয়ো সাপোর্ট পাওয়া যাবে। ডলবি ডিজিটাল প্লাস অডিও সাপোর্ট করছে এই টিভি। তার পাশাপাশিই আবার রয়েছে স্মার্টথিংস অ্যাপ সাপোর্ট এবং ডঙ্গল কম্প্যাটিবিলিটি।

BeethoSOL 32 ইঞ্চির HD রেডি LED স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি

মাত্র 7,899 টাকায় এই টিভি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। রয়েছে 32 ইঞ্চির ডিসপ্লে। নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো, ডিজ়নি প্লাস হটস্টার এবং ইউটিউব সাপোর্ট করবে এই টিভি। 24W সাউন্ড আউটপুট, 60Hz রিফ্রেশ রেটের এই স্মার্টটিভি 10 দিনের রিপ্লেসমেন্ট পলিসির সঙ্গে দেশের বাজারে পাওয়া যাবে।

LG 32 ইঞ্চির HD রেডি LED স্মার্ট WebOS

32 ইঞ্চির এই স্মার্টটিভির দাম মাত্র 13,490 টাকা। ওয়াই-ফাই এবং ইথারনেট সাপোর্ট করবে এই স্মার্টটিভি। 10W সাউন্ড আউটপুট দিতে পারে। পারফরম্যান্সের জন্য এই টিভিতে রয়েছে কোয়াড-কোর প্রসেসর। এই প্রসেসরটি পেয়ার করা হয়েছে 1GB RAM এবং 4GB স্টোরেজের সঙ্গে। রয়েছে দুটি HDMI পোর্ট এবং একটি USB পোর্ট।

iFFALCON 32 ইঞ্চির HD রেডি LED স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি

HD রেডি এই স্মার্টটিভি 1366 x 768 পিক্সেল রেজ়োলিউশন সাপোর্ট করে। মাত্র 9,499 টাকায় এই টিভি কিনতে পারবেন কাস্টমাররা। 60 Hz রিফ্রেশ রেট দিতে পারে। রয়েছে দুটি HDMI পোর্ট, একটি USB পোর্ট এবং ওয়াই-ফাই সাপোর্ট। ডলবি অডিও সহযোগে 20W স্পিকারও রয়েছে এই টিভিতে।