আজকাল এক মুহূর্তও মানুষ স্মার্টফোন ছাড়া থাকতে পারে না। ফলে প্রায় বহু মানুষই পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করেন। যতই স্মার্টফোন কোম্পানিগুলি প্রচুর ব্যাটারি ব্যাকআপ দিক না কেন, তাতেও পাওয়ার ব্যাঙ্ক ছাড়া উপায় নেই। আপনাকে এমন একটি পাওয়ার ব্যাঙ্কের খোঁজ দেওয়া হবে, যাতে আপনি একসঙ্গে 4টি ডিভাইস চার্জ করতে পারবেন। দেশের শীর্ষস্থানীয় গ্যাজেট এবং ইলেকট্রনিক্স ব্র্যান্ড U&i ভারতে 2টি নতুন চার্জিং ডিভাইস চালু করেছে, যার মধ্যে রয়েছে U&i ট্রান্স সিরিজ কার চার্জার (U&i Trans Series Car Charger) এবং পাওয়ার কিং সিরিজ পাওয়ার ব্যাঙ্ক (Power King Series Power Bank)। অর্থাৎ এখন এই দুটি গ্যাজেটের সাহায্যে আপনি সহজেই আপনার ডিভাইসটি রাস্তায় চার্জ করতে পারেন। U&i ট্রান্স সিরিজ কার চার্জার এবং পাওয়ার কিং সিরিজ পাওয়ার ব্যাঙ্ক আপনার স্মার্টফোন এবং ট্যাবলেট চার্জ করতে পারবে।
দাম কত?
U&i ট্রান্স সিরিজ সিরিজ 38W কার চার্জার এবং পাওয়ার কিং সিরিজ পাওয়ার ব্যাঙ্ক 1,999 টাকা এবং 2,999 টাকা দামে বাজারে পাওয়া যাচ্ছে।
U&i ট্রান্স সিরিজ সিরিজ 38W কার চার্জার:
যারা গাড়ি করে অফিসে যান বা দিনের বেশিরভাগ সময় গাড়ি চালান, তাদের জন্য এই কার চার্জারটি উপযুক্ত। এই ডিভাইসের সাহায্যে গাড়ি চালানোর সময়ও আপনার ডিভাইসের ব্যাটারি চার্জ করতে পারবেন। এটি কুইক চার্জ এবং পাওয়ার ডেলিভারি (QC+PD) ডুয়াল ইঞ্জিন সহ একটি স্মার্ট চিপ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এতে একাধিক পাওয়ার প্রযুক্তি সাপোর্ট করে। গাড়ির চার্জারটি 38W পাওয়ার সহ দু’টি টাইপ-সি এবং টাইপ-এ ডিভাইস চার্জ করতে পারে। এই পাওয়ার চার্জারটি Android এবং iOS ডিভাইসে কাজ করে। এমনকী গাড়ির চার্জারটি ডিভাইসগুলিকে ওভারভোল্টেজ, ওভারকারেন্ট, ওভারহিটিং এবং অতিরিক্ত চার্জিং থেকে রক্ষা করে।
U&i পাওয়ার কিং সিরিজ পাওয়ার ব্যাঙ্ক:
এটি কমপ্যাক্ট এবং প্রিমিয়াম-ডিজাইনে তৈরি করা হয়েছে। এই 20000mAh পাওয়ার ব্যাঙ্কটিতে উচ্চ ভোল্টেজ রয়েছে। এটি একসঙ্গে চারটি স্মার্টফোনও চার্জ করতে পারবে। এটিতে একটি PD পোর্ট সহ একাধিক চার্জিং অপশন রয়েছে, যা 22.5 ওয়াট পর্যন্ত পাওয়ার আউটপুট সরবরাহ করে। পাওয়ার ব্যাঙ্কে একটি ইন-বিল্ড LED COB ইমারজেন্সি লাইট রয়েছে। এতে একটি LED ডিসপ্লে রয়েছে।