Vivo Watch 2: আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হয়েছে ভিভো ওয়াচ ২- এর ‘ফার্স্ট লুক’ এবং সম্ভাব্য দাম, লঞ্চ কবে?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Dec 16, 2021 | 10:21 PM

ভিভো ওয়াচ ২- এর দাম কত হতে পারে সে ব্যাপারে ভিভো সংস্থা কোনও তথ্য না দিলেও এই স্মার্টওয়াচের সম্ভাব্য দাম এর মধ্যেই বিভিন্ন সাইটে প্রকাশিত হয়েছে।

Vivo Watch 2: আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হয়েছে ভিভো ওয়াচ ২- এর ফার্স্ট লুক এবং সম্ভাব্য দাম, লঞ্চ কবে?
আগামী ২২ ডিসেম্বর চিনে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াচ ২।

Follow Us

আগামী ২২ ডিসেম্বর চিনে লঞ্চ হবে ভিভো ওয়াচ ২। ইতিমধ্যেই এই স্মার্টওয়াচ লঞ্চের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন ভিভো কর্তৃপক্ষ। এবার আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো ওয়াচ ২- এর সম্ভাব্য দাম এবং প্রথম লুক প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এটাই ভিভো ওয়াইচ ২- এর প্রথম অফিশিয়াল লুকের ছবি। এই ছবি থেকে বোঝা গিয়েছে যে, ভিভো ওয়াচ ২- তে থাকবে একটি গোলাকার বা সার্কুলার ডায়াল। এছাড়াও প্রকাশ্যে আসা ভিভো ওয়াচ ২- এর প্রথম অফিশিয়াল ছবি থেকে জানা গিয়েছে এই স্মার্টওয়াচের অন্যান্য সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে, ভিভো ওয়াচ ২- তে একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। এছাড়াও এই স্মার্টওয়াচে ইন্ডিপেন্ডেন্ট কমিউনিকেশন থাকতে পারে। এর অর্থ হল ভিভো ওয়াই ২- তে ই-সিম সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবোতে ভিভো ওয়াচ ২- এর অফিশিয়াল ছবি শেয়ার করেছে ভিভো সংস্থা। সেখানে দেখা গিয়েছে সিলিকন স্ট্র্যাপ নিয়ে লঞ্চ হবে এই স্মার্টওয়াচ। সাদা এবং কালো রঙেই এই ভিভো ওয়াচ ২ লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর আগে বলা হয়েছিল যে ভিভোর এই স্মার্টওয়াচে লেদারের স্ট্র্যাপেরও ভার্সান থাকতে পারে। তবে অফিশিয়াল টিজারে সেকথা কিছু বলা হয়নি। অনুমান করা হচ্ছে, ভিভো ওয়াচ ২ আসলে একটি ৫এটিএম রেটের ওয়াটার রেসিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। এই স্মার্টওয়াচে থাকতে পারে ৫০১mAh ব্যাটারি। ইতিমধ্যেই ভিভোর চিনা ওয়েবসাইটে এই স্মার্টওয়াচের জন্য রিজার্ভেশন বা প্রি-বুকিং শুরু হয়েছে। যদিও ভিভো ওয়াচ ২- এর দাম কত হতে পারে যে ব্যাপারে ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কোনও আভাস দেয়নি। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে ভিভো ওয়াচ ২ ব্লুটুথ এবং ই-সিম ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। চিনের সাইট উইবোতে এই তথ্য দিয়েছে মেশিন পায়োনিয়ার।

ভিভো ওয়াচ ২- এর দাম কত হতে পারে সে ব্যাপারে ভিভো সংস্থা কোনও তথ্য না দিলেও এই স্মার্টওয়াচের সম্ভাব্য দাম এর মধ্যেই বিভিন্ন সাইটে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ভিভো ওয়াচ ২ স্মার্টওয়াচের ব্লুটুথ ভ্যারিয়েন্টের দাম হতে পারে CNY ১২৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৫০০ টাকা)। অন্যদিকে ই-সিম ভার্সানের ভিভো ওয়াচ ২- এর দাম হতে পারে CNY ১৬৯৯, ভারতীয় মুদ্রায় প্রাত ২০,৩০০ টাকা। ভিভো ওয়াচ ৪২ এবং ৪৬ মিলিমিটারের সাইজে লঞ্চ হয়েছিল। তবে ভিভো ওয়াচ ২- তে একটাই অপশন থাকবে। আর সেটি হল ৪৬ মিলিমিটার সাইজ। ভিভো ওয়াচ ২- এর সঙ্গে আগামী ২২ নভেম্বর চিনে লঞ্চ হবে ভিভো এস১২ সিরিজের স্মার্টফোন। এখানে ভিভো এস১২ এবং ভিভো এস১২ প্রো, এই দুই মডেল লঞ্চ হবে। ভিভো এস১০ সিরিজের সাকসেসর হিসেবে ভিভো এস১২ সিরিজ লঞ্চ হতে চলেছে।

আরও পড়ুন- Vivo Wireless Sport Lite: ভারতে নতুন নেকব্যান্ড ইয়ারফোন লঞ্চ করল ভিভো, দাম ১৯৯৯ টাকা

Next Article