কম দামে 98 ইঞ্চির স্মার্টটিভি, Vu 98 Masterpiece এসে গেল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 20, 2023 | 5:49 PM

Vu Smart TV: এই টিভির সবথেকে আকর্ষণীয় বিষয় হল এটি 98 ইঞ্চির। সিনেমা হলে দর্শকরা ঠিক যেরকম অভিজ্ঞতা নিতে পারেন, 98 ইঞ্চির এই টিভির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। Vu 98 Masterpiece TV-র দাম 6,00,000 টাকা। একমাত্র Amazon থেকেই এই স্মার্টটিভি কিনতে পারবেন।

কম দামে 98 ইঞ্চির স্মার্টটিভি, Vu 98 Masterpiece এসে গেল
Vu নিয়ে এল 98 ইঞ্চির মাস্টারপিস।

Follow Us

98 Inch Smart TV: দেশি টেলিভিশন ব্র্যান্ড Vu Televisions ভারতে চমৎকার একটি স্মার্টটিভি লঞ্চ করেছে। সেই টিভির নাম Vu 98 Masterpiece TV। এই টিভির সবথেকে আকর্ষণীয় বিষয় হল এটি 98 ইঞ্চির এবং সেই তুলনায় এর দামও বেশ কম। সিনেমা হলে দর্শকরা ঠিক যেরকম অভিজ্ঞতা নিতে পারেন, 98 ইঞ্চির এই টিভির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। Vu 98 Masterpiece TV-র দাম 6,00,000 টাকা। একমাত্র Amazon থেকেই এই স্মার্টটিভি কিনতে পারবেন।

অনন্য এক ডিজ়াইন রয়েছে এই স্মার্টটিভিতে, যা প্রাইভেট জেট দ্বারা অনুপ্রাণিত। 3000 টেনসিল অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে টেলিভিশনটিতে। সহজে ওয়াল মাউন্টের জন্য টেলিভিশনটি অত্যন্ত শক্তিশালী করা হয়েছে। রুম পার্টিশন হিসেবেও এই টিভি ব্যবহার করতে পারেন আপনি। এই টিভির বড় স্ক্রিনটি 1000 নিটস ব্রাইটনেস দিতে পারে। এছাড়া ডলবি ভিশন এবং HDR10+ কনটেন্ট অফার করে এই টিভি।

দুর্দান্ত অডিও অভিজ্ঞতা দিতে এই টিভিতে থাকছে বিল্ট-ইন 204Watt DJ সাবউফার, যা অত্যন্ত স্বচ্ছ এবং গভীর সাউন্ড দিতে পারে। ব্লুটুথ কানেক্টিভিটিও সাপোর্ট করে এই টিভি। কাস্টমাইজ়ড অডিও সেটআপ রয়েছে, যার দ্বারা এক্সটার্নাল একটা স্পিকারের সঙ্গে কানেক্ট করার কাজটি আরও সহজ হয়ে যাবে।

এই টিভির স্ক্রিন ডিজ়াইন করা রয়েছে 100 শতাংশ অ্যান্টি-গ্লেয়ার দিয়ে, যা একটা ঘরে থিয়েটারের অনুভূতি দিতে পারে, স্পট লাইটের বন্দোবস্তও করতে পারে। বাড়িতে থিয়েটারের পরিবেশ তৈরি করার জন্য কোনও বিশেষ ডার্ক রুম অর্থাৎ দরজা জানলা বন্ধ করে রাখার মতো পরিস্থিতি তৈরি করতে হবে না। প্লেসমেন্টের জন্যও এই Vu 98 Masterpiece TV অসামান্য, খুব সহজে ওয়াল মাউন্ট করা যেতে পারে। আবার টেবিল প্লেসমেন্ট থেকে শুরু করে রুম পার্টিশন পর্যন্তও করতে পারবে এই টিভি। ইন্টিরিয়র ডেকোরেশনের জন্য চমৎকার এই স্মার্টটিভি।

ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রয়েছে এই টিভিতে। কোনও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ছাড়া প্রত্যেক প্রজন্মের মানুষ এই টিভি ব্যবহার করতে পারবেন। Vu 98 Masterpiece TV প্লাগ অ্যান্ড প্লে হোম থিয়েটার অপশনও দিতে পারে, তার জন্য রুম রিডিজ়াইন করার দরকার হবে না বা টেকনিশিয়ানকেও ডেকে আনতে হবে না।

Next Article