Webcam-এ ভিডিয়ো কল করার সময় যেকোনও সমস্যার সমাধান করুন সেকেন্ডে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 29, 2023 | 8:10 AM

Webcam Video Call Tips: অনেক সময় ওয়েবক্যাম থেকে ভিডিয়ো কলে কিছু না কিছু সমস্যা দেখা দেয়। ফলে আপনি মিটিং এবং ক্লাসে সঠিকভাবে ফোকাস করতে পারেন না।

1 / 7
 বর্তমানে ছোটদের স্কুলের পড়াশোনা থেকে বড়দের অফিসের কাজ বেশিরভাগটাই অনলাইনে সেরে ফেলা হয়। আর তার জন্য দিনে যেমন অনেকগুলি ক্লাস থাকে, ঠিক তেমনিই বেশ কয়োকটি মিটিংও করতে হয় বাড়িতে বসেই। কিন্তু সেই সময় যদি ভিডিয়ো কলে সমস্য়া দেখা যায়, তাহলে তার থেকে বিরক্তির আর কিছু হয় না।

বর্তমানে ছোটদের স্কুলের পড়াশোনা থেকে বড়দের অফিসের কাজ বেশিরভাগটাই অনলাইনে সেরে ফেলা হয়। আর তার জন্য দিনে যেমন অনেকগুলি ক্লাস থাকে, ঠিক তেমনিই বেশ কয়োকটি মিটিংও করতে হয় বাড়িতে বসেই। কিন্তু সেই সময় যদি ভিডিয়ো কলে সমস্য়া দেখা যায়, তাহলে তার থেকে বিরক্তির আর কিছু হয় না।

2 / 7
এমন পরিস্থিতিতে স্কুল-কলেজের ক্লাস নিতেই হোক বা অফিস মিটিং করতেই হোক। অনেক সময় ওয়েবক্যাম থেকে ভিডিয়ো কলে কিছু না কিছু সমস্যা দেখা দেয়। ফলে আপনি মিটিং এবং ক্লাসে সঠিকভাবে ফোকাস করতে পারেন না।

এমন পরিস্থিতিতে স্কুল-কলেজের ক্লাস নিতেই হোক বা অফিস মিটিং করতেই হোক। অনেক সময় ওয়েবক্যাম থেকে ভিডিয়ো কলে কিছু না কিছু সমস্যা দেখা দেয়। ফলে আপনি মিটিং এবং ক্লাসে সঠিকভাবে ফোকাস করতে পারেন না।

3 / 7
আপনাকে আর এই সমস্যায় থাকতে হবে না। কারণ এখানে আপনাকে এমন কয়েকটি টিপস জানানো হবে, যার সাহায্যে আপনি ওয়েবক্যামের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত টিপসগুলি।

আপনাকে আর এই সমস্যায় থাকতে হবে না। কারণ এখানে আপনাকে এমন কয়েকটি টিপস জানানো হবে, যার সাহায্যে আপনি ওয়েবক্যামের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত টিপসগুলি।

4 / 7
কানেকশন চেক করুন: যদি আপনার কল বারবার ডিসকানেক্ট হয় বা ভিডিয়ো কলের সময় বাফারিং হয়, তাহলে প্রথমেই আপনার কানেকশন পরীক্ষা করুন। কানেকশনে কোনও সমস্যা না হলে একবার ইন্টারনেট কানেকশন অন-অফ করুন।

কানেকশন চেক করুন: যদি আপনার কল বারবার ডিসকানেক্ট হয় বা ভিডিয়ো কলের সময় বাফারিং হয়, তাহলে প্রথমেই আপনার কানেকশন পরীক্ষা করুন। কানেকশনে কোনও সমস্যা না হলে একবার ইন্টারনেট কানেকশন অন-অফ করুন।

5 / 7
ল্যাপটপ রিস্টার্ট করুন: অনেক সময় এমন হয় যে আপনি অনলাইনে কোনও ক্লাসে আছেন বা মিটিংয়ে ব্যস্ত আছেন।  আর ঠিক সেই সময়ই আপনার ভিডিয়ো কলটি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বা কানেক্টই হচ্ছে না। তাহলে সেই মুহূর্তে ল্যাপটপে খোলা অতিরিক্ত ট্যাবগুলি বন্ধ করে দিন। এর পরেও যদি এটি না করে তবে সিস্টেমটি রিস্টার্ট করুন।

ল্যাপটপ রিস্টার্ট করুন: অনেক সময় এমন হয় যে আপনি অনলাইনে কোনও ক্লাসে আছেন বা মিটিংয়ে ব্যস্ত আছেন। আর ঠিক সেই সময়ই আপনার ভিডিয়ো কলটি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বা কানেক্টই হচ্ছে না। তাহলে সেই মুহূর্তে ল্যাপটপে খোলা অতিরিক্ত ট্যাবগুলি বন্ধ করে দিন। এর পরেও যদি এটি না করে তবে সিস্টেমটি রিস্টার্ট করুন।

6 / 7
সফটওয়্যার চেক করুন: অনেক সময় সিস্টেমের সেটিংও ভিডিয়ো কলে সমস্যার বড় কারণ হতে পারে। কারণ আপনি হয়তো সিস্টেমের সেটিং পরিবর্তন করে ফেলেছেন। এই ক্ষেত্রে, আপনাকে আবার ভিডিয়ো কল এবং ওয়েবক্যাম সেটিংস সেট করতে হবে। এর পরে সিস্টেমটি পুনরায় চালু করতে হবে।

সফটওয়্যার চেক করুন: অনেক সময় সিস্টেমের সেটিংও ভিডিয়ো কলে সমস্যার বড় কারণ হতে পারে। কারণ আপনি হয়তো সিস্টেমের সেটিং পরিবর্তন করে ফেলেছেন। এই ক্ষেত্রে, আপনাকে আবার ভিডিয়ো কল এবং ওয়েবক্যাম সেটিংস সেট করতে হবে। এর পরে সিস্টেমটি পুনরায় চালু করতে হবে।

7 / 7
এভাবে ভিডিয়োর গুণমান বাড়ান: অনেক সময় ওয়েবক্যামে ধুলো জমে থাকে যার কারণে ভিডিয়ো কলের সময় আপনি সবকিছু ঝাপসা দেখতে পান। এমন পরিস্থিতিতে, আপনাকে সর্বদা আপনার ল্যাপটপটি পরিষ্কার রাখতে হবে এবং এটিকে ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। এছাড়াও একটি নরম কাপড় দিয়ে আপনার ওয়েবক্যামটি পরিষ্কার করে নিন।

এভাবে ভিডিয়োর গুণমান বাড়ান: অনেক সময় ওয়েবক্যামে ধুলো জমে থাকে যার কারণে ভিডিয়ো কলের সময় আপনি সবকিছু ঝাপসা দেখতে পান। এমন পরিস্থিতিতে, আপনাকে সর্বদা আপনার ল্যাপটপটি পরিষ্কার রাখতে হবে এবং এটিকে ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। এছাড়াও একটি নরম কাপড় দিয়ে আপনার ওয়েবক্যামটি পরিষ্কার করে নিন।

Next Photo Gallery