Father’s Day 2021: স্পেশ্যাল স্টিকার প্যাক লঞ্চ করল হোয়াটসঅ্যাপ, বাবাকে শুভেচ্ছা জানান নতুন উপায়ে

Father's Day 2021: 'পাপা মেরে পাপা' নামের একটি স্টিকার প্যাক লঞ্চ করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

Father's Day 2021: স্পেশ্যাল স্টিকার প্যাক লঞ্চ করল হোয়াটসঅ্যাপ, বাবাকে শুভেচ্ছা জানান নতুন উপায়ে
ফাদার্স ডে উপলক্ষ্যে স্পেশ্যাল স্টিকার প্যাক লঞ্চ করল হোয়াটসঅ্যাপ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2021 | 7:20 PM

২০ জুন অর্থাৎ আগামীকাল রবিবার ‘ফাদার্স ডে’। এবছর করোনা আবহে, লকডাউনে হয়তো অনেকেই নিজেদের পরিবার এবং বাবার থেকে দূরে অন্য শহর বা দেশে রয়েছেন। কিন্তু সেলিব্রেশন তো কোনও কিছুর বাধা মানে না। উদযাপনের জন্য প্রয়োজন সদিচ্ছা। তাই এবছর ফাদার্স ডে- তে বাড়ির বাইরে না বেরিয়ে, কোভিড বিধিনিষেধ মেনেই হোক সেলিব্রেশন। আর এই বিশেষ দিনের জন্য হোয়াটসঅ্যাপের তরফে লঞ্চ করা হয়েছে একটি বিশেষ স্টিকার প্যাক, যার নাম ‘পাপা মেরে পাপা’ স্টিকার প্যাক।

অ্যানড্রয়েড এবং আইওএস, দুই ডিভাইসের জন্যই চালু হয়েছে এই স্টিকার প্যাক। কীভাবে এই স্টিকার প্যাক নিজের ফোনে ডাউনলোড করবেন তা দেখে নিন।

১। প্রথমে যাঁকে এই স্টিকার পাঠাতে চান, তাঁর ইনবক্স বা চ্যাটবক্স খুলতে হবে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও এই স্টিকার পাঠানো সম্ভব।

২। এরপর স্টিকার মেনুতে গিয়ে ‘প্লাস চিহ্নে’-এর আইকনে ক্লিক করতে হবে। তাহলে নতুন স্টিকার সেকশনের ব্রাউজার খুলে যাবে।

৩। নতুন যে যে স্টিকার প্যাক সংযুক্ত হয়েছে সেগুলো তালিকার উপরের দিকেই থাকবে। সেখানে থেকে পছন্দসই স্টিকার প্যাক বেছে নিয়ে, তার ডাউনলোড অপশনে ক্লিক করলে ওই স্টিকার প্যাক ডাউনলোড হয়ে যাবে।

৪। স্টিকার প্যাক ডাউনলোড হয়ে গেলে একটি ‘টিক মার্ক’ বা ‘রাইট চিহ্ন’ দেখতে পাবেন ইউজাররা। ডাউনলোডের পর হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সের নীচে সোওয়াইপ করলে নতুন স্টিকার প্যাক দেখা যাবে। সেখান থেকে বেছে নিয়ে পছন্দের স্টিকার পাঠিয়ে দিন আপনার বাবাকে।

যদি আপনার ফোনে ফাদার্স ডে স্পেশ্যাল ‘পাপা মেরে পাপা’ স্টিকার প্যাক খুঁজে না পান, তাহলে আপনার স্মার্টফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ লেটেস্ট ভার্সান অনুসারে আপডেট করতে হবে। কারণ এই স্টকার প্যাক একদম লেটেস্ট ভার্সানের হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেই প্রযোজ্য। এর আগেও বিভিন্ন উৎসন-পার্বণ বা বিশেষ দিনে স্পেশ্যাল স্টিকার প্যাক লঞ্চ করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন- Dell Inspiron: একসঙ্গে ভারতে চারটি ল্যাপটপ লঞ্চ করেছে ডেল, কোন মডেলের দাম কত?