Dell Inspiron: একসঙ্গে ভারতে চারটি ল্যাপটপ লঞ্চ করেছে ডেল, কোন মডেলের দাম কত?

Dell Inspiron 14 2-in-1, Dell Inspiron 14, Dell Inspiron 15 এবং Dell Inspiron 13--- এই চারটি ল্যাপটপ গত ১৭ জুন লঞ্চ হয়েছে ভারতে।

Dell Inspiron: একসঙ্গে ভারতে চারটি ল্যাপটপ লঞ্চ করেছে ডেল, কোন মডেলের দাম কত?
একইদিনে ডেলের চারটি ল্যাপটপ লঞ্চ হয়েছে ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2021 | 11:45 PM

ভারতে ডেল Inspiron সিরিজের চারটি ল্যাপটপ লঞ্চ হয়েছে। Dell Inspiron 14 2-in-1, Dell Inspiron 14, Dell Inspiron 15 এবং Dell Inspiron 13— এই চারটি ল্যাপটপ গত ১৭ জুন লঞ্চ হয়েছে ভারতে। ডেলের এই Inspiron সিরিজের ল্যাপটপে রয়েছে স্লিম বেজেলস, স্প্যাসিয়াস টাচপ্যাড, লার্জার কিক্যাপ ও আরও অনেক অত্যাধুনিক ফিচার। এছাড়াও স্ক্রিন রেসোলিউশনের ক্ষেত্রে এই সিরিজে ল্যাপটপে থাকছে QHD+ ফিচার। এর পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট র‍্যাডার এবং এইচডি ওয়েবক্যাম রয়েছে প্রতিটি ল্যাপটপে।

ডেল Inspiron সিরিজের ল্যাপটপের দাম ভারতে কত?

ইন্টেল এবং এএমডি, দুই অপশনে লঞ্চ হয়েছে Dell Inspiron 14 2-in-1 ল্যাপটপ। ইন্টেল কনফিগারেশনের দাম শুরু হচ্ছে ৫৭,৯৯০ টাকা থেকে। অন্যদিকে এএমডি কনফিগারেশনের দাম শুরু হচ্ছে ৬৫,৯৯০ টাকা থেকে। লঞ্চের দিন থেকেই এই ল্যাপটপের বিক্রি শুরু হয়ে গিয়েছে।

Dell Inspiron 14- এই ল্যাপটপের দাম ৪৪,৯৯০ টাকা। ১৮ জুন থেকে শুরু হবে ল্যাপটপের বিক্রি।

Dell Inspiron 15- এক্ষেত্রেও ইন্টেল এবং এএমডি, দুটো কনফিগারেশনেরই ল্যাপটপ লঞ্চ হয়েছে। এই ল্যাপটপের ইন্টেল কনফিগারেশনের দাম শুরু হচ্ছে ৪৮,৯৯০ টাকা থেকে। অন্যদিকে এএমডি কনফিগারেশনের ল্যাপটপের দাম ৫৭,৯৯০ টাকা। বিক্রি শুরু হবে ২২ জুন থেকে।

Dell Inspiron 13০ এই ল্যাপটপের দাম ভারতে শুরু হচ্ছে ৬৮,৯৯০ টাকা থেকে। জুলাইয়ের ৭ তারিখ থেকে এই ল্যাপটপের বিক্রি শুরু হবে।

ডেল- এর অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন এবং বিভিন্ন বড় ইলেকট্রনিক্সের রিটেল শপ, মাল্টি ব্র্যান্ড আউটলেট এবং ডেল- এর নির্দিষ্ট কয়েকটি এক্সক্লুসিভ স্টোর থেকে এই চারটি ল্যাপটপ কেনা যাবে।

আরও পড়ুন- Sony Bravia XR A80J OLED TV: ৬৫ ইঞ্চি টিভির দাম প্রায় ৩ লাখ টাকা!