WhatsApp Document Preview: হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিয়ো ডকুমেন্ট হিসেবে পাঠান? এবার একটা প্রিভিউ দেখে নিতে পারবেন
হোয়াটসঅ্যাপে কোনও পিডিএফ ডকুমেন্ট পাঠাতে গিয়ে তার যেমন একটা প্রিভিউ দেখা যায়, ছবি বা ভিডিয়োর ক্ষেত্রে তেমন কোনও প্রিভিউর অপশন এতদিন ছিল না। সেই ফিচার এবার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
নিত্যদিন নিত্য নতুন ফিচার্সে তার প্ল্যাটফর্ম সাজিয়ে থাকে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে বিশ্বের জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য একটি নতুন বিটা আপডেট পাঠাতে শুরু করে হোয়াটসঅ্যাপ। ডব্লুএবিটাইনফো-র রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই লেটেস্ট আপডেটের মাধ্যমে কোনও চ্যাটে শেয়ার করা ডকুমেন্টের (Documents) একটি নতুন প্রিভিউ (Preview) এনাবল করছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি রিপোর্টে আরও জানানো হয়েছে, যখন আপনি কোনও চ্যাটে ভিডিয়ো বা ছবি শেয়ার করেন ডকুমেন্ট হিসেবে, তারই প্রিভিউ দেখার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কোনও ছবি বা ভিডিয়ো ডকুমেন্ট হিসেবে পাঠালে তার প্রিভিউ দেখার কোনও অপশন ইউজারদের কাছে থাকে না। ডব্লুএবিটাইনফো যে তার রিপোর্টে যে স্ক্রিনশট প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপে কোনও পিডিএফ ফাইল ডকুমেন্ট হিসেবে পাঠালে যেরকম প্রিভিউ দেখা যায়, এবার ছবি বা ভিডিয়োও ডকুমেন্ট হিসেবে পাঠালে সেই একই রকমের প্রিভিউ দেখা যাবে। ডব্লুএবিটাইনফো আরও জানিয়েছে যে, আপাতত এই ফিচারটি কেবল মাত্র কিছু বিটা টেস্টারদের জন্য নিয়ে আসা হচ্ছে।
যদিও হোয়াটসঅ্যাপের তরফে এই ফিচার সম্পর্কে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছুই ঘোষণা করা হয়নি। তবে হোয়াটসঅ্যাপের ফিচার্স ট্র্যাকার ডব্লুএবিটাইনফো যখন আসন্ন এই ফিচারটি নিয়ে স্ক্রিনশট-সহ রিপোর্ট প্রকাশ করেছে, সেখান থেকেই একপ্রকার নিশ্চিত হয়ে বলা যায় যে, পরবর্তী কয়েকটি আপডেটে এই ফিচারটি ইউজারদের কাছে পৌঁছে দেবে মেটা-র নিজস্ব এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম।
এদিকে আবার গ্রুপ ভয়েস কলের ক্ষেত্রেও অ্যাপ উইন্ডোর ডিজ়াইন বদলাতে চলেছে হোয়টাসঅ্যাপ। এর আগে আইওএস এবং অ্যান্ড্রয়েড ইউজারদের হোয়াটসঅ্যাপ বিটা আপডেটে গ্রুপ ভয়েস কলের ক্ষেত্রে ডিজ়াইন পরিবর্তনের বিষয়টি নজরে এসেছিল। পাশাপাশি একটা গ্রুপ ভয়েস বা ভিডিয়ো কলের ক্ষেত্রে সমস্ত অংশগ্রহণকারীদের জন্য ভয়েস ওয়েভফর্মও নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ভয়েস ওয়েভফর্ম হল, ভয়েস নোটসের ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই, ঠিক সেরকমই।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ স্টেটাস ট্র্যাকার ডব্লুএবিটাইনফো-র একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, এবার থেকে হোয়াটসঅ্যাপ কলের সময় স্ক্রিনের ঠিক মাঝখানে একটি ধূসর বর্গক্ষেত্র দেখা যাবে। ইউআই বাটনগুলি আপনাকে স্পিকার (হ্যান্ডস-ফ্রি), ভিডিয়ো কল, মিউট করা এবং কল কেটে দেওয়া ইত্যাদির সবেতেই সুইচ করতে দেবে এবং সেই বাটনগুলি থাকবে আগের মতোই স্ক্রিনের ঠিক নীচে। হোয়াটসঅ্যাপ কলিংয়ের ক্ষেত্রে এই নতুন ইন্টারফেস খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আইফোনে ডিফল্ট ব্রাউজ়ার কী ভাবে বদলাবেন? জেনে নিন সহজ পদ্ধতি
আরও পড়ুন: উদ্ভট নাম আর নয়! ইউজারনেম পরিবর্তন করতে দেবে স্ন্যাপচ্যাট, ২৩ ফেব্রুয়ারি থেকেই বিশেষ সুবিধা
আরও পড়ুন: বিজ্ঞাপন থেকে নিরাপদে থাকবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, প্রাইভেসি স্যান্ডবক্স নিয়ে আসছে গুগল