WHOOP Band: বিরাটের কব্জিতে নজর ভক্তদের! কোন কাজে লাগে ওই ডিভাইস?

WHOOP হল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক কোম্পানি, যারা হেলথ ও ফিটনেস ট্র্যাকিং প্রোডাক্ট তৈরি করে। নানাবিধ ফিজ়িক্যাল অ্যাক্টিভিটি, রিকভারি, স্ট্রেইন-সহ অনেক কিছুই মনিটর করতে পারে ট্র্যাকারটি। প্রতিযোগীদের থেকে এই ফিটনেস ব্যান্ড অনেকটাই এগিয়ে তার এক্কেবারে সাধারণ এবং ঝকঝকে, পরিষ্কার লুকের জন্য। WHOOP ব্যান্ডের স্ট্র্যাপেই রয়েছে পাঁচটি সেন্সর। এই সেন্সরগুলি ব্যবহারকারীদের হৃদস্পন্দন ও তার পরিবর্তনশীলতা, পরিবেষ্টিত তাপমাত্রা, রক্ত চলাচল এবং ত্বকের পরিবাহিতা পরিমাপ করতে পারে।

WHOOP Band: বিরাটের কব্জিতে নজর ভক্তদের! কোন কাজে লাগে ওই ডিভাইস?
WHOOP ফিটনেস ব্যান্ডকে এত গুরুত্ব দেন কেন বিরাট?

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 18, 2023 | 6:17 PM

ICC ক্রিকেট বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে অনন্য রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে 50তম সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট। আর সেই ম্যাচেই বাঁধভাঙা উচ্ছ্বাসের মাঝেই বিরাট-ভক্তদের নজর ঘোরে তাঁর হাতের একটি গ্যাজেটে। 35 বছর বয়সী ক্রিকেটার এক্কেবারে সাধারণ একটি অ্যাক্সেসারি পরেছিলেন, যা একটি স্পোর্টস ব্যান্ড। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কেন এই ডিভাইসটি পরেছিলেন বিরাট? যাঁরা এই গ্যাজেট সম্পর্কে অবগত নন, তাঁদের জেনে রাখা ভাল যে, এটি একটি পরিধানযোগ্য ফিটনেস ব্যান্ড, যা তৈরি করেছে WHOOP নামের এক সংস্থা। এই হেলথ অ্যান্ড ফিটনেস ট্র্যাকারটি যে শুধুই বিরাটকে পরতে দেখা গিয়েছে এমনটা নয়। এনবিএ স্টার লেব্রন জেমস থেকে শুরু করে মাইকেল ফেল্পস, ররি ম্যাকলরি এবং টাইগার উডসের মতো তারকারাও এই ফিটনেস ট্র্যাকার অতীতে ব্যবহার করেছেন।

WHOOP ব্যান্ডটি ঠিক কী

WHOOP হল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক কোম্পানি, যারা হেলথ ও ফিটনেস ট্র্যাকিং প্রোডাক্ট তৈরি করে। নানাবিধ ফিজ়িক্যাল অ্যাক্টিভিটি, রিকভারি, স্ট্রেইন-সহ অনেক কিছুই মনিটর করতে পারে ট্র্যাকারটি। প্রতিযোগীদের থেকে এই ফিটনেস ব্যান্ড অনেকটাই এগিয়ে তার এক্কেবারে সাধারণ এবং ঝকঝকে, পরিষ্কার লুকের জন্য। WHOOP ব্যান্ডের স্ট্র্যাপেই রয়েছে পাঁচটি সেন্সর। এই সেন্সরগুলি ব্যবহারকারীদের হৃদস্পন্দন ও তার পরিবর্তনশীলতা, পরিবেষ্টিত তাপমাত্রা, রক্ত চলাচল এবং ত্বকের পরিবাহিতা পরিমাপ করতে পারে।

চমৎকার ব্যাটারিও রয়েছে এই WHOOP ব্যান্ডে, এক চার্জে যা টানা পাঁচ দিনের ব্যাকআপ দিতে পারে এবং প্রত্যেক দিন 100MB ডেটাও জেনারেট করতে পারে। মোবাইল অ্যাপ্লিকেশনের সঙ্গে যখন ডিভাইসটি পেয়ার করা হবে, তখন ব্যবহারকারীরা আরও কিছু উল্লেখযোগ্য তথ্য পেয়ে যাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল কার্ডিওভাসকুলার স্ট্রেইন। ব্যবহারকারীদের ব্যক্তিগত ডিজিটাল কোচ হিসেবেও কাজ করতে পারে ডিভাইসটি। WHOOP-এর তরফ থেকে দাবি করা হয়েছে, এর মেট্রিক্স এক্কেবারে সঠিক এবং বিজ্ঞান-সমর্থিত। পাঁচটি LED এবং চারটি ফটোডায়ড থাকার ফলে WHOOP ব্যান্ড অত্যন্ত নির্ভুলতার সঙ্গে ডেটা ক্যাপচার করে।

ক্রীড়াবিদরা কেন এই ব্যান্ডটিকে এত গুরুত্ব দেন?

WHOOP অ্যাপ্লিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হল তার স্ট্রেইন ফিচার, যা ব্যবহারকারীদের বর্তমান স্ট্রেনের উপর ভিত্তি করে পার্সোনালাইজ়ড ট্রেনিংয়ের পরামর্শ দেয়। লং-টার্ম ট্রেন্ড এবং ডেইলি ডেটা ভিজ্যুয়ালাইজেশনেরও অ্যাক্সেস দিতে পারে ডিভাইসটি। প্রথাগত ফিটনেস ব্যান্ডের তুলনায় অনেক ক্রীড়াবিদ এই WHOOP ব্যান্ডটিকে বেশি গুরুত্ব দেন তার অসাধারণ নকশার কারণে।

হাই-ইন্টেনসিটি ওয়ার্কআউট বা যে কোনও খেলাধূলার কথা মাথায় রেখে ব্যবহারকারীরা ব্যান্ডটিকে নিজেদের সুবিধা অনুযায়ী যে কোনও জায়গায় পরতে পারেন। WHOOP ব্যান্ডটি কব্জি, বাইসেপ, জামাকাপড়, মোজা বা অন্তর্বাসে পরিধান করা যেতে পারে, যা ব্যবহারকারীদের নমনীয়তা এবং চলাফেরার স্বাধীনতার অনুভূতি দেয়। এটি IP68 ডাস্ট-প্রুফ এবং দুই ঘণ্টা ও 10 মিটার পর্যন্ত জল-প্রতিরোধী। ডিভাইসটির লেটেস্ট মডেল WHOOP 4.0 অত্যন্ত ব্যয়বহুল। তবে তা মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে অনেকে ক্রয় করতে পারেন।