Xiaomi Republic Day Sale: হাফেরও কম দামে স্মার্ট টিভি দিচ্ছে শাওমি, দাম দেখুন সবার আগে
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Jan 20, 2023 | 9:00 AM
Xiaomi Smart Tvs: অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে স্যামসাং-এর মতো সংস্থাগুলি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেল আয়োজন করছে। আর চিনা ব্র্যান্ড Xiaomiও নিয়ে এসেছে রিপাবলিক ডে সেল(Republic day Sale)।
1 / 6
অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে স্যামসাং-এর মতো সংস্থাগুলি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেল আয়োজন করছে। আর চিনা ব্র্যান্ড Xiaomiও নিয়ে এসেছে রিপাবলিক ডে সেল(Republic day Sale)। এই সেলে Xiaomi-এর স্মার্টটিভির উপর প্রচুর অফার দেওয়া হচ্ছে।
2 / 6
এই সেলে আপনি মাত্র 10,000 টাকায় একটি 32-ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি কিনতে পারবেন। এছাড়াও খুব কম দামে ফ্ল্যাগশিপ ফোনও কিনতে পারবেন। এছাড়াও ট্যাবলেট, ল্যাপটপ ও Xiaomi-এর অন্য়ান্য় ডিভাইসগুলিতে অনেক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
3 / 6
Xiaomi রিপাবলিক ডে সেল-এ Xiaomi X50 সিরিজের স্মার্টটিভিটি 30,000 টাকায় বিক্রি করছে সংস্থা। এর আসল দাম 44,999 টাকা। Xiaomi এই Xiaomi X50 সিরিজের স্মার্টটিভিটি কেনার জন্য Play & Win ডিসকাউন্ট কুপনও অফার করছে।
4 / 6
Xiaomi Smart TV 5A এর দাম 24,999 টাকা। তবে উপলব্ধ ব্যাঙ্ক অফারগুলির সাহায্যে, আপনি এটি 10,349 টাকায় কিনতে পারবেন। কোম্পানি এই মডেলে IndusInd Bank, Paytm Wallet, Mobikwik ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক ডিলও অফার করছে। প্রিপেইড লেনদেনে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাবেন।
5 / 6
Redmi Smart TV X43 TV-এর দাম 42,999 টাকা। Xiaomi রিপাবলিক ডে সেলে এটি 21,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। Paytm Wallet, Mobikwik ক্যাশব্যাক ডিল এবং IndusInd ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অফারে আপনি কমে কিনতে পারবেন। এর সঙ্গে একটি স্মার্ট স্পিকার কিনলে অতিরিক্ত ছাড় পাবেন।
6 / 6
রিপাবলিক ডে সেলে Xiaomi X50 স্মার্টটিভিটি 29,999 টাকার কম দামে কিনতে পারবেন। স্মার্টটিভিটির আসল দাম 44,999 টাকা। কিন্তু উপলব্ধ ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ক্রেডিট কার্ড অফারের সাহায্যে এর দাম 30,000 টাকারও কম হয়েছে।