Xiaomi Smart TV X Pro লঞ্চ হল তিনটি ভিন্ন সাইজ়ে, দাম ও ফিচার দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 16, 2023 | 12:09 AM

Xiaomi Smart TV X Pro সিরিজ়ের টিভিগুলি মোট তিনটি সাইজ়ে পাওয়া যাবে। তাদের মধ্যে 43 ইঞ্চির মডেলের দাম 32,999 টাকা, 50 ইঞ্চি মডেলের দাম 41,999 টাকা এবং 55 ইঞ্চির মডেলের দাম 47,999 টাকা।

Xiaomi Smart TV X Pro লঞ্চ হল তিনটি ভিন্ন সাইজ়ে, দাম ও ফিচার দেখে নিন
নতুন স্মার্টটিভি নিয়ে এল শাওমি।

Follow Us

Xiaomi তার লেটেস্ট এডিশনের স্মার্ট লিভিং ইভেন্টে একটি চমৎকার টেলিভিশন সিরিজ় লঞ্চ করল। সেই সিরিজ়ের নাম Xiaomi Smart TV X Pro Series। এই স্মার্টটিভি গুগল টিভি সাপোর্ট করবে। সেই সঙ্গেই আবার রয়েছে Vision IQ এবং আরও একাধিক ফিচার। 50,000 টাকা বাজেটের মধ্যে এই স্মার্টটিভি সিরিজ়ের বিভিন্ন সাইজ়ের মডেলগুলি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এর দাম থেকে শুরু করে ফিচার্স ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Xiaomi Smart TV X Pro Series: স্পেসিফিকেশন ও ফিচার

Xiaomi Smart TV X Pro টিভিতে রয়েছে বেজ়েল-লেস ডিজ়াইন এবং তার তিনটি ভিন্ন ডিসপ্লে সাইজ় রয়েছে: 43 ইঞ্চি, 50 ইঞ্চি এবং 55 ইঞ্চির। অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল ফ্রেম এবং কার্বন ফাইবার ফিনিশ ব্যাক প্যানেল রয়েছে, যা একটা প্রিমিয়াম লুক দিতে পারে।

এদের মধ্যে প্রতিটি মডেলই 4K রেজ়োলিউশন এবং Vivid Picture Engine 2 টেকনোলজি সাপোর্ট করছে, যা চমৎকার কালার, কনট্রাস্ট এবং ব্রাইটনেস দিতে পারে। ভিজ়ুয়াল ইম্প্রুভমেন্টের জন্যও এতে রয়েছে Dolby Vision IQ। এছাড়া এই টিভি 94% DCI-P3 কালার গ্যামুট, 96.6% স্ক্রিন টু বডি রেশিও, HDR10+ এবং HLG সাপোর্ট করবে।

অডিও ডিপার্টমেন্টের দিক থেকে 40W স্টিরিও স্পিকার সিস্টেম রয়েছে, যা DTS:X টেকনোলজি এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করবে ইম্প্রুভড অডিও আউটপুট এবং ওয়াইডার সাউন্ড স্টেজের জন্য। এই স্মার্টটিভিগুলিতে 64 বিটের কোয়াড কোর A55 প্রসেসর রয়েছে, যা পেয়ার করা থাকছে 2GB RAM এবং 16GB স্টোরেজের সঙ্গে। পোর্ট অপশনের দিক থেকে রয়েছে HDMI 2.1 পোর্ট, USB 2.0 পোর্ট, ইথারনেট, AV ইনপুট, একটি অপটিক্যাল পোর্ট এবং হেডফোন জ্যাক।

Google TV-র সাহায্যে এই টিভিতে প্লে স্টোর দিয়ে একাধিক অ্যাপ থেকে শুরু করে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। কনটেন্ট ডিসকভারির জন্য Xiaomi-র প্যাচওয়ালও রয়েছে এই টিভিতে। এছাড়া ইউটিউব ইন্টিগ্রেশনও সাপোর্ট করবে স্মার্টটিভিটি। অতিরিক্ত ফিচারের দিক থেকে Xiaomi Smart TV X Pro সিরিজ়ে রয়েছে ALLM (অটো লো ল্যাটেন্সি মোড), MEMC এবং ভয়েস-এনাবলড রিমোট কন্ট্রোলও রয়েছে।

Xiaomi Smart TV X Pro Series: দাম, কোথায় কিনবেন

Xiaomi Smart TV X Pro সিরিজ়ের টিভিগুলি মোট তিনটি সাইজ়ে পাওয়া যাবে। তাদের মধ্যে 43 ইঞ্চির মডেলের দাম 32,999 টাকা, 50 ইঞ্চি মডেলের দাম 41,999 টাকা এবং 55 ইঞ্চির মডেলের দাম 47,999 টাকা। প্রতিটি মডেলই আপনি Flipkart, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে ক্রয় করতে পারবেন। 19 এপ্রিল থেকে এই টিভিগুলি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

লঞ্চ অফারে 43 ইঞ্চির মডেলটি পাওয়া যাবে 31,499 টাকায়, 50 ইঞ্চির মডেলটি পাওয়া যাবে 39,999 টাকায় এবং 55 ইঞ্চির মডেলটি 45,999 টাকায় বিক্রি করা হবে।

Next Article