Flipkart Sale: হাফেরও কম দামে ব্র্যান্ডেড Smart TV পাওয়া যাচ্ছে এখানে, হাতে আর মাত্র 1 দিন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 04, 2023 | 11:46 AM

Affordable Smart TVs: ফ্লিপকার্টে শুরু হয়েছে Big Bachat Dhamaal সেল। সেলটি মাত্র 3 দিনের জন্য রাখা হয়েছে এবং এর শেষ দিন 5 ফেব্রুয়ারি 2023। সেলে স্মার্ট টিভিতে 70% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

Flipkart Sale: হাফেরও কম দামে ব্র্যান্ডেড Smart TV পাওয়া যাচ্ছে এখানে, হাতে আর মাত্র 1 দিন

Follow Us

Branded Smart Tv: ঘরে একটি বড় স্মার্ট টিভি রাখার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু দামের দিক থেকে দেখতে গেলে খুব বেশি সস্তায় বাজারে তেমন কোনও স্মার্ট টিভি নেই। তবে ফ্লিপকার্টে শুরু হয়েছে Big Bachat Dhamaal সেল। সেলটি মাত্র 3 দিনের জন্য রাখা হয়েছে এবং এর শেষ দিন 5 ফেব্রুয়ারি 2023। সেলে স্মার্ট টিভিতে 70% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ বিষয় হল কিছু স্মার্ট টিভি এই সেলে অর্ধেক দামেও পাওয়া যাচ্ছে। তাই যদি অনেক দিন ধরে প্ল্য়ান করে থাকেন একটি স্মার্ট টিভি কেনার, এই সেলে তা কিনে নিন। তার আগে জেনে নিন সেরা স্মার্ট টিভিগুলির অফার সম্পর্কে।

TCL’s iFFALCON U62 4K LED TV:

আপনি TCL এর iFFALCON U62 (43 ইঞ্চি) Ultra HD (4K) LED স্মার্ট টিভিটির উপর 51% ছাড় পাবেন। টিভিটির আসল দাম 49,990 টাকা। তবে আপনি এই স্মার্ট টিভিটি মাত্র 23,999 টাকায় কিনতে পারবেন। আর পুরনো কোনও স্মার্ট টিভি এক্সচেঞ্জ করে নতুন TCL এর টিভিটি কিনলে 11,000 টাকা ছাড় পাবেন। তবে এক্সচেঞ্জ অফারটি আপনার পুরনো টিভিটির অবস্থার উপর নির্ভর করবে।

Dyanora Sigma Full HD Smart TV:

আপনি Dyanora Sigma (43 ইঞ্চি) ফুল এইচডি স্মার্ট লিনাক্স স্মার্ট টিভিটি অনেক কম দামে কিনতে পারবেন। ফ্লিপকার্টে এই টিভিতে 53% ছাড় দেওয়া হচ্ছে। লিনাক্স স্মার্ট টিভির আসল দাম 29,999 টাকা। তবে আপনি মাত্র 13,999 টাকায় কিনতে পারবেন। এছাড়াও আপনি যদি Flipkart Axis Bank-এর মাধ্য়মে কেনেন, তাহলে 5% ক্যাশব্যাক পাবেন।

Realme LED Android Smart TV:

এই সেলে আপনি OnePlus, Realme-এর মতো বড় ব্র্যান্ডের টিভিগুলিতে 37% ছাড় পাবেন। Realme (40 ইঞ্চি) ফুল HD LED স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কিনতে পারবেন অনেক কম দামে। এটি 31,999 টাকার পরিবর্তে 19,999 টাকায় বাড়িতে আনতে পারবেন। এছাড়াও, এক্সচেঞ্জ অফারে 11,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। তবে এক্সচেঞ্জ অফারটি আপনার পুরনো স্মার্ট টিভির অবস্থার উপর নির্ভর করবে।

OnePlus Y1 Smart Tv:

OnePlus Y1 (40 ইঞ্চি) ফুল HD LED স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটি আপনি 27,999 টাকার পরিবর্তে মাত্র 18,999 টাকায় কিনতে পারবেন। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে এটি 11,000 টাকা ছাড়ে কেনা যাবে।

Thomson 9A Series Android Smart TV:

আপনি Thomson 9A সিরিজ (42 ইঞ্চি) ফুল HD LED অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিটি 42% ডিসকাউন্টে বাড়িতে আনতে পারবেন। এটি 27,999 টাকার পরিবর্তে মাত্র 15,999 টাকা কেনার সুযোগ দিচ্ছে। এছাড়াও এক্সচেঞ্জ অফারে এটি 11,000 টাকা ছাড়ে কিনতে পারবেন। এর পাশাপাশি এর উপর নানা ধরনের ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে।

Next Article