Induction Cooktop: হাজার হাজার টাকা যাচ্ছে গ্যাস সিলিন্ডারে, 1500 টাকায় বছরভর রান্না করুন এতে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 18, 2023 | 10:09 AM

Induction Cooktop Price: বাজারে এখন অনেক নতুন কুকটপ এসেছে, যা দিয়ে আপনি খুব সহজেই যে কোনও রান্না খুব কম সময়ে সেরে ফেলতে পারবেন। ইন্ডাকশন কুকটপের বিশেষত্ব হল, এতে গ্যাস সিলিন্ডার ছাড়াই খাবার রান্না করা যায়।

Induction Cooktop: হাজার হাজার টাকা যাচ্ছে গ্যাস সিলিন্ডারে, 1500 টাকায় বছরভর রান্না করুন এতে

Follow Us

Best Induction Cooktop: গ্যাস সিলিন্ডারের দাম দিনের পর দিন যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের মাথায় হাত পড়ছে। আর এভাবে গ্যাসের দাম বাড়ার কারণে ইন্ডাকশনেরও তাহিদা বাড়ছে। বেশিরভাগ মানুষ বর্তমানে গ্যাস ওভেন ছেড়ে ইন্ডাকশনের দিকে ঝুঁকছেন। আর ইন্ডাকশনের বিশেষত্ব হল আপনি গ্যাস সিলিন্ডার ছাড়াও এটিতে রান্না করতে পারেন। এমনকি এতে রান্না করাও সহজ। খুব সহজেই তৈরি করা যায় যেকোনও খাবার। বাজারে এখন অনেক নতুন কুকটপ এসেছে, যা দিয়ে আপনি খুব সহজেই যে কোনও রান্না (Cook) খুব কম সময়ে সেরে ফেলতে পারবেন। ইন্ডাকশন কুকটপের (Induction Cooktop) বিশেষত্ব হল, এতে গ্যাস সিলিন্ডার ছাড়াই খাবার রান্না করা যায়। এ কারণে অনেকে এটিকে চাপা দিয়েও ব্যবহার করছেন। এটির চল ভারতে নতুন, তবে আমেরিকা, কানাডার মতো উন্নত দেশগুলিতে লোকেরা এটি রান্নার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। একটি ইন্ডাকশন কুকটপে রান্না করার জন্য আপনার যা দরকার তা হল বিদ্যুৎ। অর্থাৎ প্রতিমাসে গ্যাস সিলিন্ডারের অত টাকা থেকে এবার নিমেষেই রেহাই পাবেন।

আপনি Flipkart থেকে Butterfly Rapid Plus Induction Cooktop অর্ডার করতে পারেন। এর দাম হল 3,399 টাকা এবং আপনি 55% ডিসকাউন্টে 1,499 টাকায় কিনতে পারবেন। এর সঙ্গে, আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পাচ্ছেন। HSBC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে 10% ছাড় পাওয়া যাবে। আজ(18 ফেব্রুয়ারি) অর্ডার করলে 24 ফেব্রুয়ারির মধ্যে ইন্ডাকশন কুকটপ ডেলিভারি করা হবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এতে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

Prestige Atlas 3.0 Induction Cooktop

আপনি প্রেস্টিজ-এর এই Atlas 3.0 ইন্ডাকশন কুকটপ কিনতে পারেন। এর দাম হল 2,895 টাকা এবং আপনি 39% ছাড়ের পরে এটি 1,756 টাকায় কিনতে পারবেন। Induction Cooktop এর 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি। এটিতে 1200W বিকল্পের সঙ্গে আসে। আপনি যদি আরও ভাল কিছু চান, তবে আপনি 1600W বিকল্পটিও কিনতে পারেন।

1600 watt Usha Induction Cooktop

এটি একটি 1600 ওয়াটের উষা ইন্ডাকশন কুকটপ। এটি গ্যাস ওভেনের চেয়ে অনেক বেশি নিরাপদ। আপনি এটিতে সব ধরণের খাবার তৈরি করতে পারেন। সব থেকে ভাল ব্য়পার হল, এতে পাওয়ার সেভিং ইন্টেলিজেন্ট মোডও রয়েছে। এছাড়াও পেইন্ট সেন্সর প্রযুক্তি এবং কাস্টমাইজড কুকিং সেটিংস রয়েছে। এর উপর বাসনপত্র না রাখলে তা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এই ইন্ডাকশন কুকটপে, আপনি আপনার সুবিধা অনুযায়ী একটি টাইমারও সেট করতে পারেন। এর দাম 2,095 টাকা। এতে আপনি 39% ছাড় পাবেন।

Next Article