AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samsung Galaxy A54 ফোনের দাম কমে গেল 3500 টাকা, কোথায় অর্ডার করবেন?

Samsung Galaxy A54 Offers: Samsung সম্প্রতি ভারতে তাদের নতুন ফোন Galaxy A55 লঞ্চ করেছে। কিন্তু এই নতুন ফোন বাজারে আনার সঙ্গে সঙ্গেই Samsung Galaxy A54-এর দাম কমানো হয়েছে। তবে এর আগে একবার দাম কমাতেই সঙ্গে সঙ্গে আউট অফ স্টক হয়ে গিয়েছিল।

Samsung Galaxy A54 ফোনের দাম কমে গেল 3500 টাকা, কোথায় অর্ডার করবেন?
| Updated on: Mar 15, 2024 | 4:04 PM
Share

Samsung সম্প্রতি ভারতে তাদের নতুন ফোন Galaxy A55 লঞ্চ করেছে। কিন্তু এই নতুন ফোন বাজারে আনার সঙ্গে সঙ্গেই Samsung Galaxy A54-এর দাম কমানো হয়েছে। তবে এর আগে একবার দাম কমাতেই সঙ্গে সঙ্গে আউট অফ স্টক হয়ে গিয়েছিল। এবার এই ফোনের দু’টি ভ্যারিয়েন্ট 3500 টাকা কমানো হয়েছে।

Samsung Galaxy A54 ফোনটির দাম কত হয়েছে?

নতুন দাম অনুযায়ী, 128GB মডেলটি 33,499 টাকায় কেনা যাবে এবং 256GB মডেলটি 35,499 টাকায় কেনা যাবে। এই ফোনটি চারটি রঙে পেয়ে যাবেন – সাদা, লাইম, ভায়োলেট এবং গ্রাফাইট। এবার দেখে নিন এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন।

Samsung Galaxy A54-এর স্পেসিফিকেশন ও ফিচার-

Samsung Galaxy A54 ফোনে কোম্পানির নিজস্ব Exynos 1380 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ফোনে মস্তিষ্কের মতো কাজ করে। দু’টি স্টোরেজে পেয়ে যাবেন – 128GB এবং 256GB। ফোনটিতে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল। Samsung Galaxy A54 সর্বশেষ Android 13 অপারেটিং সিস্টেমে চলে এবং এর উপরে Samsung One UI 5.1-এর সর্বশেষ সংস্করণ দেওয়া হয়েছে। এতে দুটি সিম ইন্সটল করতে পারবেন এবং আইপি68 রেটিং থাকায় এটিকে ধুলো-জল থেকেও রক্ষা করবে।

Samsung Galaxy A54 ফোনটিতে 5000 mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা 25W দ্রুত চার্জিং সাপোর্ট করে। এতে আপনি তিনটি ক্যামেরা পেয়ে যাবেন। প্রথম ক্যামেরাটি 50MP, দ্বিতীয়টি একটি 12MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর তৃতীয়টি 5MP-এর। এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।